ভিডিয়ো দেখে চমকে যাওয়াই স্বাভাবিক। সব কিছু যে স্বাভাবিক নয়, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণ ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেটকে যাঁরা ভালোবাসেন, এমন ঘটনা নিশ্চিতভাবেই আঘাত করবে তাঁদের। সঙ্গ🦄ত কারণেই আহত হয়েছেন শ্রীবৎস গোস্বামী, যিনি দীর্ঘদিন বাংলার ক্রিকেটের সেবা করেছেন।
সিএবির ক্লাব ক্রিকেটে ইতিউতি গড়াপেটার অভিযোগ নতুন কিছু নয়। তবে তাই বলে ফার্স্ট ডিভিশন লিগের দু'টি বড় দলের লড়াইয়ে এমন দৃষ্টিকটু ঘটনা আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দে🌟হ। কেউ ইচ্ছে করে বল ছেড়ে দিয়ে আউট হচ্ছেন, কেউ আবার যেন স্টাম্প আউট হওয়ার জন্য মাঠে নেমেছিলেন। এমনই সব লজ্জাজনক ঘটনা দেখা গেল টাউন ক্লাব বনাম মহামেডান স্পোর্টিং ম্য়াচে। সঙ্গত কারণেই গড়াপেটার অভিযোগে উত্তাল বাংলার ক্রিকেট।
বুধবার শ্রীবৎস গোস্বামী সোশ্যাল মিডিয়ায় ২টি ভিডিয়ো পোস্ট করে টাউন বনাম মহামেডান ম্যাচে গড়াপেটার অভিযোগ তোলেন। ভিডিয়োয় দুই মহামেডান ব্যাটারকে এমনভাবে আউট হতে দেখা যায়, যা নিয়ে সংশয় প্রকাশ করা স্বাভাবিক। আউট হওয়ার পরে দুই ব্যাটার যেভাবে গর্বের সঙ্গে মাঠ ছাড়েন, তাতে মনে হয় যেন ম্যানেজমেন্টের নির্দেশ অক্ষরে অক্ষরে 𒈔পালন করেছেন তাঁরা।
শ্রীবৎস সরাসরি গড়াপেটার কথা উত্থাপন করলেও নাম নেননি কোনও ব্যক্তির। তবে টাউন ক্লাবের অনুকূলে সব কিছু যাওয়ায় অভিযোগে সঙ্গে জড়িয়ে যায় দেবব্রত দাসের নাম। অতীতে দেবব্রতর বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হয়েছে। ফের একবার কাঠগড়ায় তোলা হচ্ছে ཧতাঁকে।
শ্রীবৎস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘এটা কলকাতার সুপার ডিভিশন ক্লাব ম্যাচের ঘটনা। ২টি বড় দল এমনটা করছে। বুঝতে পারছেন কি চলছে? যে খেলাটাকে এত ভালোবাসি, তাতে এমনটা ঘটতে দেখার পরে ক্রিকেটার হিসেবে লজ্জা হচ্ছে আমার। আমি খে𒈔লাটাকে ভালোবাসি, বাংলায় ক্রিকেট খেলতে পছন্দ করি। তবে এটা দেখে আমার মন ভেঙে গিয়েছে। ক্লাব ক্রিকেটই হল বাংলার ক্রিকেটের হৃদয় এবং আত্মা। দয়া করে খেলাটাকে কলুষিত করবেন না। আমার মতে এটাকেই বলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা হয় গট-আপ ক্রিকেট।'
এমনকি ম্যাচে টাউ꧟নের বাড়তি এক পয়েন্ট নিশ্চিত করতে মহামেডান স্পোর্টিং দেরি করে ইনিংস ডিক্লেয়ার করে বলেও অভিযোগ। শেষমেশ ড্র ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে টাউন ক্লাব ৭ পয়েন্ট সংগ্রহ করে। শুরুতে ব্যাট করে টাউন তাদের প্রথম ইনিংসে ৪৪৬ রান তোলে। শাকির হাবিব গান্ধী ২২৩ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে মহামেডান তাদের প্রথম ইনিংসে ♚৯ উইকেটে ২৮১ রান তোলে। ফলো-অন করে দ্ব🍸িতীয় ইনিংসে তারা ৫ উইকেটে ৩৭০ রান সংগ্রহ করে।