ভারতীয় ক্রিকেট দলের বোলিং লাইন আপ এই মূহূর্তে এক এমন অধ্যায় দাঁড়িয়ে রয়েছে যেখানে জসপ্রীত বুমরাহ - মহম্মদ শামিরা আসতে আসতে এগোচ্ছেন নিজেদের কেরিয়ারের গোধুলির দিকে। এখনও পারജফরমেন্সের নিরিখে তাঁরা দুরন্ত ছন্দে থাকলেও বয়স বলছে টিম ইন্ডিয়ার দুই পেসারই বর্তমানে রয়েছেন ৩০-এর কোটায়, ফাস্ট বোলারের জীবনে সেকন্ড হাফই বলা যায়। যদিও ব্যতিক্রম রয়েছে জিমি অ্যান্ডারসন, তবে বুমরাহ অনেক বেশি চোট প্রবণ।
আরও পড়ুন꧑-‘দলের খেলায় খুশি, তবে স্ট্রাইকারদের গোল করতে হবে’! বলছেন মোলিনা! রেফারিং নিয়ে অখুশি দিমি…
সেই সন্ধꦐিক্ষণে দাঁড়িয়ে জসপ্রীত বুমরাহ এখন তাই শুধুই আর ভারতীয় দলের একজন বোলার নন। বরং তরুণদের পাশে দাঁড়🍬াতে মেন্টরের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার। ভবিষ্যৎের ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাক যাতে ভরসাদায়ক হাতেই থাকে সেই জন্য গাইড করছেন দলের নবাগত ক্রিকেটারদের। বুঝিয়ে দিচ্ছেন কীভাবে ব্যাটারের মাইন্ড রিড করা সম্ভব। কোন উইকেটে কেমন বোলিং করতে হয়। ব্যাটারকে কীভাবে ট্র্যাপে ফেলতে হয়।
সম্প্রতি ভারতীয় টেস্ট দলে বাংলাদেশের বিরুদ্ধে খেলেছেন পেসার আকাশ দীপ। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এই জোরে বোলার এর আগে ইংল্যান্ড সিরিজেও সুযোগ পেয়েছিলেন। সেই সময় থেকেই দেখা হলে, আকাশকে বোলিংয়ের বিভিন্ন টিপস দিয়ে থাকেন বুমরাহ। ব্যাটারকে আউট করতে গেলে আগে বুঝতে হয় ব্য়াটারের মন। সে😼ই নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন টিপস দিচ্ছেন অঘোষিত মেন্টর বুমরা𝓡হ, নিজেই জানাচ্ছেন আকাশ দীপ।
ভারতীয় দলের পেসার আকাশ দীপের কথায়, ‘আমি প্রায়শই বুমরাহর বোলিং দেখি আর ওর সঙ্গে কথা বলি। ও বাকিদের থেকে একদমই আলাদা। ভগবান ওকে অন্যদের থেকে একদমই আলাদা বানিয়েছে🔜। আমি ওর থেকে অনেকরকমের টিপস নিয়ে থাকি, আর সেগুলো খেলায় কাজে লাগানোর চেষ্টা করি। আমি মাইন্ডসেট নিয়েও একবার বুমরাহকে প্রশ্ন করেছিলাম। কোন ব্যাটারকে বোলিং করতে গেলে কিরকম মাইন্ডসেট লাগে সেই নিয়ে। ও আমার প্রশ্নের উত্তরও দিয়েছিল, সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিয়েছিল ’।
আরও পড়ুন-মায়াঙ্কের ছোঁয়ায় এ ক্লাস পারফরমেন্স! লিগ টপারকে ಌটপকে দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া 'এ'
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া হয়ে গেছে জসপ্রীত বুমরাহর। কয়েক মাস আগে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জেতে বুমরাহর দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে। গোটা প্রতিযোগিতায় ১৫ꦫ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এছাড়াও ফাইনালে যখন ম্যাচ কার্যত হাতের নাগালের বাইরে যেতে বসেছে, তখনই দঃ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে দলকে তুলেছিলেন বুম বুম।
আকাশ দীপ তাই বলছেন, জসপ্রীত বুমরাহর জুতোয় পা গলানোর কাজটা মোটেই সহজ নয় কোনও নবাগত বোলারের কাছেই। ভারতীয় দলের স্পিডস্টারের কথায়, ‘ওর বোলিংয়ের বিষয় ব্যাপাক জ্ঞান আছে, ꦇআর সেটা খেলায় প্রতিফলিত হয়। ব্যাটারকে বল করার আগে তাঁর মানসিকতা বোঝার একটা বিশেষ দক্ষতা রয়েছে বুমরাহর, যেটা সবার থাকে না। ওর মধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়ౠেছে কিছু, তাই ওর জুতোয় পা গলানো মোটেই সহজ কাজ নয় ’।