পাকিস্তান ৬ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সহ-আয়োজক আমেরিকার বিরুদ্ধে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। প্রস্তুতি সেশনে পাক প্লেয়ারদের নিজেদের উপভোগ করতে দেখা গিয়েছে। এর মাঝেই বাবর আজম জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে। সতীর্থ আজম খানের চেহারা নিয়ে কটূ মন্ত꧙ব্য করেই বিশ্বকাপের অভিযান শুরু করার আগেই বিতর্ক টেনে আনলেন পাকဣ অধিনায়ক।
আরও পড়ুন: ভারত কি এখনও T20 World ๊ܫCup-এর জন্য প্রস্তুত নয়? ভারতের প্রাক্তনী তুলে দিলেন বড় প্রশ্ন
আসলে দলের পরিবেশকে হালকা রাখার জন্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ডাকনাম ব্যবহার করার জন্য পরিচিত। কিংবদন্তি মইন খানের ছেলে আজম খানেরও তিনি একটি ডাকনাম দিয়েছেন। সেই কৌতুকপূর্ণ নামকে ক⭕েন্দ্র করেই যত গণ্ডগোল।
আজমকে বডি শেমিং করলেন বাবর
ডালাসে পাকিস্তান দলের অনুশীলন চলার সময়েই ঘটনাটি ঘটে। তখন বাবর এবং আজম খ൲ান অনুশীলন করছিলেন। সেই সময়ে ১২৫ কিলো ওজনের আজমকে ‘গাইন্দা’ বলে সম্বোধন করেন বাবর। বাংলায় এর অর্থ হল গন্ডার। পাকিস্তানের অনুশীলন সেশনের এই ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হতেই বাবরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। বাবর বডি শেমিং করেছেন বলে দাবি করেছেন সকলে। যাতে বিতর্ক দানা বেঁধেছে।
আরও পড়ুন: 🌺এই শর্ত না মানলে কোহলিকে 🐻একাদশে রেখো না... কড়া দাওয়াইয়ের পরামর্শ CSK প্রাক্তনীর
ইংল্যান্ড সফরে জঘন্য পারফরম্যান্সের পর অনেক সমালোচিত হয়েছেন আজম খান। তিনি শুধু ব্যাট হাতেই ফ্লপ হননি, উইকেট কিপিংয়েও অনেক ভুল করেছেন। এমন পরিস্থিতিতে তাঁর ফিটনেস নিয়েও উঠছে বড় প্রশ্ন। শাহিদ আফ্রিদি এবং সলমন বাটের মতো প্রাক্তন ক্রিকেটারেরাও তাঁর তীব্র সমালোচনা করেছেন। 🍸তবে বাবররে মতো কেউ এই ধরনের শব্দ ব্যবহার করেননি।
আফ্রিদির সমালোচনা
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে শা൲হিদ আফ্রিদি যেমন বলেছেন, ‘এই রকম ফিটনেস নিয়ে আজম খানকে ꦰআমি কখনও-ই দলের কাছাকাছি আসতে দিতাম না। আমিও ওর প্রশংসা করি। ও শক্তিশালী এবং বড় হিট মারতে পারে। ওর ব্যাটিং অসাধারণ। যতদূর কিপিং-এর কথা বলা যায়, ও ইংলিশ কন্ডিশনে বল বহন করতে পারে, কিন্তু আপনি যখন ওয়েস্ট ইন্ডিজে যাবেন, তখন ছবিটা বদলে যাবে। এখানে বল ক্যারি করা সহজ নয়। এখানে বল খুব উঁচুতে আসবে না, এটি নীচের দিকে থাকে... তাই ওকে ওর শরীর নীচে রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজে বল নীচের দিকে যাওয়ার কারণে ওকে সমস্যার সঙ্গে লড়াই করতে দেখা যেতে পারে। এই ফিটনেস এবং স্পিনারের সামনে উইকেট কিপিং করা... আমার মনে হয় ওকে মারাত্মক লড়াই করতে হবে।’