১৪ ♒বছর ধরে বিদ্যুতের বিল জমা করেনি ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। সেই কারণে পাঁচ বছর আগে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছিল। শুক্রবারের ম্যাচের জন্༒য ছত্তিসগড় ক্রিকেট সংস্থার অনুরোধে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করা হয়ে। তবে তাতে আলো জ্বলার কথা ছিল শুধু গ্যালারি এবং বক্সে। মাঠের ফ্লাডলাইট জ্বালানো হয় জেনারেটর দিয়ে। জানা গিয়েছে, শুক্রবার রায়পুরে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি খেলা হয়েছে জরুরি আলোতেই।
শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটি প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। কারণ বিদ্যুতের লাইন না থাকা। প্রায় নাক কাটতে বসেছিল বিসিসিআই-এর। পাঁচ বছর আগে ৩ কোটি ১৬ লক্ষ বকেয়া থাকার কারণে স্টেডিয়ামের বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। দিন-রাতের ম্যাচটি হবে কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠে গিয়🧸েছিল। কিন্তু শেষ মুহূর্তে জেনারেটরের ব্যবস্থা করে এবং মুখ বাঁচাতে অস্থায়ী সংযোগের হাত ধরে খেলাটি কোনও মতে উতরে যায়।
ছত্তিসগড়ের স্টেট ক্রিকেট সংস্থা ১.৪ কোটির বেশি খরচ করে জেনারেটরের ব্যবস্থা করেছে, যা স্টেডিয়ামের বিদ্যুতের বকেয়ার প্রায় ৪০%। ফ্লাডলাইটের অধীনে একটি ম্যাচের জন্য ১০০০ কিলো ভোল্টেꦉর বেশি শক্তি প্রয়োজন ছিল। যেখানে ৬০০ কিলো ভোল্ট শুধুমাত্র ফ্লাডলাইটের জন্য দরকার ছিল। এবং স্টেডিয়াম-ব্যাপী আলো এবং এয়ার কন্ডিশনের ন্যূনতম ব্যবস্থার জন্য ৪৩৫ কিলো ভোল্ট প্রয়োজন ছ𝔉িল। যাইহোক শেষ পর্যন্ত কোনও মতে ম্যাচের আয়োজন করে, মুখ রক্ষা করে রায়পুর।
শুক্রবার চতুর্ছ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া মূলত ব্যাটে রিঙ্কু সিং এবং বলে অক্ষর প্যাটেলের দাপটের কাছেই হার মানে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আনায়স জয় ছিনিয়ে নিল সূর্যের টিম ইন্ডꦆিয়া। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পোড়ে ভারত। নেতৃত্বের অভিষেকেই সিরিজ জয়ের স্বাদ পেলেন সূর্যকুমার যাদব।
রায়পুরে ভারত গড় স্কোরের থেকে সামান্য বেশি রান করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে রিঙ্কুর আউট হওয়া এবং শেষ দিকে একের পর এক উইকেট পড়তে থাকার কারণে বেশি রান ওঠেনি। চার রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি রিঙ্কুর। ২৯ বলে ৪৬ করেই আউট𒆙 হয়ে গিয়েছিলেন। আর ১৭৪ রানে থেমে গিয়েছিল ভারতের ইনিংস।
কিন্তু বল হাতꦐে বাকি ঘাটতিটুকু পুষিয়ে দিলেন টিম ইন্ডিয়ার বোলার𓄧রা। অক্ষর প্যাটেলের ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট, এছাড়া প্রয়োজনের সময়েই দীপক চাহারের ২টি, রবি বিষ্ণোই এবং আবেশ খানের ১টি করে উইকেট, ভারতের জয়ের পথ সুগম করে। ৭ উইকেটে ১৫৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। রবিবার বেঙ্গালুরুতে শেষ ম্যাচ। তবে এখন সেই ম্যাচ গুরুত্বহীন।