ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বর্ণময় চরিত্রের নাম গৌতম গম্ভীর। দেশের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ। ২০০৭ সালে টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ইনিংস না আসলে প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়া হত না টিম ইন্ডিয়ার। এর চার বছর পর দেশের মাটিতে ভারতের ওডিআই বিশ্বকাপ জয়ের পিছনেও অবদান ছিল গৌতির। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য ধরে রেখে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। করেছিলেন ৯৭ রান। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জেতাতে পারেননি। কাছাকাছি নিয়ে গিয়ে 🌌আউট হয়ে যান। বিশ্বকাপ ফাইনালে ছয় মেরে দেশকে জেতান মহেন্দ্র সিং ধোনি। এরপর বহু সময় গম্ভীর বলেছেন, ধোনির সেই ছয় শুধু দেশকে বিশ্বকাপ জেতায়নি। ১৩ বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপ জয়ের পরেও একটা আক্ষেপ রয়ে গেছে গৌতির।
আরও পড়ুন-শে♔ষ বলে চার! নাটকীয়ভাবে টাই নর্দাম্পটনশায়ার বনাম লেস্টারশায়ার ম্যাচ, রইল ভিডিয়ো
২০১১ বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীর করেছিলেন ৯৭ রা♍ন। শতরান হাতছাড়া হয়েছিল, যদিও ভারতের দুটি বিশ্বকাপ জয়ের নায়ক বলছেন তাতে তাঁর কোনও আক্ষেপ নেই। তবে জীবনের সব থেকে বড় আক্ষেপ অবশ্যই, ফাইনাল ম্যাচে উইনিং রান করে দলকে জেতাতে না পারা, অর্থাৎ বিশ্বকাপ জিতলেও এখনও গৌতির মনের মধ্যে রয়েছে ধোনির শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতানোও।
আরও পড়ুন-'আমি খুশি নই....♓..'রাখঢাক নয়, সরাসরি রান না পাওয়🏅া কোহলিকে শক্তিশেল বিক্রমের
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে গৌতম গম্ভীর জানান, ‘আমি চেয়েছিলাম ম্যাচটা ফিনিশ করতে। যদি সময় পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব হত, তাহলে সেদিনের ফাইনাল ম্যাচে ফিরে গিয়ে উইনিং রানটা আমি করতাম, সে যত রানই করি না কেন। কারণ আমার দায়িত্ব ছিল ম্যাচটা ফিনিশ করা, অন্য কারোর ওপর ছেড়ে আসা নয়। আমি সমর্থকদের খুশি🦹 করতে চেয়েছি যখনই মাঠে নেমেছি, দেশ🔥ের হয়ে ৬টি ম্যাচে অধিনায়কত্ব করতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় ’ ।
আরও পড়ুন-জিতছেন বুঝেই ম্যাচ চলাকালীন স্পাইডা🎃রক꧃্যামে সেলফি হার্দিক-পন্তের! ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি ভারতীয় দলের কোচের পদের জন্য ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সম্মুখিন হয়েছে গৌতি। তিনি কি কোচ হচ্ছেন? এই নিয়ে অবশ্য এখনই মুখ খুলছেন না কেকেআরকে আইপিএল জেতানো মেন্টর, ℱবরং বিষয়টি ছাড়ছেন সিএসির ওপরই। গৌতম গম্ভীর বলছেন, ‘ আমি এখনই এই ব্যাপারে কিছু বলতে পারব না। কারণ আমি খুব বেশি এই বিষয়টা নিয়ে ভাবিনি। আমি খুব খুশি একটা ভালো যাত্রা শেষ করতে পেরে সম্প্রতি, আপাতত সেটাই উপভোগ করছি। বর্তমানে আমি যে অবস্থায় রয়েছি, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট’ । ভারতের দায়িত্ব নিলে পরের মরশুমে আর কেকেআরের দায়িত্ব নেও🌸য়া হবে না গৌতির।