পার্থ টেস্টের প্রথম দিনেই মাস্টারক্লাস বোলিং করলেন ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরাহ। প্রথমে ব্যাট করে ১৫০ রানের মধ্যে ভারতীয় দল গুটিয়ে গেলেও দ্রুত টিম ইন্ডিয়া কামব্যাক করে। আর কামব্যাক করে জসপ্রীত বুমরার সৌজন্যে। প্রথম ইনিংসে অজিদের ব্যাটিং অর্ডারকে তাসের ঘরের মতো ভেঙে দেনಞ জসপ্রীত বুমরাহ একাই। ৬৭ রানে ৭ উইকেট আপাত🌱ত অজিদের।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বা𓃲টলার! ভারতীয় পন্ত-শ্রেয়��স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
পার্থে চার উইকেট বুমরাহর
পার্থের উইকেটে বলের গতি এবং সুইং বেশি হবে জানার পরেও বুমরাহর সিদ্ধান্ত নিয়ে শুরুতে একটু প্রশ্ন ছিল। কিন্তু এরপর বল নিজের হাতে তুলে নিতেই সব উত্তর দিয়ে দিলেন বুমরাহ। নাথান ম্যাকসুইনি, উসমান খোয়াজারা বুঝে উঠতেই পারলেন না বুমরাহর অসামান্য বোলিং মুভমেন্ট এবং সুইং ভ্যারিয়েশন। 💜𝔉;
♛আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছ🦩নে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
ম্যাকসুইনি, স্মিথ, কামিন্স ও খোয়াজাকে আউট-
১০ ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে তিনি তুলে নেন চার উইকেট। প্রথমে নাথান ম্যাকসুইনিকে এলবিডাব্লু করেন বুমরাহ। 🤪এরপর উসমার খোয়াজাকে অবাক করেই আউট করেন বুমরাহ। অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করে আউট করেন তিনি। স্টিভ স্মিথকে তো টিকতেই দেননি, প্রথম বলেই ০ রানে সাজঘরে ফেরান। প্যাট কামিন্সকেও উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান তিনি।
আরও পড়ুন💯-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবা🐟র নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
ভারতকে বাঁচাল বুমরাহই-
বুমরাহর এই পারফরমেন্সের পর নেটমাধ্যমনে খুনসুটিতে মাতলেন প্রাক্তনীরা। প্রশংসায় ভাসিয়ে দিলেন। ওয়াসিম জাফল লিখলেন, ‘ওকে গুগল, প্লে জসপ্রীত বুমরাহ, সরি জসপ্রীত বু🌳মরাহ ইস আনপ্লেবেল ’। সঞ্জয় মঞ্জরেকর লিখলেন, ‘এটা প্রথমবারও নয়, এটা শেষবারও নয়। ভারতীয় বোলাররাই ভারতকে বেল এনে দিল। আর প্রথমব💯ার এবং শেষবারের জন্য নয়, জসপ্রীত বুমরাহ সবার ওপরেই রয়েছে ’।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজ♕ি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
২৪ ক্যারেট সোনা
আকাশ চোপড়া লিখলেন, ‘বুমরাহ ২৪ ক্যারাট গো🐼ল্ড ’। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেন ভন লিখলেন, ‘দ্য বেস্ট ইন দ্য ওয়ার্লড ইজ অন ফায়ার ’। শ্রীলঙ্কার প্রাক্তন পেসার যাকে সকলেই এক সময় খেলতে ভয় পেত। স্লগ ওভার স্পেশালিস্ট বলা হত। সেই লাসিথ মালিঙ্গ বুমরাহকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, ‘জসপ্রীত দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বুমরাহ ’।