আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার টেস্ট খেলোয়াড়দের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা ভারতের ফাস্ট পেসার জস🃏প্রীত বুমরাহের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিয়েছেন। রাবাদা তিনꦕ ধাপ এগিয়ে এক নম্বর টেস্ট বোলার হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করে ৯ উইকেট নেন তিনি।
বর্তমানে তার অ্যাকাউন্টে ৮৬০♌ রেটিং পয়েন্ট রয়েছে। তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বুমরাহ (৮৪৬)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে কোনও উইকেট পাননি তিনি। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জোশ হেজেলউড (৮৪৭) দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন (৮৩১) তৃতীয় স্থানে এবং ক্যাঙ্গারু অধিনায়ক প্যাট কামিন্স (৮২০) পঞ্চম স্থানে রয়েছেন।
আরও পড়ুন… রোহিতদের বিরুদ্ধে হেরেই মন ভেঙে গিয়েছিল, ত⛦ারপরেই… অবসরের আসল কারণ জানালেন অজি তার🅷কা
টপ টেনে নোমান আলির প্রবেশ
রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে বিস্ফোরক পারফরম্যান্সের পর পাকিস্তানের স্পিনার নোমান আলি শীর্ষ দশে প্রবেশ করেছেন। ম্যাচে নয় উইকেট শিকার করেছেন নোমান আলি। তিনি আট ধাপ লাফিয়ে নবম স্থানে উঠে এসেছেন। তার স্বদেশী স্পিনার সাজিদ খান ম্যাচে ১০ উইকেট নেওয়ার পরে ১২ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন। ভারতের বিরুদ্ধে পুণে টেস্টে ১৩ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের স্পিনার ඣমিচেল স্যান্টনার টেস্ট বোলারদের তালিকায় ৩০ ধাপ লাফিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৪৫৮ পয়েন্ট।
আরও পড়ুন… IPL 2025: CSKꦯ কোন ক্রিকেটারদের ধরে রাখবে? রহস্যজনক পোস্টে ৫ তার🌳কার নাম জানাল চেন্নাই
ক্ষতির মুখে পড়েছেন কোহলি-রোহিত
ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা বিরাট ক্ষতির মুখে পড়েছেন। ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ৭ ধাপ পিছিয়ে ১৪তম স্থানে নেমে গিয়েছেন। দ্বিতীয় টেস্টে তিনি ব্যর্থ হয়েছিলেন। পুণেতে মোট ১৮ রান করেন তিনি। তার অ্যাকাউন্টে ৬৮৮ পয়েন্ট রয়েছে। ৯টি স্থান হারিয়েছে রোহিত। তিনি এখন ২৪ নম্বরে নেমে গেছেন। তার ৬৪৯ নম্বর রয়েছে। 'হিটম্যান' নামে পরিচিত রোহিত শর্মা পুণে টেস্টে শূন্য রানে 🔴আউট হওয়ার পাশাপাশি ৮ রান করেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত (৭০৮) খারাপ পারফরম্যান্সের কারণে পাঁচ ধাপ নেমে গিয়ে ১১ নম্বরে এসেছেন।