🌳 পুণেতে ফিল্ডিংয়ের সময় সরফরাজ খানের ‘ওখানে’ বল লাগল। আর তা নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করে দেন ভারতীয় ফিল্ডাররা। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। কমেন্ট্রি বক্সে বসেই তিনি সটান বলে দেন, ‘ও (সরফরাজ) এখন বাবা হয়ে গিয়েছে।’ আর শাস্ত্রীর সেই মন্তব্য সরকারি সম্প্রচারকারী জিয়ো সিনেমায় শোনা যায়। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শাস্ত্রীর মন্তব্য। তাঁর কথায় নেটিজেনরা হাসি থামাতে পারছেন না। কীভাবে সঙ্গে-সঙ্গে শাস্ত্রীর মাথায় ওই লাইনটা কীভাবে এল, সেটা ভেবেই উঠতে পারছেন না তাঁরা।
বলটা সোজা গিয়ে সরফরাজের ‘ওখানে’ লাগে
♔আর যে ঘটনার প্রেক্ষিতে শাস্ত্রী সেই মন্তব্য করেন, তা বৃহস্পতিবার পুণে টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৭৯ তম ওভারে ঘটে। বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। স্ট্রাইক ছিলেন মিচেল স্যান্টনার। পঞ্চম বলটা অফস্টাম্পের বাইরে করেন ভারতীয় তারকা। বলের গতি বেশ বেশি ছিল। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সরফরাজের দিকে শটটা খেলেন কিউয়ি তারকা। বলটা সোজা গিয়ে সরফরাজের ‘ওখানে’ লাগে।
আরও পড়ুন: ♌DRS out: বিশ্বাস কর, আমি শুনেছি….সরফরাজের কাতর অনুরোধে গললেন রোহিত, আউট ইয়ং
‘ও এখন বাবা হয়ে গিয়েছে’
🌃সেই ঘটনার পরে নিজেই হাসতে থাকেন সরফরাজ। হাসতে-হাসতে পড়ে যাওয়ার জোগাড় হয় ঋষভ পন্তের। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও হাসতে থাকেন। এমনকী বিষয়টি নিয়ে কমেন্ট্রি বক্সেও হাসাহাসি শুরু হয়ে যায়। আর ওই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার দীনেশ কার্তিক বলেন, ‘এখন সরফরাজের যেখানে বল লেগেছে, তাতে আমার মনে হয় না যে ওর খুব ভালো লাগছে।’ আর সেটার জবাবে কোনওরকম রাখঢাক না করে শাস্ত্রী বলে দেন, ‘ও এখন বাবা হয়ে গিয়েছে।’
শাস্ত্রীর গুগলিতে ‘বোল্ড’ কার্তিক
ꦛভারতীয় দলের প্রাক্তন হেড কোচ শাস্ত্রীর সেই গুগলিতে কমেন্ট্রি বক্সে ‘বোল্ড’ হয়ে যান কার্তিকরা। আর নেটিজেনরা তো হেসেই যাচ্ছেন। কে কী বলবেন, তা কিছুতেই বুঝতে পারছেন না। সেইসবের মধ্যেই এক নেটিজেন আবার বলেন, ‘এই কারণেই রোহিত শর্মা (ইংল্যান্ড সিরিজে) সরফরাজ খানকে বলেছিলেন যে এই বেশি হিরো হতে যাস না।’
আরও পড়ুন: ♏IND vs NZ 2nd Test Day 1: কিউয়িদের নাগালে বেঁধে প্রথম দিনের শেষ বেলায় রোহিতকে হারিয়েছে ভারত
আজ পুরো সুপারহিট সরফরাজ
ꦗযে সরফরাজ বৃহস্পতিবার দিনভর লাইমলাইটে থাকলেন। এক তো কেএল রাহুলকে বসিয়ে তাঁকে প্রথম একাদশে রাখায় আলোচনা শুরু হয়। সবথেকে বেশি আলোচনা শুরু হয় সরফরাজের একটি কাজের জন্য। ২৪ তম ওভারের শেষ বলে উইল ইয়ংয়ের ব্যাটে বল লেগেছিল। কেউ বুঝতে পারেননি যে বলটা ব্যাটে লেগেছে। বুঝতে পারেননি পন্ত বা ক্লোজ-ইন ফিল্ডাররাও। বোলার রবিচন্দ্রন অশ্বিন নিজেও অতটা আত্মবিশ্বাসী ছিলেন।
ও কিন্তু সরফরাজ একদম নিশ্চিত ছিলেন যে বলটা ব্যাটে লেগেছে। তাঁর কথায় রোহিত রিভিউ নেন। আর তাতে দেখা যায় যে ইয়ংয়ের ব্যাটে বলটা লেগেছে। ফলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পালটে দেওয়া হয়। ড্রেসিংরুমে ফিরে যেতে হয় ইয়ংকে। আর সরফরাজের সেই কীর্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে সরফরাজ সোমবারই বাবা হয়েছেন।