ভারতীয় দল মাঠে নামছে অথচ টুর্নামেন্ট আয়োজন করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে কোনও সংস্থাকে, এমনটা সচরাচর শোনা যায় না। তবে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে এমনই উলটপুরাণ দেখা গিয়েছে বলে খবর🌸। আমেরিকায় টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে বিপুল অঙ্কের ক্ষতির মুখ দেখতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে, এমনটাই রিপোর্ট সংবাদꦐ সংস্থা পিটিআইয়ের।
২০২৪-এর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যুগ্মভাবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিক🎐ায়। গ্রুপ লিগের বেশ কিছু ম্যাচ আয়োজন করে আমেরিকা। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় দল তাদের সব গ্রুপ ম্যাচ খেলে আমেরিকায়। নিউ ইয়র্কে আয়োজিত হয় হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াই। তা সত্ত্বেও আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আইসিসির ২০ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে রিপোর্ট।
শুক্রবার কলম্বোয় আইসিসির বার্ষিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। যদিও সভার প্রাথমিক আলোচনাসূচিতে বিষয়টি নথিভুক্ত নেই। আ🌳ইসিসির বার্ষিক সভার আগে অবশ্য ক্রিকেটমহলের আলোচনার মূল বিষয় জয় শাহ পরবর্তী আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন কিন🦩া।
বিসিসিআই সচিব যদি চান, তবে তাঁর পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে। এখন প্রশ্ন হল, কব♚ে দায়িত্ব নেবেন তিনি। কেননা কুলিং অফে যাওয়ার আগে বিসিসিআই সচিব হিসেবে এখনও কিছুদিন সময় রয়েছে তাঁর হাতে।
আইসিসির এক সূত্র এই প্রসঙ্গে বলেন, ‘কীভাবে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হল কবে। বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ಌী কুলিং অফে যাওয়ার আগে এখনও এক বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলানোর সময় রয়েছে জয় 🍨শাহর হাতে। যদি উনি ২০২৫-এ দায়িত্ব নিতে চান, তাহলে গ্রেগ বার্কলে ২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৬ পর্যন্ত তৃতীয় দফায় চেয়ারম্যান পদের মেয়াদ পূর্ণ করবেন না।’
সংশ্লিষ্ট সূত্র আরও জানান, ‘এমনটাও ভাবনা রয়েছে যে, ২ বছরের তিনটি মেয়াদের বদলে ৩ বছরের ২টি মেয়াদে আইসিসির চেয়ারম্যান পদে থাকার ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে ২টি মেয়াদে কেউ꧙ ৬ বছর দায়িত্বে থাকতে পারবেন।’
যদি আইসিসিতে বার্কলের বর্তমান মেয়াদ ৩ বছর করে দেওয়া হয়, তবে তিনি ২০২৫ পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। সেক্ষত্রে বিসিসি সচিব পদে নিজ𝓰ের বর্তমান মেয়াদ শেষ করে তার পরে আইসিসির দায়িত্ব নিতে পারবেন জয় শাহ। আইসিসিতে ৩ বছর কাটিয়ে ফের তিনি বিসিসিআইয়ে ফিরতে পারেন। কেননা ততদিনে ভারতীয় ক্রিকেট বোর্ডে ৩ বছরের কুল൩িং অফের মেয়াদ পেরিয়ে যাবে তাঁর।