আইপিএলের অন্যতম সবথেকে ব্যর্থ দ🦩ল পঞ্জাব কিংস। যে দলে অ্যাডাম গিলক্রিস্ট থেকে গ্লেন ম্যাক্সওয়েল খেলে গেছেন, সেই দল ২০০৮ থেকে শুরু করে আজ পর্যন্ত ট্রফি জেতেনি। এবারও তাঁরা অধিকাংশ ক্রিকেটারদের ছেড়ে দিয়ে স্রেফ শশাঙ্ক সিং এবং ওপেনার প্রভসিমরন সিংকে রিটেন করেছে। গত মরশুমে তাঁরা শেষ করেছেন নবম স্থানে, ১৪টি ম্যাচের মধ্যে জিতেছেন মাত্র পাঁচটি ম্যাচে। প্রতিবারের মতো এবারেও নিলামে বসবেন প্রীতি জিন্টা।
আ🎉রও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
এবার আইপিএলের আগেই কোচ করে আনা হয়༺েছে রিকি পন্টিংকে। পঞ্জাব কিংসের হাতেও রয়েছে বিশাল ১১০ কোটি টাকার পার্স ভ্যালু। ফলে বড় বড় ক্রিকেটারদের বড় দাম দিয়ে কেনার ক্ষেত্রে তাঁরা যে পিছু পা হবেন না সেকথা বলাই বাহুল্য। এদিকে তাঁদের হাতে রয়েছে চারটি আরটিএম🐼 কার্ডও, যেটা তাঁরা আর্শদীপ বা স্যাম কারানের ওপর ব্যবহার করতে পারেন। একঝলকে তাঁদের আইপিএলের টার্গেট লিস্ট।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশ🌳ীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজ🌠েগোবরে অবস্থা সরফরাজের!
১. ঋষভ পন্ত- পঞ্জাব কিংসের টার্গেট লিস্টে সবার ওপরেই রয়েছেন ঋষভ পন্ত, কারণ এই ক্রিকেটার ব্যাটিং উইকেটকিপ🐷িংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও কাজ করেছেন। আগে রিকির কোচিংয়েও খেলেছেন।
২. জোস বাটলার- এই ক্রিকেটারকে রাজস্থান ছেড়ে দেওয়ার পর প্রায় সব দলই টার্গেট করছে, কিন্তু পঞ্জাবের হাতে যেহেতু প্রচুর পার্স ভ্যালু রয়েছে, ফলে তাঁরা অ্যাডভান্টেজ। তিনি ধারাবাহিক ব্যাটিংয়ের পাꦇশাপাশি সব পজিশনে ব্যাট করতে পারেন, উইকেট কিপিও করেন।
৩. আ♕ফগানিস্তানের স্প🔯িনাপ মহম্মদ নবির স্পিন বোলিং, সঙ্গে শেষদিকে তাঁর মারকাটারি ব্যাটিং যে কোনও দলেই ব্যালেনস আনতে পারে।
আরও পড়ুন-‘ওকে খেলা অসম্ভব’! টেস্ট সিরিজ শুরুর আগেཧ ট্রাম্প কার্ড বুমরা♏হকে নিয়ে সতর্ক অজিরা
৪. ক্রুণাল পান্ডিয়া- 🍨এই মূহূর্তে আইপিএলের অলরাউন্ডারদের মধ্যে অন্যতম ক্রুণাল পাণ্ডিয়া। তিন মরশুমে এলএসজির হয়ে ৫০৪ রানের পাশাপাশি ২৫ উইকেটও নিয়েছেন।
৫.নীতীশ রানা- কেকেআরে খেলে যাওয়া এই মিডল অর্ডার ভারতীয় ব্যাটারকে দলে নিতে পারে পঞ্জাব। কারণ তাঁর পাওয়ারহ🏅িটিং ব্যাটিং।
৬. জোস হেজেলউড- অস্ট্রেলিয়ান পেসার জোস হেজেলউডতে টার্গেট করতে পারে পঞ্জাব। কারণ আর্শদীপকে যদ🎃ি ফেরানো যায় তাহলে হেজেলউডের সঙ্গে তাঁর কম্বিনেশন জমജে যাবে।
৭.শ😼্রেয়স গোপাল- আইপিএলে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেক্ষেত্রে তাঁকে নিয়ে দলে ভারসাম্য বাড়াতে পারে পঞ্জাব কিংস ম্যানেজমেন্ট।
আরও পড়ুন-অদম্য জেদ! বৃষ্টির জন্য মাঝপথেই নেট অনুশীলন থামালেন বাকিরা! কিন্তু নেট🎶 ছাড়লেন না কোহলি…