শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট খেলতে ব্যস্ত ভারতীয় দল। হরমনপ্রীত কৌর𝄹ের নেতৃত্বাধীন ভারতীয় দল বেশ ভালো ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলকে হারিয়ে দেওয়ার পর থেকে তারা যে ছন্দটা পেয়ে গিয়েছে, তারা সেটা বজায় রেখেছে। এই মোমেন্টাম ধরে রেখেই ভারতীয় দল তাদের শেষ ম্যাচে হারিয়েছে নেপাল দলকে। এক তরফা ম্যাচে ভারতীয় ব্যাটারদের পাশাপাশি দাপট দেখিয়েছেন বোল🐼াররাও। তবে নেপালের বিরুদ্ধে খেলেননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তার পরেও নয়া কৃতিত্ব অর্জন করেছেন হরমনপ্রীত। মেয়েদের আন্তর্জাতিক টি-২০'তে তিনি ছাপিয়ে গিয়েছেন মেগ ল্যানিংকে ও! কী সেই নজির! আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
আরও পড়ুন: বে꧑লিসের সঙ্গে সম্প🅰র্কে ইতি টানতে চলেছে PBKS, খোঁজ চলছে ভারতীয় কোচের- রিপোর্ট
মেয়েদের ক্রিকেটে এই মুহূর্তে প্রথম সারির ব্যাটারদের অন্যতম মেগ ল্যানিং। সেই তাঁকেই পিছনে ফেলেছেন হরমনপ্রীত কৌর। মেয়েদের আন্তর্জাতিক টি-২০'তে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় হরমনপ্রীত কৌর, মেগ ল্যানিংকে টপকে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। হরমনপ্রীত কৌর এই কৃতꦍিত্ব꧑ অর্জন করেছেন ভারতের হয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে খেলার সময়ে। এই ম্যাচেও ভারত অনায়াস জয় পেয়েছিল। আর এই ম্যাচেই ব্যাট হাতে একটি অর্ধশতরানের ইনিংস উপহার দিয়েছিলেন হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে মাত্র ৪৭ বল খেলে তিনি করেছিলেন ৬৬ রান। ব্যাট করেছেন ১৪০.৪৩ স্ট্রাইক রেটে। একটা দিক ধরে রেখেছিলেন তিনি। উইকেট পড়তে দেননি। ফলে বাকি ভারতীয় ব্যাটারদের সুবিধা হয়েছে চালিয়ে খেলতে।
আরও পড়ুন: দে দো ভাইয়া ব্যাট… কোহলির পর এবার সূর্যের কাছে আবদার শু𓆉রু করলেন রিঙ্কু