'পুরোপুরি বেঁচে আছি', যাবতীয় গুজব উড়িয়ে নিজেই জানিয়ে দিলেন হিথ স্ট্রিক। তাঁর সেই বার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হেনরি ওলোঙ্গা। প্রাথমিকভাবে ওলোঙ্গা জানিয়েছিলেন যে মৃত্যু হয়েছে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়কের। যদিও পরে তিনি নিজেই আবার বলেন, 'আমি নিশ্চিত করতে পারছি যে হিথ স্ট্রিকের মৃত🙈্যু যে খবর ছড়িয়েছিল, তা পুরোপুরি ভুয়ো। সবেমাত্র আমি ওর থেকে শুনলাম। ওকে ফেরত নিয়ে এসেছে থার্ড আম্পায়ার। ও বেঁচে আছে বন্ধুরা।' স্ট্রিকের সঙ্গে কথাবার্তার যে স্ক্রিনশট তিনি༒ পোস্ট করেছেন, তাতে স্ট্রিক লিখেছেন যে ‘আমি পুরোপুরি বেঁচে আছি। দয়া করে রান-আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নাও।’
উল্লেখ্য, হিথ স্ট্রিক ক্রিকেটার হিসাবে ৬৫টি টেস্ট ম্যাচ এবং ১৮৯টি ওয়ানডে খেলেছেন। তিনি খেলার দীর্ঘতম ফরম্যাট টেস্ট ক্রিকেটে ২১৬টি উইকেট শিকার করেছেন। যার মধ্যে ১৬বার চার-উইকেট এবং সাত বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে। বুলাওয়েতে জন্ম নেওয়ꦛা প্রাক্তন তারকা ক্রিকেটার ওডিআই ফরম্যাটে বল হাতে টেস্ট ক্রিকেটের চেয়ে একটু বেশি সফলতা পেয়েছেন। তিনি ২৩৯টি উইকেট নিয়েছেন। হিথ ওডিআই কেরিয়ারে সাতটি চার উইকেট এবং একটি পাঁচ উইকেট পেয়ে♎ছেন। বোলিংয়ের পাশাপাশি জিম্বাবোয়ের এই তারকা একজন ভালো ব্যাটারও ছিলেন।
ব্যাট হাতেও তিনি যথেষ্ট দাগ কেটেছিলেন। ১৯৯০ রান করেছেন টেস্ট ক্রিকেটে। অন্যদিকে ২৯৪৩ রান করেছেন একদিনের ফরম্যাটে। টেস্ট ক্রিকেট খেলাকালীন স্ট্রিক একটি সেঞ্চুরি এবং ১১টি অর্ধশত রান করেছেন। অন্যদিকে ওয়ানডে খেলে ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। জিম্বাবোয়ের হয়ে তাঁর তৈরি করা রেকর্ড এখনও সে দেশের কোনও ক্রিকেটারই ভাঙতে পারেনন🔯ি। সেদেশের তিনি একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ২০০০ এর কাছাকাছি রানসহ ১০০ উইকেট নিতে পেরেছেন। অন্যদিকে ওয়ানডেতে করা তার রেকর্ডও অক্ষুণ্ণ আছে। ২০০০-র বেশি রান করার পাশাপাশি ২০০ টির বেশি উইকেট তিনি ওয়ানডেতে নিয়েছেন।