লা লিগার মাঝেই দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে। রবিবার ৫-১ গোলে ভিয়ারিয়ালকে পর্যুদস্ত করে জিতেছিল লামিন ইয়ামালের বার্সা। সেই ম্যাচেই প্রথমার্ধের শেষ লগ্নে চোট পেয়েছিলেন বার্সার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। দীর্ঘ কয়েক বছর ধরেই কাতালান ক্লাবটির হয়ে গোলের তলায় অতন্দ্র প্রহরীর ভূমিকাই পালন করেছিলেন এই গোলরক্ষক। কিন্তু দুশ্চিন্তার কালো মেঘই ঘিরে এল তাঁকে নিয়ে। তাঁর চোট এতটাই গুরুতর যে ৩২ বছর বয়সী এই গোলরক্ষককে গোটা মরশুমেই সম্ভবত আর পাবে না বার্সেলোনা। ফলে লা লিগার টপাররা বেজায় চাপে পড়ে গেলেন তা বলাই বাহুল্য। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অস্ত্রোপচার করতে হবে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগে꧒নে।
ছুরি কাঁচির তলায় পড়তে হচ্ছে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেনকে। ভিয়ারিয়াল ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে কর্নার থেকে আসা বল ধরার জন্য গোলপ🦹োস্টের বামপ্রান্তে গেছিলেন টের স্টেগেন। বল নিজের আয়🥀ত্তে রাখলেও ল্যান্ডিং ঠিকভাবে করতে পারেননি তিনি। পিছন ফিরে পড়েছিলেন। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল হাল্কা চোট, কিন্তু দুশ্চিন্তা বাড়ে মাঠে স্ট্রেচার নিয়ে মেডিক্যাল স্টাফরা প্রবেশ করায়।
পরিস্থিতি জটিল হয়, যখন দেখা যায় টের স্টেগেন ঠিক মতো দাঁড়াতে পারছেন না, এরপর স্ট্রেচারে করে প্রথমার্ধের শেষে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। জার্মান গোলরক্ষকের পড়ে যাওয়া দেখে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল চোট হয়ত পিঠে লেগেছে। কিন্তু পরে মেডি෴ক্যাল পরীক্ষায় দেখা যায়, টের স্টেগেন হাঁটুর হাড় ভেঙেছে। ফলে অস্ত্রোপচার করতে হবে তাঁর পায়ে। ফলে চিকিৎসকরা ৬ মাসের আগে তাঁর খেলার সম্ভাবনা দেখছেন না।
এরপরই টের স্টেগেনের ক্লাব বার্সেলোনা জানিয়ে দিল বিবৃতি দিয়ে, গোটা মরশুমেই সম্ভবত পাওয়া যাবে না তাঁদের জার্মান গোলরক্ষককে। সেই বিবৃতিতে লেখা হয়, ‘টের ⭕স্টেগেন ডান পায়ের হাঁটুর পাটেলা টেন্ডনে বড় চোট লেগেছে। তাঁর চোটের জায়গায় অস্ত্রোপচার করা হবে, এরপর নয়া আপডেট দেওয়া হবে’।
আরও পড়ুন-মায়াঙ্কের 𒆙ছোঁয়ায় এ ক্লাস পারফরমে🌠ন্স! লিগ টপারকে টপকে দলীপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া 'এ'
ম্যাচের পর বার্সার কোচ হ্যানসিꦗ ফ্লিক বলেছিলেন, ‘আমার মনে হয়েছিল এটা বড় চোট, যখন ও মাঠের মধ্যে শুয়েছিল। ও আমাদের দলের অধিনায়ক আর গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তাই এখনই ওর চোট নিয়ে বেশি কিছু বলতে চাই না ’। প্রসঙ্গত তাঁর এই চোটের ফলে জার্মানি দলেরও বেশ সমস্যা হবে, কারণ ম্যানুয়েল ন্যয়ারের অবসরের পর তাঁদের দলেরও প্রথম পছন্দের গোলরকও্ষক ছিলেন টের স্টেগেনই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।