রোহিত শর্মাকে ভারতীয় দলের আমির খান বললেন সরফরাজ খান। আসলে বেশ কয়েক বছর আগে আমির খানের একটি ছবি মুক্তি পেয়েছিল যার নাম ‘লগান’। সেই ছবিতে আমির খানকে ‘ভুবন’ চরিত্র অভিনয় করতে দেখা যায়। যে একটি ক্রিকেট দল তৈরি করতে দেখা যায়। ছবিতে দেখা যায়, সেই দলকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতিয়েছিলেন আমির খান। লগান ছবির সেই আমির খানের সঙ্গেই এবার রোহিত শর্মার তুলনা করলেন সরফরাজ🐎 খান।
টিম ইন্ডিয়ার ২৬ বছর বয়সি ক্রিকেটার সরফরাজ খান, ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভ𝐆িষেক করেছিলেন। এই ম্যাচ দিয়েই সে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু ﷽করেছিলেন। এদিকে আসন্ন ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছে সেই দলেও তাঁর নাম রয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এই পরীক্ষার আগে সরফরাজ খানের একটি সাক্ষাৎকার ভাইরাল হচ্ছে। যেখানে তাঁকে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করতে দেখা যাচ্ছে। এর পাশাপাশি তিনি রোহিতকে ‘লগান’ ছবির আমির খানের সঙ্গে তুলনা করছেন।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার অনেক প্রশংসা করেছেন সরফরাজ খান-
জিও সিনেমার সঙ্গে কথা বলতে গিয়ে সরফরাজ খান বলেন, ‘রোহিত খুব আলাদা। সে সবসময় ♎আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করায় এবং সব খেলোয়াড়কে সমান সম্মান দেয়। সে কাউকে জুনিয়র বা সিনিয়র হিসেবে দেখে না। সে সকলকে সমান বলে মনে করে। সে সকলের সঙ্গে ভালো আচরণ করে। তার অধীনে খেলার অভিজ্ঞতা দারুণ।’
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার কে? ๊বিরাট কোহলির বদলে কার নাম নিলেন জসপ্রীত বুমꩲরাহ!
সরফরাজ খান আর💃ও বলেন, ‘লগান আমার প্রিয় ছবি এবং আমির খান যেভাবে সেই ছবিতে তার টিম তৈরি করেছেন, একইভাবে রোহিত শর্মা আমাদের টিমকে একত্র রেখেছেন। ত๊িনি আমাদের দলের আমির খান।’
নিজের প্রথম টেস্ট সিরিজে সরফরাজ খানের পারফরম্যান্স
অভিষেক টেস্ট সিরিজে তিন ম্যাচ খেলেছেন সরফরাজ খান। এই তিন ম্যাচে পাঁচ ইনিংস খেলেছেন তিনি। এই পা🥀ঁচ ইনিংসে সরফরাজ ৫০ গড়ে ২০০ রান করেছেন। এর মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্ꦬচ স্কোর অপরাজিত ৬৮ রান।
আরও পড়ুন… একি অ꧒বস্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি
টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রেকর্ড
রোহিত শর্মা ২০২২🐼 সালে বিরাট কোহলির কাছ থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে ১৬ টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে নতুন শক্তি ও আত্মবিশ্বাস পেয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে, এই ১৬টি টেস্ট ম্যাচে ভারতীয় দল ১০টি ম্যাচ জিতেছে এবং চারটিতে হেরেছে। দুই ম্যাচের কোনও ফল হয়নি।