আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্টকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে অনুষ্ঠিত হবে আইসিসি-র এই ট🍎ুর্নামেন্ট। জামাইকায় জন্মগ্রহণকারী উসেইন বোল্ট ২০০৮ সালের বেইজিং অলিম্পিক⛄ গেমসে ইতিহাস তৈরি করেছিলেন। যেখানে তিনি বিশ্ব রেকর্ড সময়ে ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন।
কেন বোল্টকে দূত করা হল? বিশেষজ্ঞরা কী বলছেন?
বিশেষজ্ঞরা বলছেন উসেইন বোল্টকে দূত হিসাবে নিযুক্ত করার পিছনে ICC-র আসল পরিকল্পনা হল ২০২৮ সালের এলএ অলিম্পিক্স। সেখানে যাতে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা যায় তারই ব্লু প্রিন্ট ♕তৈরি করা হল। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাজার ধরতে চাইছে আইসিসি। আর এর জন্যই বোল্টকে দূত হ🎉িসাবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন… PAK vs NZ: Tꦏ20 WC 2024-র আগে পাকিস্তান দলে বড় ধাক্কা! চোটের কবলে মহম্মদ রিজওয়ান ও ইরফান
কী বললেন উসেইন বোল্ট?
উসেইন বোল্ট বর্তমানে ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটারে যথাক্রমে ৯.৫৮ সেকেন্ড, ১৯.১৯ সেকেন্ড এবং ৩৬.৮৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। এবার বোল্টের দেশে বিশ্বকাপের আসর বসতে চলেছে এবং এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। নিজের নতুন ভূমিকা নিয়ে বেশ উচ্𒊎ছ্বসিত বোল্ট। আইসিসির তরফ থেকে বোল্টের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে তিনি বলেছেন, ‘আমি আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হতে পেরে বেশ রোমাঞ্চিত।’ আসলে ক্রিকেট হল ক্যারিবীয়ানদের জীবনের একটি অংশ, খেলাটি সবসময়ই তাদের হৃদয়ের একটি বিশেষ জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন… DC vs GT ম্যাচে IPL-এর আচরণবিধি লঙ্ঘন করে শাস্তির মুখে রসিখ সালাম! লা🌃ল চোখ দেখালেন ম্যাচ রেফারি
উসেইন বোল্ট জানিয়েছেন আমেরিকায় ক্রিকেটের বাজার খুঁজে পাওয়াটা হবে বড় ব্যাপার। বোল্ট বলেছেন, ‘আমি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন🐭 করব, তবে এই খেলাটিকে আমেরিকায় আনা ক্রিকেটের জন্য একটি বড় বিষয় হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজার।’ তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে যে শক্তি আনব তা ২০২৮ সা🔯লের এলএ অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য একটি বড় সুযোগ তৈরি করবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষ♓ভ হেলিকপ্টার শট মারতেই কী করলেন মহারাজ
আইসিসি-র তরফ থেকে কী বলা হয়েছে?
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে বোল্ট এই অনুষ্ঠানের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যা পরের সপ্তাহে ইভেন্টের𓆏 অফিসিয়াল গানের প্রকাশের মাধ্যমে কাজ শুরু হবে। প্রবীণ শিল্পী শন পল এবং কীসের একটি 'ক্যামিও' দিয়ে শুরু হবে এই ইভেন্ট। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘উসেন বোল্ট একজন বিশ্বব্যাপী আইকন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে আমাদের দূত হিসাবে অন্তর্ভুক্𝐆ত করতে পেরে আমরা বেশ রোমাঞ্চিত। ক্রিকেটের প্রতি তার আবেগ সুপরিচিত, যা তাকে এই ভূমিকার জন্য আদর্শভাবে উপযুক্ত করে তোলে।’