অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারতীয় দলের বিজয়ধ্বজা তুলে এসেছেন বিরাট কোহলি, যশস্বী জয়লওয়াল, জসপ্রীত বুমরাহরা। বিশাল ২৯৫ রানে তাঁরা হারি🤡য়েছে অস্ট্রেলিয়াকে। 𒉰প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বোলারদের সৌজন্যে ম্যাচ ফেরে টিম ইন্ডিয়া। এরপর পুরোটাই দলগত সংহতি। বিরাট, যশস্বী শতরান করলেন, বুমরাহ , সিরাজ তিনটি করে উইকেট নিলেন।
বুমরাহর নেতৃত্বে দুরন্ত ইন্ডিয়া-
অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ইনিংসেই যখন ১৫০ রানে অলআউট হয়ে গেছিল ভারত তখন মনে হয়েছিল, এই টেস্✨টেও ভারতের কপালে দ🔯ুঃখ নাচ্ছে। তবে সেটা হতে দেননি বুমরাহ, হর্ষিতরা। এরপর ব্যাট হাতে যশস্বী-বিরাট ফর্মে ফিরতেই কাজ সহজ হয়ে যায় টিম ইন্ডিয়ার বোলারদের। সহজেই ম্যাচ জিতে নয় তাঁরা, সঙ্গে নজিরও গড়ল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজা🉐লেন! কখনও বা🍸চ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
চলতি শতাব্দীতে পঞ্চমবার ১৫০ বা তাঁর কম রান করেও ম্যাচ জয়-
ভারতীয় দল টেস্টের ইতিহাসে এমন দ্বিতীয় দল যারা অস্ট্রেলিয়ায় গিয়ে ১৫০ রানের কম করার পরেও সেই টেস্ট জিতল। ২০০০ সালের শুরু থেকে এখনও পর্যন্♛ত পাঁচবার এমন হয়েছে যে অ্যাওয়ে ম্যাচে ১৫০ রান করার পরেও সেই দল ম্যাচ জিতেছে। ২০০০ সালের পর থেকে, ১৫০ রানের মধ্যে অলআউট হওয়ার পর এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জয়ের মার্জিন ।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটা🔜তে♌ মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
রোহিতের ফেরায় অন্য চিন্তা-
২০০৪ সা✃লে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রান করার পরেও ম্যাচ জিতেছিল ভারতীয় দল। তবে ভারতীয় দলের এক চিন্তা থেকে গেল, প্রথম টেস্টের ওপেনিং জুটি রোহিত শর্মার জন্য ভাঙতে যাওয়া কি ঠিক হবে, যেখানে রাহুল রান পেয়েছেন। আর দ্বিতীয় অধিনায়ক রোহিত বুমরাহর এই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ꦍষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
পঞ্চমবার ১৫০ বা তাঁর কম রান প্রথম ইনিংসে করেও ম্যাচ জয়-
ইংল্যান্ড দল তিনবার অস𝔉্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় হারিয়েছে প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রানে আউট হওয়ার পরেও, ১৮৮৭, ১৮৮ এবং ১৮৯৪ সালে। ২০১১ সালে হোবার্টে প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রান করেও নিউজিল্যান্ড ৭ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার ভারত পার্থဣে জিতল অজিদের বিপক্ষে ২৯৫ রানে।