সরকার অনুমতি দিচ্ছে না বলে দায় এড়িয়ে যায় বিসিসিআই। তবে এবার শু൩ধু কথায় চিঁড়ে ভিজবে না। বরং ভারতীয় ক্রিকেট বোর্ডকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে, সরকারের তরܫফে সবুজ সংকেত মেলেনি বলেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না।
উল্লেখ্য, নতুন বছরের কার্যত শুরুতেই পা﷽কিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যাকে মিনি বিশ্বকাপ বলে বিবেচনা করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই টুর্নামেন্টের🉐 খসড়া সূচি জমা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে। ভারত টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে ধরে নিয়েই তৈরি করা হয়েছে খসড়া সূচি।
টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ৯ মার্চ। যদিও ফাইনালের জন্য ১০ মার্চ তারিখটিকে রিজার্ভ ডে হিসেবে নির্ধারণ করা হয়েছে। মোট ৩টি স্টেডিয়ামে🐓 খেলা হবে টুর্নামেন্ট। তবে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।
এমনকি ২টি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে খেলা হবে বলে প্রাথমিক সূচি তৈরি করা হলেও বিকল্প রাখা হয়েছে যে, ভারত যদি শেষ চারের টিকিট হাতে পায়, তবে 📖তারা সেমিফাইনাল খেলবে লাহ✱োরেই। ফাইনাল ম্যাচও লাহোরে খেলা হওয়ার কথা।
তবে বিসিসিআই সূত্রের খবর, এই মহূর্তে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায় আমিরশাহিতে। অন্ততপক্ষে এশিয়া কাপের মতো শ্রীলঙ্কাতেও খেলতে অসুবিধা নেই টিম ইন্ডিয়ার। গত এশিয়া কাপও আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করে বলেই হাইব্রিড মডেলে ২টি দেশে আয়োজিত হয় টুর্ন🥃ামেন্ট।
১৯ জুলাই কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথ🐟া আইসিসির বার্ষিক সম্মেলন। সেখানে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়ে আলোচনা হওয়ার কথা নয়। তবে আইসিসি পরিস্থিতি বিচার করেই টুর্নামেন্টের জন্য বাড়তি অর্থ বরাদ্দ করেছে। অর্থাৎ, শেষমেশ ২টি দেশে চ্য়াম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলে তার জন্য খরচ হবে বেশি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, পিসিবি চায় বিসিসিআই লিখিতভাবে জান🥀াক ভারত সরকার পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি। টুর্নামেন্ট শুরুর অন্তত 🍒৫-৬ মাস আগে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের।
সূত্রের কথায়, ‘যদি ভারত সরকার অনুমতি না দেয়, তবে সেটা লিখিতভাবে জানাতে হবে। এখনই আইসিসির কাছে চিঠি জমা দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। টুর্নামেন্ট শুরুর ৫-৬ মাস আগে আইসিসির কাছে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে নিজেদের পরিকল🐬্পনার কথা জানিয়ে দেওয়া উচিত বিসিসিআইয়ের।’