ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দ🌳্রন অশ্বিন এই মূহূর্তে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা স্পিনার। অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথকে বরাবরই🗹 ফ্যাব ফোরের ক্রিকেটারদের মধ্যে রাখা হয়। এই দুই ক্রিকেটারেরই ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে রয়েছে বেশ ভালো পরিসংখ্যান। স্মিথের যেমন রয়েছে ভারতের বিরুদ্ধে ২০০০-র বেশি রান, তেমনই অশ্বিনের ঝুলিতেও রয়েছে ১০০র বেশি উইকেট শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।
আরও পড়ুন-অজি🌠ভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফ♏র্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
স্মিথের মাইন্ডসেট ধরে নিয়েছেন অশ্বিন-
২২ নভেম্বর থেকে পার্থ-এ শুরু প্রথম টেস্ট। সেই টেস্টের আগে সম্প্রতি অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা সেভেন ক্রিকেটকে একটি সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, স্পিনারদের বিরুদ্ধে স্টিভ স্মিথ খুবই ভালো খেলে। কিন্তু আইপিএলে ওর সঙ্গে এবং বিরুদ্ধে খেলার সুবাদে ওর মাইন❀্ডসেট এখন ধরে নিয়েছেন অশ্বিন।
১১৪ উইকেট অশ্বিন নিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে-
টেস্টে নিজের ৫৩৬টি উইকেটের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছেন ১১৪টি উইকেট। মাত্র ২২টি টেস্টেই তিনি নিয়েছেন এই উইকেট, ইকোনমি মাত্র ২.৭০। স্রেফ দ🍨েশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও একই রকম সফল হয়েছেন চেন্নাইয়ের স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে সর্বাধিক ৭ উইকেট এব𒈔ং ম্যাচে সর্বাধিক ১২ উইকেটের নজির রয়েছে তাঁর।
আরও পড়ুন-ODI ক্🌜রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানꦿতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
স্মিথ ভারতের বিপক্ষে করেছেন ২০৪২ রান-
এদিকে স্টিভ স্মিথ ভারতের বিপক্ষে ১৯টি টেস্টে খেলে করেছেন ২০৪২ রান। রয়েছে ৯টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান♍। সর্বোচ্চ স্কোর ১৯২, গড় ৫২.৫০। অশ্বিন এহেন স্মিথকে নিয়েই বলছেন, ‘স্পিনের বিরুদ্ধে স্মিথ একজন অসাধারণ ব্যাটার। ফাস্ট বোলিংয়ে ক্ষেত্রেও ও ভালো কিন্তু স্পিনের ক্ষেত্রে ও অনেক বেশি হোমওয়ার্ক করে মাঠে নামে। আলাদা গেমপ্ল্যানও তৈরি রাখে সব সময়। দিল্লি ক্যাপিটালসে এবং আরপিএসজিতে থাকার সময় আমি ওকে দেখেছি, কিভা𝕴বে ও নিজেকে প্রস্তুত করে ’।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও⛦ আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
স্মিথের খেলা ধরে নিয়েছি-
অশ্বিন আরও বলছেন, ‘স্মিথ খু🐬ব ভাবনা চিন্তা করে ক্রিকেট খেলে। ওর একটা আলাদা ধরণ রয়েছে প্রস্তুতির। একটা সময় মনে হয়েছিল শুরুর 🍬দিকে যে ও আমার বোলিংকে আয়ত্তে এনে দিয়েছে। তবে এখন আমার মনে হয়, আমি ওর থেকে এগিয়ে গেছি। কারণ ওর খেলার ধরণ, ওর ব্যাটিং স্টাইল, মাইন্ডসেট সবই আমি বুঝতে চেষ্টা করছি। ওকে আউটও করেছি। এটা ক্রিকেট খেলা, ব্যাট আর বল দিয়েই হয়। কিন্তু মাঝে মাঝে একে অপরের মাথাও বুঝতে হয় ’।