ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সফলভাবে পরীক্ষার পর স্থায়ীভাবে স্টপ ক্লক নﷺিয়ম কার্যকর করতে চলেছে। এই নিয়মের উদ্দেশ্য হল ওভারের মধ্যে সময়ের অপচয় রোধ করা। যাতে করে ম্যাচ সময়মতো শেষ করা যায়। Cricbuzz এর মতে, নিয়মটি প্রাথমিকভাবে ২০২৩ সালেﷺর ডিসেম্বরে পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হয়েছিল। এটি এখন T20 আন্তর্জাতিক এবং ওডিআই আন্তর্জাতিক সহ সমস্ত সাদা বলের ক্রিকেটে বাস্তবায়নের জন্য আইসিসির তরফ থেকে অনুমোদন পেয়েছে। জানা গিয়েছে এই নিয়ম চালু হলে নাকি একদিনের ক্রিকেটে ২০ মিনিট বেঁচে যাবে।
স্টপ ক্লক নিয়মটা আসলে কী সেটা আগে জেনে নিন
স্টপ ক্লক নিয়মের লক্ষ্য হল ম্যাচ চলাকালীন সময়ের অপচয় কমানো। এই নিয়ম অনুসারে, এক ওভার শেষ হওয়ার পরে, ফিল্ডিং দলকে ৬০ সেকেন্ডের মধ্যে অর্থাৎ এক মিনিটের মধ্যে পরবর্তী ওভার শুরু করতে হবে। ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ শুরু💧 হয়ে যাবে এবং তারপর ৬০ সেকেন্ডের মধ্যে দলকে পরবর্তী ওভার শুরু করতে হবে। ফিল্ডিং দল যদি এই নিয়ম মানতে না পারে, তাহলে তাদের জন্য শাস্তির নিয়মও রয়েছে।
এই নিয়মের অনেক ব্যতিক্রম আছে-
যদি স্টপ ক্লক দুই ওভারের মধ্যে শুরু হয়ে থ𒆙াকে, এবং তার মাঝে এই ঘটনা গুলো ঘটಞে তবে নিয়ম কার্যকর নাও হতে পারে-
ওভারের মাঝে 🅰যখন একজন নতুন ব্যাটসম্যান উইকেটে আ♎সেন।
ওভারের মধ্যে ড্রিঙ্কস ব্রেক হলে।
অনফিল্ড আম্পায়ার ব্যাটসম্যান বা ফিল্ডারদের ই🦩নজুরির চিকিৎসার অনুমোদন দিলে𝔍।
সময় নষ্ট যা ফিল্ডিংয়ের নিয়ন্ত্রণে নেই।
দলগুলোকে জরিমানা করা হতে পারে
এই ভুলের কারণে ফিল্ডিং করা দলগুলো👍কে পাঁচ রান জরিমানা করা হতে পারে। তবে এর আগে তাদের দুবার সতর্ক করা হবে। আইসিসি সাদা বলের সব ফর্ম্যাটের জন্য এই নিয়ম কার্যকর করা হবে। স্টপ ক্লক নিয়মটি দুবাইতে চলতি আইসিসি মিটিং চলাকালীন অনুমোদিত করা হয়েছিল, যার ফলে ভবিষ্যতের টুর্নামেন্টে এর ব্যবহার সম্পর্কে আলোচনা হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনও আলোচনা হয়নি।
কবে থেকে চালু হবে এই নিয়ম?
আসলে ১ জুন থেক൲ে আনুষ্ঠানিকভাবে এই নিয়ম চালু হবে। তবে ২ জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই আসন্ন𒉰 টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সাদা বল ক্রিকেটে এই নিয়মকে দেখা যাবে।
আইসিসির বার্ষিক সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্ত
স্টপ ক্লক রুল ছাড়াও এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার ব্যবস্থা থাকবে 🌳বলেও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে বিঘ্নিত ম্যাচের সিদ্ধান্ত নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের জন্য লিগ ও সুপার এইট পর্বে কমপক্ষে ৫ ওভার খেলা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া নকআউট ম্যাচে তা বেড়ে হবে ১০ ওভার।
পাকিস্তানকে স্বাগতিক দেশ হিসাবে নামকরণের সঙ্গে সঙ্গে, গত ব꧂ছরের এশিয়া কাপের ফর্ম্যাট পরিবর্তনের কথা মনে করিয়ে দিয়ে ভারত সফরে যেতে অস্বীকার করার বিষয়ে জল্পনা চলছে।