বুধবার পার্থে অনুশীলনে নামলেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন তারকার পাশাপাশি বুধবার নেটে দেখা গেল ভারতের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ (স্থায়ী অধিনায়ক রোহিত শর্মা না থাকায় প্রথম টেস্টে সম্ভবত অধিবায়কত্ব করবেন), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বুধবার দুপুর-বিকেলের দিকে এসে নেটে এক ঘণ্টার বেশি ব্যাট🐻িং করেন বিরাট। যে চারটি নেট আছে, সেগুলির প্রতিটিতেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাট করেন। আর সেইসময় তাঁর দিকে ধেয়ে আসছিল মূলত ব্যাক অফ দ্য লেংথ এবং ফুল বল। সেইসব বলের সামনে বিরাটকে বেশ ছন্দেই লেগেছে। আর অস্ট্রেলিয়ায় বিরাটের ছন্দে থাকারই কথা।
অস্ট্রেলিয়ায় বিরাটের ৮ সেঞ্চুরি আছে
কারণ অস্ট্রেলিয়ায় লাল বলে বিরাটের রেকর্ড দারুণ। ২৫টি টেস্টে ২,০৪২ রান করেছেন। গড় ৪৭.৫। সর্বোচ্চ ১৮৬ রান করেছেন। হাঁকিয়েছেন আটটি শতরান। পাঁচটি অর্ধশতরানও এসেছে বিরাটের ব্যাট থেকে। গতবার অ্যাডিলেডে দিনরাতের টেস্টে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। 🧔শেষপর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে যাওয়ায় কার্যত নিশ্চিত শতরান হাতছাড়া হয়ে গিয়েছিল।
আর সেই ‘প্রিয়’ অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক খারাপ ফর্ম কাটিয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চাইবেন বিরাট। আর এই মুহূর্তে প্রবলভাবে বিরাটের ব্যাট থেকে রান চাইছে ভারত। প্রথম টেস্টে সম্ভবত দলে 🅰থাকবেন না রোহিত। তাছাড়া অস্ট্রেলিয়ায় অভিজ্ঞ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে নেই এবার। ফলে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাটের উপরে বাড়তি দায়িত্ব আছে।
বল লেগেছে পন্তের শরীরে
বাড়তি দায়িত্ব আছে ঋষভ পন্তের উপরেও। অস্ট্রেলিয়ায় শেষ দুটি টেস্ট সিরিজে তিনি যেভাবে ব্যাটিং করেছিলেন, তাতে তাঁর উপর অনেক আশা-ভরসা আছ🎃ে। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পন্তকে বেশ ফুরফুরে মেজাজে লেগেছে। নেটেও বেশ ভালো ছন্দে ছিলেন। তবে মঙ্গলবার নেটে একটি বল তাঁর শরীরে আছড়ে পড়েছে। অস্বস্তিতে পড়েন আরও একটি বলে। তবে চোটের কোনও আশঙ্কা🐎 তৈরি হয়নি। আজ তাঁকে স্বাভাবিক ছন্দেই লেগেছে।
মঙ্গলের থেকেও বুধে বাড়ল কালো কাপড়
আর সেইসব যা ঘটছে, তা যাতে একেবারে লোকচক্ষুর আড়ালে রাখা যায়, তা নিশ্চিত করতে কোনও কসুর ছাড়া হচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় নেটের চারপাশে যে কালো কাপড় ছিল, সেটার পরিমাণ আরও বেড়েছে বুধবার। কালো কাপড়ের ফাঁক গলেই𒁃 মঙ্গ🦩লবার কয়েকটি জায়গা দিয়ে ভারতের প্র্যাকটিসে চোখ রাখা যাচ্ছিল। কিন্তু বুধবার সেরকম ‘ফাঁকের’ জায়গাও ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।