Gujarat Titans: অবশেষে IPL-এ ‘ঘরওয়াপসি’ পার্থিব প্যাটেলের
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2024, 06:27 PM ISTIPL-এ নতুন ভূমিকায় পার্থিব প্যাটেল। ব্যাটিং এবং সহকারী কোচ হিসেবে এই প্রাক্তন 🍃🐻ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা করল গুজরাট টাইটানস।
IPL-এ নতুন ভূমিকায় পার্থিব প্যাটেল। ব্যাটিং এবং সহকারী কোচ হিসেবে এই প্রাক্তন 🍃🐻ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা করল গুজরাট টাইটানস।
IPL ২০২৫-এর মেগা অকশনের আগে বড় দায়িত্ব পেলেন পার্থিব প্যাটেল🍷। ব্যাটিং এবং সহকারী কোচ হিসেবে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা করল গুজরাট টাইটানস। বুধবার IPL-এর এই ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারিভাবে এই কথাඣ জানানো হয়েছে। গুজরাট তাদের বিবৃতিতে বলেছেন, ‘পার্থিবকে দলের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা খুশি। এই প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান তাঁর ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে। পার্থিবের ব্যাটিং পরিকল্পনা এবং কৌশল সম্পর্কে অন্তর্দৃষ্টি আসন্ন মরশুমে দলের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। পার্থিব তাঁর তীক্ষ্ণ ক্রিকেটীয় মানসিকতা এবং তরুণ প্রতিভাদের পরামর্শ দেওয়ার দক্ষতার জন্য পরিচিত, তাঁর যোগদান কোচিং ইউনিটকে আরও শক্তিশালী করবে। তাছাড়াও ক্রিকেটারদের উন্নয়ন ও পারফরমেন্সেও সাহায্য করবে।’
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলের হয়ে পার্থিব প্যাটেলের অভিষেক হয়েছিল। তিনি দেশের হয়ে মোট ২৫টি টেস্ট ম্যাচ এবং ৩৮টি ওডিআই ম্যাচ খেলেছিলেন। এছাড়াও টিম ইন্ডিয়ার হয়ে ২টি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। IPL-এ পার্থিব মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, এদের মধ্যে চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালু🧔রু রয়েছে। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। সেই মরশুমে ৩০২ রান করেছিলেন। এছাড়াও ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন পার্থিব। তিনি সেই মরশুমে মোট🃏 ৩৯৫ রান করেছিলেন। যার ফলে সেবছর IPL চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
এর আগে IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট ছিলেন পার্থিব। তাছাড়াও মুম্বই এমিরেটসের ব্যাটিং কোচও ছিলেন তিনি। স্বভাবতই তাঁর যে কোচিং করানোর একদম অভিজ্ঞতা নেই এরকমটা না। IPL ২০২৫-কে সামনে রেখে সব দলই তাদের কোচিং স্টাফদের গুছিয়ে নিচ্ছে। একাধিক নতুন মুখকে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে। তেমনই একজন পার্থিব প্যাটেল। উল্লেখ্য, এবছর IPL-এর রিটেনশনে গুজরাট শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওটিয়া এবং শাহরুখ খানকে রিটেন করেছে। মূলত তারুণ্যের উপর জোর দিতে চেয়েছে তারা। গুজরাট টাইটানস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন শুভমনকে। বিগত কয়েক মরশুমে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। আইপিএলে এবার নিজের রাজ্য় গুজরা🍎টের দলে সঙ্গে যুক্ত থাকতে পেরে নিশ্চিত ভাবেই খুশি হবেন পার্থিব।