IPL ২০২৫-এর জন্য প্লেয়ার রিটেনশনের শেষ দিন বৃহস্পতিবার। আগামিকাল বিকেল ৫টার মধ্যে ১০টি ফ্রাঞ্চাইজিকে বোর্ডের কাছে জানিয়ে দিতে হবে কাদের তারা ধরে রাখতে চায়। তারপরেই জানা যাবে কোন ক্রিকেটার কোন দলের ভবিষ্যতের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। IPL-এর প্লেয়ার রিটেনশনের শেষ দিনের আগে জেনে নিন কিছু গুরুত্বপ𝓡ূর্ণ প্রশ্নের উত্তর।
একটা IPL ফ্র্যাঞ্চাইজি মোট কতজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে?
একটা IPL ফ্র্যাঞ্চাইজি বর্তমান দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে𒁏 রিটেন করতে পারবে। এছাড়াও সর্বোচ্চ ৫ জন ক্যাপড প্লেয়ার (যে আন্ত🥂র্জাতিক ম্যাচ খেলেছে) এবং ২ জন আন ক্যাপড (যে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি) খেলোয়াড়কে রিটেন করা যাবে। অর্থাৎ যদি কেউ ৫ জন ক্যাপড প্লেয়ারকে দলে রাখে সেক্ষত্রে সর্বোচ্চ ১ জন আন ক্যাপড প্লেয়ারকেই দলে রাখতে পারবে। অপরদিকে যদি কেউ ২ জন আন ক্যাপড প্লেয়ারকে দলে রাখতে চায়, তাহলে সর্বোচ্চ ৪ জন ক্যাপড প্লেয়ারকে দলে রাখতে পারবে।
কত খরচ হবে প্লেয়ার রিটেনশনে ?
এবছর IPL ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্স মানি বেড়ে ১২০ কোটি হয়েছে, যা গতবারের চেয়ে ২০% বেশি। প্রথম রিটেনশন বাবদ খেলোয়াড়কে দিতে হবে ১৮ কোটি টাকা। এরপর দ্বিতীয় খেলোয়াড়কে রিটেন করতে হলে দিতে হবে ১৪ কোটি এবং তৃতীয় খেলোয়াড় রিটেনের ক্ষেত্রে দিতে হবে ১১ কোটি টাকা। চতুর্থ এবং পঞ্চম খেলোয়াড় রিটেনের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাজিগুলোকে দিতে হবে যথাক্রমে ১৮ এবং ১৪ কোটি টাকা। অন্যদিকে প্রতি আন ক্যাপড ক্রিকেটারকে রিটেন করার জন্য দিতে হবে ৪ কোটি টাকা। অর্থাৎ যদꦺি কোনও ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৫ জন ক্যাপড খেলোয়াড়কে রিটেন করে তাহলে তাদের ১২০ কোটির মধ্যে থেকে ৭৫ ক❀োটি টাকা খরচ হয়ে যাবে।
ফ্র্যাঞ্চাইজিগুলো কী এই ৭৫ কোটি টাকা ইচ্ছে মতো ভাগ করতে পারবে ?
হ্যাঁ, IPL গভর্নিং কাউন্সিল সেই ছাড় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যদি তারা চায় প্রথম প্লেয়ার রিটেনের ক্ষেত্রে ২০ কোটি টাকা খরচ করতে পারবে। সেক্ষ𒉰েত্রে দ্বিতীয় প্লেয়ার রিটেনশন ভ্যালু কমে ১২ কোটি হয়ে যাবে। এক্ষেত্রে ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাইট টু ম্যাচ (RTM) কার্ড কী?
প্লেয়ার রিটেনশনের পাশাপাশি RTM কার্ড ব্যবহার করেও ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের দলে তুলে নিতে পারবে। যেই দল ৬ জনের কম খেলোয়াড়কে রিটেন করবে তারাই মেগা অকশনে এই RTM কার্ড ব্যবহারের ক্ষমতা পাবে। অর্থাৎ যদি কালকের মধ𓂃্যে কোনও ফ্র্যাঞ্চাইজি ২ জন ক্রিকেটারকে রিটেন করে, সেক্ষেত্রে তারা অকশনে ৪টি RTM কার্ড ব্যবহার করতে পারবে।
RTM কার্ড কীভাবে কাজ করে?
কোনও খেলোয়াড়ের IPL অকশনে সর্বোচ্চ যে দাম উঠবে সেই টাকা দিয়ে তাঁকে আবার দলে ফিরিয়ে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো RTM কার্ড ব্যবহার করে। তবে এবার মেগা অকশনে নিয়মে কিছুটা বদল হয়েছে। ধরুন যদি দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্ত অকশনে যান এবং অন্য ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য ১০ কোটি টাকা অফার করেন তখন দিল্লি RTM কা😼র্ড ব্যবহার করে তাঁকে দলಞে নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারবে। তবে ১০ কোটি টাকা দিতে চাওয়া দলের কাছে আরও বেশি টাকা অফার করার অপশন থাকবে। সেক্ষেত্রে তখন দিল্লিকে সেই সর্বোচ্চ অর্থ দিতে রাজি হতে হবে।
আন ক্যাপড ক্রিকেটার কারা?
যেসব ভারতীয় খেলোয়াড়রা ৫ বছর বা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি তারাও আন ক্যাপড ক্রিকেটার হিসেবে গণ্য হবে এবার, যেমন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও যেই ভারতীয় ক্রিকেটারদের এখনও জা♚তীয় দলে অভ🦋িষেক হয়নি তারাও আছে।
প্লেয়াররা কী রিটেনশন অফার প্রত্যাখ্যান করতে পারে?
হ্যাঁ, যদি কোনও ক্রিকেটার তার পুরোনো দলের সঙ্গে না থাকতে চায় তাহলে সে🀅 অফার প্রত্যাখ্যান করতে পারবে এবং মেগা অকশꦡনে অংশ নিতে পারবে।
কবে IPL-এর মেগা অকশন অনুষ্ঠিত হবে ?
এখনও কোনও তা𝕴রꦗিখ ঠিক না হলেও মনে করা হচ্ছে নভেম্বরের শেষে অকশন অনুষ্ঠিত হবে।