𓂃 মুকেশ কুমারের উপর ম্যাচ চলাকালীন হঠাৎ-ই মারাত্মক রেগে যান কুলদীপ যাদব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তা সামলাতে ছুটে আসতে হয় ঋষভ পন্তকে। কী কেমন ঘটিয়েছিলেন মুকেশ যে, রেগে লাল হয়ে যান কুলদীপ?
কুলদীপের রাগের কারণ কী?
🍸বুধবার আমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল দিল্লি। ম্যাচের প্রথম ইনিংসে গুজরাটের ব্যাটিংয়ের অষ্টম ওভারে ঘটে ঘটনাটি। সেই ওভারে বল করছিলেন কুলদীপ। স্ট্রাইকে ছিলেন গুজরাটের রাহুল তেওয়াটিয়া। তখন গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ৪৩ রান ছিল।
꧟ওভারের পঞ্চম বলে কুলদীপ একটি পূর্ণ দৈর্ঘ্যের ডেলিভারি করেন, যেটি রাহুল তেওয়াটিয়া স্কোয়ার লেগে ঠেলে দেন। এরই মধ্যে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অভিনব মনোহর দ্রুত সিঙ্গেল নেওয়ার সিদ্ধান্ত নেন। তেওয়াটিয়া অবশ্য বলের দিকে তাকিয়ে ছিলেন। মনোহর ক্রিজের বাইরে বেরিয়ে এলে, তেওয়াটিয়া তাঁকে ফিরিয়ে দেন। মুকেশ নন-স্ট্রাইকার প্রান্তেই বল ছুড়ে দেন। কুলদীপ বলটি ধরতে পারেননি। আর একটু হলে ওভার থ্রো হয়ে চার রান পেয়ে যেতে পারত গুজরাট। তাতেই মেজাজ হারান কুলদীপ। চিৎকার করে ওঠেন মুকেশের উপর। বলেন, ‘পাগল নাকি?’
ছুটে আসতে হয় পন্তকে
🍸কুলদীপ চটে যাওয়ায় ছুটে আসেন ঋষভ পন্তও। দলের অভিজ্ঞ স্পিনারকে তিনি শান্ত করেন। পরে কুলদীপকে হাসতেও দেখা যায়। মুকেশের উপর কুলদীপের রেগে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এদিকে গুজরাটের বিরুদ্ধে কুলদীপ উইকেট না পেলেও, ১৬ রান দিয়েছেন তিনি। মুকেশ আবার ১৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন।
ম্যাচের সংক্ষিপ্ত ফল
൲এদিকে মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে ব্যাটিং বিপর্যের মুখে পড়ে গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করার সুবিধে কাজেই লাগাতে পারেননি শুভমন গিলরা। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় গুজরাট। ২০২৪ আইপিএলে এটিই সর্বনিম্ন স্কোর। গুজরাট টাইটান্সের হয়ে সর্বোচ্চ ৩১ রান (২৪ বলে) করেন রশিদ খান। ১২ করেন সাই সুদর্শন। ১০ করেন রাহুল তেওয়াটিয়া। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন।
আরও পড়ুন: 🐲চোটের জন্য ফিল্ডিং করতে পারিনি- RR-এর কাছে হারের পর KKR-এর চিন্তা বাড়িয়ে স্বীকারোক্তি রিঙ্কুর
ౠতবে জয়ের জন্য ৯০ রান তুলতে নেমে শুরুতে বিপাকে পড়েছিল দিল্লি। শেষ পর্যন্ত ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ঋষভ পন্তরা। জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক সর্বোচ্চ ২০ রান (১০ বলে) করেছেন। এছাড়া ১৫ করেছেন অভিশষেক পোড়েল। ১৯ করেছেন শাই হোপ। অপরাজিত ১৬ করেন ঋষভ পন্ত। ৯ করে পন্তের সঙ্গে অপরাজিত থাকেন সুমিত কুমার।