꧂ লেজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ওঠার পরেই যে পুলিশে অভিযোগ দায়ের হতে পারে তাঁদের বিরুদ্ধে, এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি যুবরাজ সিং, হরভজন, সুরেশ রায়নারা। তবে পাকিস্তানকে হারিয়ে লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, বরং সেলিব্রেশনে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসার জন্য কাঠগড়ায় ভারতীয় তারকারা।
✅ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার পরেই হরভজন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন, যা মজাদার মনে হয় নেটিজেনদের একাংশের কাছে। ইনস্টাগ্রাম রিলে 'তওবা-তওবা' গানের তালে যুবরাজ, হরভজন, রায়না ও গুরকিরৎকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ভাজ্জি সেই ভিডিয়োটি ট্যাগ করেন বলিউড অভিনেতা ভিকি কৌশলকেও, যাঁর সিনেমায় গানটি আসলে ব্যবহার করা হয়েছে।
🃏 নেটিজেনদের অনেকেই বিষয়টি মজার ছলে নিলেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেককে। ভাজ্জিরা এক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের উপহাস করেছেন বলে অভিযোগ উঠতে শুরু করে। মানসী যোশীর মতো প্যারা ব্যাডমিন্টন তারকা সরাসরি হরভজনদের আচরণের নিন্দা করেন। তিনি দাবি করেন যে, পোলিও আক্রন্ত বা শারীরিক প্রতিবন্ধীদের হাঁটার ধরন নিয়ে বিদ্রুপ করার মধ্যে বীরত্বের কিছু নেই।
♚ যদিও বিষয়টি নিছক নিন্দার পর্যায়ে সীমাবদ্ধ ছিল না মোটেও। ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিজাবেল্ড পিপল, সংক্ষেপে এনসিপিইডিপি-র এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান আলি যুবরাজ-ভাজ্জিদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে এমন বিষয়কে জনসমক্ষে উপস্থাপনের অনুমতি দেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয় ইনস্টাগ্রামের বিরুদ্ধেও।
༒ বিপাকে পড়ে তড়িঘড়ি সাফাই দেন হরভজন। তিনি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়োটি সরিয়ে ফেলেন। কার্যত ক্ষমা চাইতে বাধ্য হন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। হরভজন টুইট করে জানান, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জেতার পরে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করা তওবা-তওবা ভিডিয়োটি নিয়ে যারা অভিযোগ করছেন, তাঁদের উদ্দেশ্যে এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমরা কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমরা প্রত্যেক ব্যক্তি ও সম্প্রদায়কে সম্মান করি। আসলে ১৫ দিনে টানা ক্রিকেট খেলার পরে আমাদের শারীরিক অবস্থা কেমন ছিল, সেটা বোঝানোর জন্যই ওটা করা হয়েছিল।’
💜আরও পড়ুন:- UEFA Euro 2024: ইউরো কাপে সর্বোচ্চ গোল একসঙ্গে ৬ জনের, দেখে নিন তালিকা
🍷 ভাজ্জি সঙ্গে যোগ করেন, ‘কাউকে কষ্ট দেওয়া বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য ছিল না। এর পরেও যদি কারও মনে হয় যে, আমরা ভুল করেছি, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে বিষয়টা এখানেই শেষ করা হোক।’