মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন বর্তমান কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ৯৭ রান করেছিলেন। তার ব্যাট থেকে সেই সময় বড় রান না আসলে হয়ত ২০১১ বিশ্বকাপও জেতা হত না ভারতীয় দলের। সেই ম্য়াচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকেই এই বিশ্বকাপ কার্যত ধোনির বিশ্বকাপ নামে খ্যাত হয় যায়। আর তাতে চটে যান সেই প্রতিযোগিতায় ভারতের অন্যতম নায়ক গৌতম গম্ভীর। মাঝেমধ্যেই এ⛦রপর ধোনির বিষয় সমালোচনা করতে দেখা যেত গৌতিকে। অনেকে ধরেই নিয়েছিলেন, মাঠের বাইরের সমালোচনার জন্য হয়ত মুখ দেখাদেখি বন্ধ দুই ক্রিকেটারের। যদিও বিষয়টা যে আদৌ তা নয়, সেটাই সোমবার রাতে চিপকের মাঠে বুঝিয়ে দিলেন কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনি, যিনি অধিনায়কত্বের ব্যাটন রুতুরাজের হাতে তুলে দিয়েছেন। ম্যাচ শেষে একে অপরকে আলিঙ্গন করলেন গৌতি এবং মাহি।
চিপকের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে এবারের আইপিএলে প্রথম হারের মুখ দেখিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। নাইটদের বিরুদ্ধে সিএসকের ট্র্যাক রেকর্ড বরাবরই ভালো। কিন্ত🍌ু এবার যেহেতু নাইটদের হটসিটে বসেছিলেন গম্ভীর, তাই ম্য়াচটি কেকেআর বনাম সিএসকে নয়, বরং মাহি বনাম গৌতির তুলনাই বেশি আসছিল। ম্যাচে অবশ্য ৭ 🧔উইকেট সহজ জয় তুলে নেয় চেন্নাই। এরপরই মাঠে নেমে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন গৌতম গম্ভীর। তখনই এগিয়ে গিয়ে একে অপরকে আলিঙ্গন করেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে ৯১ রান করা মহেন্দ্র সিং ধোনি এবং সেই ম্যাচে ৯৭ রান করা গৌতম গম্ভীর। একই সঙ্গে সংক্ষেপে বাক্যালাপও করে ফেলেন দুই তারকা। এরপরই সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলেই দাবি করতে থাকেন, অবশেষে দুই ক্রিকেটারের মাঠের বাইরের লড়াইয়ে হয়ত ইতি পড়বে এবার।
আরও পড়ুন-IPL 2024-সাদা বলে সেরা ওপেনার বাটলার বললেন সাঙ্গাকারা, রোহিতꦇকে উপেক্ষা?
গৌতম গম্ভীর বরাবরই স্পষ্ট কথা বলে থাকেন এবং দলের ক্রিকেটারদের পাশে থাকেন। বিরাট কোহলির সঙ্গে নবীন উল হকের আইপিএল ম্যাচে ঝামেলার সময় নিজেই পাশে দাঁড়িয়েছিলেন নবীনের। যার ফলে বিরাট কোহলির সঙ্গেও তর্কাতর্কিতে জড়ান গৌতি। যদিও চলতি বছরই ফের রিইউনিয়⛄ন হয়ে যায় ২০১১ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্যের। এরপরই সোশাল মিডিয়ায় আওয়াজ উঠতে থাকে, ২০২৪ সালে আর কী দেখা বাকি রইল? এরই মধ্যে গৌতম গম্ভীরের সঙ্গে ধোনির আলিঙ্গনের ছবি নেটিজেনদের যে ষোলোকলা পূর্ণ করল তা একপ্রকার বলাই যায়। 🌳;
আরও পড়ুন-ব্যাজবল নিয়ে লাফালেই হবে না, কমন সেন্স ব্যবহাꦜর করতেও হবে, বার্তা বয়কটের
উল্লেক্ষ্য গৌতম গম্ভীর কখনই মহেন্দ্র সিং ধোনির পারফরমেন্স নিয়ে খুব একটা প্রশ্ন তোলেননি। বরং অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যখন ২০১১ বিশ্বকাপের জন্য মাহিকেই সম্পূর্ণ কৃতিত্ব দিচ্ছিল, তখন তার বিরোধিতা করেই গৌতির মুখে বলতে শোনা গেছিল, ‘২০১১ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, জাহির খানসহ সকলেরই কৃতিত্ব ছিল। কেউ একা ভারতকে বিশ্বকাপ এনে দেয়নি’। বাস্তবিক ক্ষেত্রে কথাটা যে একদম ভুল না, সেটা বলাই বাহুল্য। অবশেষে ২০২৪ আইপিএলে বিরাট কোহলি, মহেন্দ্র সিং✃ ধোনির সঙ্গে গৌতির রিইউনিয়ন দেখে খুশি ক্রিকেট 𝔍প্রেমীরা।