রবিবার দুবাইয়ের হাই-ভোল্টেজ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর খেতাব জেতে নিউজিল্যান্ড। তিনবার🍨ের প্রচেষ্টায় এই প্রথমবার ট্রফি হাতে ওঠে হোয়াইট ফার্নসদের। এর আগে ২০০৯ ও ২০১০ সালে পরপর ২ বার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। তবে দু'বারই তাদের ဣরানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই নিয়ে পরপর দু'বার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে। দু'বারই রানার্স হয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এবার মহিলা টি-২০ বিশ্বকাপজয়ী দলকে আইসিসি পুরস্কার দেয় ২৩ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ কোটি ৬৭ লক্ষ টাকারও বেশি। সুতরাং, শুধু মাত্র চ্যাম্পিয়ন হয়েই নিউজিল্যান্ড এই পরিমাণ অর্থไ পকেটে পোরে। তার উপর প্রতি ম্যাচ জয়ের বোনাস রয়েছে আলাদা।
ম্যাচ 🐻জয়ের বোনাস ছাড়া শুধুমাত্র রানার্স হয়ে দক্ষিণ আফ্রিকা প🐻কেটে পোরে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৮৩ লক্ষ টাকার বেশি। আপাতত দেখে নেওয়া যাক টুর্নামেন্টের পুরস্কার তালিকা। চোখ রাখা যাক প্রাইজ মানিতেও।
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর রেকর্ড ও সম্পূর্ণ পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- নিউজিল্যান্ড (ট্রফ💦ি ও প্রায় ১৯ কোটি ৬৭ লক্ষ টাকা)।
২. রানার্স- দক্ষিণ🏅 আফ্রিকা (প্রায় ৯ কোটি ৮৩ লক্ষ টাকা)।
৩. টুর্নামেন্টের ꧂সেরা- অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)।
🏅 ৪. ফাইনালের সেরা- অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)।
৫. টু♕র্নামেন্টের সর্বোচ্চ ꧃রান- লরা উলভার্ট (২২৩, দক্ষিণ আফ্রিকা)।
৬. টুর্নামেন্ট꧟ের সর্বাধিক উইকেট- অ্য🍸ামেলিয়া কের (১৫, নিউজিল্যান্ড)।
৭. টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- অ্꧒যানেক বশ (অপরাজꦗিত ৭৪, দক্ষিণ আফ্রিকা)।
৮. ফাইনালের সর্বোচ্চ ইনিংস- অ্যামেলিয়া কের (৪𝕴৩, নিউজিল্যান্ড)।
৯. টুর্নামেন্টের সেরা বোলিং পারফর্ম্যান্স- করিশ্মা রামা💖রক💜 (১৭/৪, ওয়েস্ট ইন্ডিজ)।
১০. ফাইনালের সেরা বোলিং পারফর্ম্যান্স- অ্যামেলিয়♌া কের (২৪/৩, নিউজিল্যান্ড)।
১১. টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা- দিয়েন্দ্রা ডটিন (৯টি, ওয়েস্ট ই𓄧ন্ডিজ)।