২ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। এরপর একই দিনে রয়েছে আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। তাঁরা খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। টি২০ বিশ্বকাপে বরাবরই ফেভারিট হিসেবে মাঠে নামে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াও। ২০০৭ সালের পর আর এই ফরম্যাটের বিশ্বকাপ জেতা হয়নি ভারতের, ২০১৪ সালে সুযোগ এলেও শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে গেছিল ভারত🌜। গতবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড, সেবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল তাঁরা। এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা, ক্যারিবিয়ানদের উইকেট সম্পর্কে ধারণা থাকলেও মার্কিন মুলুকে কেমন উইকেট হবে, তা নিয়ে সন্দিহান ক্রিকেটাররা। যদি নিজেদের পারফরমেন্স বড় দলগুলি ঠিক ঠাক রাখে, তাহলে ꦑকেমন হতে পারে সুপার ৮, একঝলকে দেখা যাক।
আরও পড়ুন-বিশ্বকাপে পন্টিংয়ের বাজি ꧙স্༒বদেশী হেডের সঙ্গে এই ভারতীয়… তবে বিরাট কোহলি নয়!
কদিন আগেই বাংলাদেশকে টি২০ সির🔴িজে হারিয়ে চমক দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফলে তাঁরা যে ভালো লড়াই দেবে সেকথা বলা যায়। কিন্তু স্নায়ু চাপ ধরে রাখার পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হতে পারবেন কিনা, সেটা সময়ই বলবে। এবারের টি২০ বিশ্বকাপে রয়েছে ৪টি গ্রুপ, তাঁর মধ্যে থেকেই দুটি করে দল যাবে সুপার এইট স্টেজে। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান রয়েছে। এই দুই বড় দলের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাই বেশি। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাঁদেরও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রবল। গ্রুপ সিতে ৫টির দলের মধ্যে রয়েছে তিনটি শক্তিশালী দল নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। গ্রুপ ডি-তেও রয়েছে তিনটি শক্তিশালী দল দঃ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
আরও পড়ুন-টাকার♎ জন্য অধিনায়ককে ছেড়ে দেওয়া, শামির চোট, ঋদ্ধির অফ ফর্ম…GT-র ব্যর্থতার কারণ
ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় নামা দলগুলি যদি জেতে, সেক্ষেত্রে সুপার এইট স্টেজেꦫর দুটি গ্রুপ হতে পারে অনেকটা এরকম-
গ্রুপ ওয়ান- ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চতুর্থ দল হিসেবে শ্রীল💎ঙ্কা বা বাংলাদেশ
গ্রুপ টু- ইংল্যান্ড, পাকিস্তান, দঃ আফ্রিকা, চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অথবা ꦺআফগানিস্তান
এরপর এই দুটি গ্রুপ থেকেই দুটি করে দল যাবে সেমিফাইনালে। ফলে এক্ষ🔴েত্রে ভারতের গ্রুপ তুলনায় কঠিনই হতে চলেছে।
আরও পড়ুন-T20 বিশ্বকাপে নামার আগে উপরি পাওনা, আইসি🅠সির সম্মান রোহিত-স🐟ূর্যদের… বাড়বে আত্মবিশ্বাস?
যদি বড় কোনও অঘটন না ঘটে তবেই একমাত্র এইরকম সুপার এইট হবে, অন্যথায় অনেক অঙ্কই বদল হতে পারে। বর্তমানে আফগানিস্তান যথেষ্টই বেগ দেয় বড় দলগুলোকে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বেশ ভা🎐লোই লড়াই দিতে চলেছে তাঁরা। যদিও ভারতবাসীর আশা থাকবে, যেই প্রতিপক্ষই সামনে আসুক না কেন, ক্যারিবিয়ানদের ডেরাতে থেকে যেন শেষ পর্যনꦉ্ত টি২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেন রোহিত, বিরাটরা।