টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল, কতটা প্রস্তুত তারা। নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে গিয়ে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে হ🥀োয়াইটওয়াশ করল অজিরা। যদিও সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ব🍌ৃষ্টির জন্য টি-১০ ফর্ম্যাটের রূপ নেয়।
অক🎃ল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জেতে নিউজিল্যান্ড। তারা শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করতে নামলে দফায় দ🧜ফায় বৃষ্টিতে একাধিকবার থমকে যায় ম্যাচ।
৬.২ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ৭২ রান তোলার পরে বৃষ্টিতে ম্যাচ বন্ধ🍰 হয় সাময়িকভাবে। তারা ৮.৩ ওভারে 💮৩ উইকেটের বিনিময়ে ৯৫ রান তোলার পরে ফের বৃষ্টিতে থমকায় ম্যাচ। ১০.৪ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলার পরে তৃতীয়বার বৃষ্টি বাধা সৃষ্টি করে ইনিংসে। তার পরেই অস্ট্রেলিয়ার ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়।
ওপেন করতে নেমে ট্র্যাভিস ৩০ বলে ৩৩ রান করেন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ১১ বলে ২৭ রান করেন ম্যাথিউ শর্ট। তিনি ১টি ꧂চার ও ৩টি ছক্কা মারেন। ৯ বলে ২০ রানের আগ্রাসী ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন জোশ ইংলিস। তিনি ১টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্য়ে ৩ বলে ৮ রান করে নট-আউট থাকেন টিম ডেভিড। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করেন স্টিভ স্মিথ।
রাঁচিতে 𝄹ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খ🍒েলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলিন, বেন সিয়ার্স, মিচেল স্য়ান্টনার ও জোশ ক্লার্কসন। উইকেট পাননিඣ ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রানের। শেষমেশ কিউয়িরা ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯৮ রানে আটকে যায়। ডিএল মেথডে ২৭ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
২৪ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ১৫ বলে ১৭ রান করেন মার্ক চাপম্যান। তিনি ২টি চার মারেন। ফিন অ্যালেন ৯ বলে ১৩ ও উইল ইয়ং ৭ বলে ১৪ রান করেন। অ্যালেন ১টি ছক্কা মারে𒈔ন। ২টি চার ও ১টি ছক্কা মারেন ইয়ং। ৫ বলে ২ রান করেন টিম সেফার্ত।