২০২৫ IPL-এর আগে মুম্বইয়ের কোচ হিসেবে ফিরিয়ে আনা হল মাহেলা জয়াবর্ধনেকে। গতবছর খারাপ পারফরম্যান্সের পর দলে পরিꦗবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শেষে IPL ২০২৫-এর মেগা অকশন অনুষ্ঠিত হতে পারে। তার আগেই মাহেলাকে ফিরিয়ে আনা হল কোচ হিসেবে। এর আগে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে তাঁর কোচিংয়ে IPL চ্যাম্পিয়ন হয় MI। আবার মুম্বইয়ে ফিরে এসে বেশ খুশি জয়াবর্ধনেও। নতুন দল গঠন এবং মেগা অকশনের জন্যও উত্তেজিত তিনি। MI টিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাহেলা বলেন, ‘এটা একটা বড় অকশন। রিটেনশন এবং দল গঠন সবসময় উত্তেজনা সৃষ্টি করে। মাঠের আগে অকশনে ঘাম ঝরানো এবং খেলার মাঠে হৃদস্পন্দন বেড়ে যাওয়া- সেটা ওয়াংখেড়ে হোক কিংবা অন্য কোথাও- এমন কিছুর জন্যই অপেক্ষায় ছিলাম আমি’।
এর আগে ২০১৭-২০২২ সাল পর্যন্ত মুম্বইয়ের কোচ ছিলেন মাহেলা জয়াবর্ধনে। সেই সময় সময়েই তিনি এই লিগের অন্যতম সফলতম কোচ হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন। এর মধ্যে ২০১৭ এবং ২০১৯ সালের ট্রফি জয়ের মুহূর্তকে সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করেন মাহেলা। তিনি বলেন, ‘ছেলেরা যে চরিত্রটি দেখিয়েছিল, মাঠে যেভাবে নিজেদের শান্▨ত রেখেছিল কিংবা যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, তা অবিশ্বাস্য ছিল। আমার এখনও মনে আছে ডাগআউটের আনন্দ, ছেলেদের মাঠে দৌড়োন এবং মুহূর্তটি উপভোগ করার সেই দৃশ্য। আমার জন্য সেটা একটা নতুন অভিজ্ঞতা ছিল, এটা আমার কাছে একটা সুন্দরতম মুহূর্ত হিসেবে রয়ে গেছে। আꦐমি সত্যিই এই দুটি জয় উপভোগ করেছি’।
জয়াবর্ধনে MI-এর ফ্যানবেস, 'MI পল্টন'-এর গুরুত্ব এবং বছরের পর বছর ধরে তাদের অটল সমর্থন করার বিষয়েরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তারা অসাধারণ। আবেগের রোলারকোস্টারের মধ্যে দিয়ে তাদের নিয়ে যাওয়ার জন্য আমরাই দায়ী, কিন্তু তারা প্রকৃত ভক্ত। আমি জানি যতক্ষণ পর্যন্ত আমরা মুম্বইয়ের হয়ে খেলার জন্য ক্ষুধা, আবেগ এবং গর্ব দেখাব তারা সবসময় আমাদের সমর্থন করবে’। লাসিথ মালিঙ্গা এবং পোলার্ড মাহেলার পরিচিত মুখ। তাঁরা আগেও মাহেলার সঙ্গে কাজ করেছেন এবং একই সঙ্গে বহু সাফ🤡ল্য অর্জন করেছেন। ༺তিনি বলেন, ‘লাসিথ এবং পলি দু’জনই অসাধারণ ব্যক্তিত্ব, তারা যদিও খেলা নিয়ে েকে অপরের থেকে ভিন্ন বিচারধারা রাখে। এটা খুবই উত্তেজিত বিষয় যে আমি আবার ওদের সঙ্গে রুম শেয়ার করব।