শুভব্রত মুখার্জি:- ২০০৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আসর বসেছিল ক্যারিবিয়ানভূমে। সেবার অত্যন্ত খারাপ পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজ থেকে বিদায় নিয়েছিল ভারতীয় দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। বাংলাদেশের কাছে 💝গ্রুপ পর্বে হারতে হয় তাদের। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে লজ্জাজনকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল।
সেই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। হেড কোচের দা🍎য়িত্বে ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা গ্রেগ চ্যাপেল। এর পরেই গ্রেপ চ্যাপেলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।🎃 আর ক্রিকেটার দ্রাবিড়ও কোনও দিন বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। তবে এই ঘটনার ১৭ বছর বাদে বদলে গেল চিত্রটা।
যে ক্যারিবিয়ানভূম থেকে একরাশ লজ্জা নিয়ে সেদিন ফিরেছিলেন ক্রিকেটার দ্রাবিড়, সেই ক্যারিবিয়া🐟নে💞ই কোচ দ্রাবিড় ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়ে মাথা উঁচু করে সরে গেলেন। আর এই ঘটনার পরেই দ্রাবিড়কে অভিনন্দন জানিয়ে স্পেশাল বার্তা দিলেন গ্রেগ চ্যাপেল।
মিড-ডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে চ্যাপেল বলেন, 'ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতার জন্য আমি 🦋অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশেষভাবে খুশি রাহুল দ্রাবিড়ের জন্য। ও যে ইജতিহাসের অংশ হতে পেরেছে (টি-২০ বিশ্বকাপ জয়) এতে আমি খুব খুশি। দলের সঙ্গে ওর সময় শেষ হচ্ছে। আর দারুণভাবে ও দলের সঙ্গে ওর সময়টা শেষ করল।'
ঘটনাচক্রে ২০০৫ সালে ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন গ্রেগ চ্যাপেল। এর ♓পরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। প্রায় দুই বছর ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন গ্রেগ চ্যাপেল এবং রাহুল দ্রাবিড়। তাঁদের সময়ে ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্বেই বিদায় নেয় ভারত। এরপর ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপ থেকেও তারা গ্রুপ পর্বেই বিদায় নেয়।
আরও পড়ুন:- Top 10 Wicket Takers: এবারের T20 বিশ্বকাপে সর্বাধিক উইক🔜েট, সেরা ১০-এ দুই ভারতীয়
যদিও এই সময়ে ৩৫ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারা টেস্ট সিরিজ জয় করে। এই সময়েই ওডিআই ক্রিকেটে রা🍨ন তাড়া করে টানা ১৭ ম্যাচে জিতে নয়া নজিরও গড়েছিল ভারতীয় দল। তবে আইসিসি ট্রফিতে তারা সাফল্য পায়নি। সেই যন্ত্রণা বুকে নিয়েই সরতে হয়েছিল রাহুল দ্রাবিড়কে। যার শাপমোচন হল সেই ক্যারিবিয়ানভূমেই টি-২০ বিশ্বকাপে জয়ের মধ্যে দিয়ে।