আর তিন দিন 🧔পরই শুরু হয়ে যাচ্ছে আইপিএলের নিলাম। সেখানে বসার আগে সব দলই তাঁদের টার্গেট লিস্ট তৈরি করে নিয়েছে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি, যশ দয়াল এবং রজত পতিদারকে রিটেন করেছে। আইপিএলে ৮০০৪ রান করে সর্বোচ্চ রানের মালিকই বির🍎াট কোহলি, তাই তাঁকে কেন রাখা হয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। গত আইপিএলেও সর্বোচ্চ রানের মালিক ছিলেন কোহলিই। করেছিলেম ৭৪১ রান। আগামী মরশুমে তিনিই দলের অধিনায়ক।
আরও পড়ুন- 🌠IPL নিলামের আগেই ব্যাট হাতে দা🍒পট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
আরসিবির হাতে 🐼রয়েছে আইপিএলের নিলামের আগে ৮৩ কোটি টাকার বেস প্রাইস, এছাড়াও তিনটি রাইট টু ম্যাচ কার্ড। একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারের দিকে আগামী আইপিএলের জন্য এবারের নিল🐎ামে টার্গেট করতে পারে আরসিবি। তাঁরা অবশ্যই চাইবেন এমন দল বানাতে, যাতে প্রথম ট্রফির দেখা পাওয়া যায়।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! 𝄹ফাস্ট পিচে ল্যাজেগোবরে 🥀অবস্থা সরফরাজের!
১. রাচীন রবীন্দ্র- ভারত নিউজিল্যান্ড সিরিজে এমনিতেই নজরে এসেছেন তিনি। এ🍎ছাড়াও গতবার সিএসকের জার্সিতেও খেলেছিলেন, তবে তেমন ছন্দেও ছিলেন 🐻না। ওপেনিং এবং মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন।
২. একজন ভারতীয় স্পিনারের দরকার রয়েছে আরসিবির, সেক্ষেত্রে পুরনো অস্ত্র যুযবেন্দ্র চাহালকেই ফ💃েরানো হতে পারে।
৩. ইতিমধম্যেই গুঞ্জন ছড়িয়েছে কেএল🦂 রাহুলকে নিয়ে। নিয়ে ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডার♔ও খেলেন, আবার উইকেট কিপিও করেন।
আরও পড়ুন-‘ওকে খেলা অসম্ভব’! টেস্ট সিরিজ শুরুর আগে ট্রাম্প কার্ড বুমরাহকে নিয়ে সতর্ক অজির🍃া
৪. আরসিবি যদি মহম্মদ সিরাজকে ফেরাতে না পারে সেক্ষ🗹েত্রে তাঁরা মহম্মদ শামির জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে। কারণ ভালো ভারতীয় বোলার তাঁদের প্রয়োজন
৫. উইল জ্যাকসকে আরটিএম কার্ড দিয়েই ফেরাতে চাইবে🌠 আরসিবি। কারণ গত আইপিএলে তাঁর দু🧜রন্ত পারফরমেন্সেই ঘুরে দাঁড়িয়েছিল শেষদিকে দল।
৬. ওয়াসিংটন সুন্দরকে নিয়েও বেশ চর্চা চলছে। তাঁকেও টার্গেটে রাখছে আরসিবি। কারণ অতীতে তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্🦂গালুরুতে, বোলিং ব্𓃲যাটিং দুই পারেন।
৭. ইংল্যান্ডের কিপার ব্যাটার জোস বাটলারকে বাকি সব দলের মতো আরসিবিও টার্গেট করছে। এমন ওপেনিং ব্যাটার পেলে বিরাটের সঙ্গে জুঁটি বাঁধা নিয়ে চিন্তা থা🅷কবে না, সঙ্গে উইকেটকিপিংও করেন।🌺
আরও পড়ুন-অদম্য জেদ! বৃষ্টির জন্য মাঝপথেই নেট অনুশীলন থামালেন বাকিরা! কিন্ত✃ু নেট ছাড়লেন না কোহলি…
৮.কেকেআরের হয়ে গত আইপিএলের প্লে অফ এবং ফাইনালে দুরন্ত বোলিং করা মিচেল স্টার্ককেও চড়া দামে নিতে তৈরি আরসিবি। 🧔;
৯. কম দামে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে বর্ষিয়ান স্পিনার ভুবনেশ্বর 🌊কুমারকেও টার্গেট করছে বিরাটের ফ্র্যাঞ্চাইজি, কারণ তাঁর নিঁখুত ইয়র্কার আর সুইং বোলিং।
১০. নিউজিল্যান্ডের ব্ꦐযাটার তথা পার্ট টাইম স্পিনার গ্লেন ফিলিপসকেও নিতে পারে আরসিবি, তবে টার্গেট লিস্ট কেমন ভড়ছে সেসব দেখে।