অশ্বিন যদি ইংরেজ হতেন তাহলে এতদিনে ওকে অবসর নিয়ে ফেলতে হত, চেন্নাই টেস্টে ম্যাচ উইনিং পারফরমেন্সের পর ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসর। ভারতীয় বংশদ্ভূত এই ক্রিকেটার নিজের কেরিয়ারের সেরা সময় খেলেছཧেন ইংল্যান্ডের হয়ে। ভারতের মাটিতে এই স্পিনার বল হাতে ভালো নজরও কেড়েছিলেন✱। কিন্তু গ্রেইম সোয়ানদের আগমনে কেরিয়ার ছোট হয়ে যায় তাঁর। সেই নিয়ে চাপা ক্ষোভ এতদিন ছিল মন্টির। আর অশ্বিন চেন্নাইতে নজির গড়া পারফরমেন্স করতেই ইসিবিকে সেই সুযোগে খোঁচা দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
আ𓆉রও পড়ুন-হাঁটুতে বড় চোট! অস্ত্রোপচার টের স্টেগেনের…২০২৪-এ আর নামা হবে না বার্সা তারকার…
টেস্টে ৫০০ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের দুই পেসার জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের ঝুলিতেও রয়েছে আরও বেশি উইকেট। টেস্টে সাতশো উইকেটের মালিক অ্যান্ডারসন চলতি বছরেই অবসর নিয়েছেন, আর ব্রডের ঝুলিতেও ছিল ৬০০ টেস🐼্ট উইকেট। যদিও মন্টি পানেসরের মতে, ইংরেজরা একটু বেশিই পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে, তাই ভালো পারফর্মার হলেও বয়সের দোহাই দিয়ে তাঁদে෴র সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়।
আরও 🦩পড়ুন-বিরাটের সব কথা শুনতে রাজি, শুধু এটা বাদে! কোহলির কোন কথা অমান্য করবেন আকাশদীপ…
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংস🐻ে বল হাতে ৩৮ বছর বয়সী রবিচন্দ্রন অশ্বিন তুলেছিলেন ৬ উইকেট। নিজের টেস্ট কেরিয়ারের ৩৭তম ফাইভ উইকেট হল অর্জ﷽ন করেন অ্যাশ। সামনে এখন রয়েছেন স্রেফ মুত্থাইয়ার মুরলিধরন। অথচ এমন তারকাই নাকি ইংল্যান্ডের জন্মালে এতদিনে অবসর নিতে বাধ্য করা হত, বলছেন প্রাক্তন ইংরেজ স্পিনার।
মন্টি পানেসারের কথায়, ‘ইংল্যান্ড অত্যাধিক পরীক্ষা নিরীক্ষা করে। অশ্বিন যদি ইংরেজ হতো, তাহলে এতদিনে ওকে অবসর নিয়ে নিতে বলা হত, যুবদের সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় ইংল্যান্ড একটু বেশিই পরীক্ষা করতে পছন্দ ক🌃রে ’। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ ম্যাচে ১১৪ উইকেট রয়েছে অশ্বিনের ঝুলিতে, করেছেন ১০৮৬ রানও।
আরও পড়ুন-শুধু ক্রিকেꦜটার নন, বুমরাহ এখন মেন্টরও! ‘ওর মতো হওয়া সহজ নয়’ꦏ, বলছেন আকাশদীপ…
ভারতের মাটিতে অশ্বিন এই মূহূর্তে সেরা মেনে নিলেও বিশ্বক্রিকেটে স্পিনারদের মধ্যে অজি স্পিনার নাথান লিয়ঁকেই এগিয়ে রাখছেন মন্টি। তাঁর মতে, ‘অস্ট্রেলিয়ায় যেখানে স্পিনাররা খুব বেশি সুবিধা পাননা, সেখানে নাথান লিয়ঁ যেভাবে পারফর্ম করেছে, তাতে আমার মতে ও বেশি ভালো বোলার। তবে ভারতের মাটিতে নিঃসন্দেহে অশ্বিনই সেরা। ওর সব থেকে ভালো বিষয়টা হল, ও যখন বোলিং করে তখন একজন ব্যাটারের মতো করে ভাবতে পারে। তাঁদের মানসিকতা বোঝ𒁏ায় তাঁদের দুর্বলতাও বুঝতে পারে। সেই অনুযায়ী বোলিং করে বলে সাফল্য পায় ’। প্রসঙ্গত নায়ান লিয়ঁ ঝুলিতে রয়েছে ৫৩০ টেস্ট উইকেট, অশ্বিনের ঝুলিতে রয়েছে ৫২২ উইকেট।