আসন্ন হংকং ক্রিকেট সিক্সেসের সংস্করণেও অংশ নেবে টিম ইন্ড꧋িয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তথ্য জানিয়েছে ক্রিকেট হংকং। এই টুর্নামেন্টটি ১ থেকে ৩ নভেম্বর টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে খেলা হবে। যদিও হংকং ক্রিকেট সিক্সে টিম ইন্ডিয়ার কোন খেলোয়াড়রা অংশ নেবেন তা এখনও ঠিক হয়নি। আমরা আপনাকে বলি যে এই টুর্নামেন্টের আয়োꦛজনের উদ্দেশ্যও নতুন প্রজন্মকে ও বিশ্বের নানা ব্যক্তিত্বের কাছে ক্রিকেটের সঙ্গে পরিচয় করান।
ছয় খেলোয়াড়ের দল এবং ১০ ওভারের ম্যাচ
হংকং ক্রিকেট সিক্সের নিয়ম বেশ আকর্ষণীয় রাখা হয়েছে। এতে মোট ১২টি দল অংশগ্রহণ করবে। এই ম্যাচটি শুধুমাত্র ১০ ওভারের হবে। প্রতিটি দল পাঁচটি ওভার করে খেলবে🦩। এর পাশাপাশি একটি দলে সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় থাকবে। উইকেটরক্ষক ছাড়া ফিল্ডিং দলের প্রত্যেক খেলোয়াড়কে এক ওভার বল করতে হয়। 🌜পাঁচ ওভার শেষ হওয়ার আগেই পাঁচজন খেলোয়াড় আউট হলে শেষ ব্যাটসম্যান একাই ব্যাট করেন।
আরও পড়ুন… IND vs BAN 1st T20I: সে জানে আমার জন্য কো🐷নটা ভালো- নিজের সাফ্যলের কৃতিত্ব কাকে দিলেন মায়াঙ্ক?
সচিনও এই টুর্নামেন্টের অংশ নিয়েছিলেন
হংকং ক্রিকেট সিক্সেস অনেক পুরনো একটি টুর্নামেন্ট। এটি ১৯৯২ সালে শܫুরু হয়েছিল, কিন্তু তহবিলের অভাবে এটি ২০১৭ সালে বন্ধ হয়ে যায়। তবে এবার আবারও শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দুর্দান্ত ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং এমএস ধোনিও খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের মতো খেলোয়াড়রা এই ট☂ুর্নামেন্টের অংশ হয়েছেন।
এই টুর্নামেন্টের নিয়ম কী?
যে সময় টুর্নামেন্ট﷽টি রয়েছে তখন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলবে। ফলে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা খেলতে পারবেন না ক্রিকেট হংকং (চিন)-এর এই অন্য স্বাদের টুর্নামেন্টে। মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে কিনা তা নিয়ে অবশ্য চর্চা রয়েছে। হংকং সিক্সের একটি টিজার প্রকাশ করা হয়েছে। তাতেই জানানো হয়েছে, এবার এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টের নিয়মও বেশ অভিনব। প্রতি দলে থাকবেন ৬ জন করে ক্রিকেটার। ফাইনাল বাদে সব খেলাতেই থাকবে ছয় বলের ৫টি ওভার। উইকেটকিপার ছাড়া ফিল্ডিং টিমের সকলকেই এক ওভার বল করতে হবে।
আরও পড়ুন… ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্𒆙সের ব্যাটিং দুর্বলতা কী? মজার উত্তর দিলেন পার্থিব প্যাটেল