শাকিবের অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাড়া দেওয়ার সম্ভাবনা আপাতত এই মুহূর্তে উঁকꦓি দিচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তবে কি কানপুরেই শেষ হচ্ছে তারকা অল-রাউন্ডারের টেস্ট কেরিয়ার? তেমন সম্ভাবনা মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছেಌ না।
বৃহস্পতিবার কানপুরে শাকিব আল হাসান স্পষ্ট জানান যে, তিনি দেশের হয়ে আর টি-২০ ম্যাচ খেলবেন না। তবে ঘরের মাঠে শেষবার টেস্ট ক্রিকেটে মাঠে নামতে চান তিনি। শাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিজের ইচ্ছার কথা জানান। তিনি মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টไেস্ট ম্যাচে মাঠে নেমে লাল বলের ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানতে চান।
শাকিব বলেন, ‘মীরপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা রয়েছে আমার। আমি সেকথা বিসিবিকে জানিয়েও দিয়েছি। ওরা সম্মতি জানিয়েছে। নিরাপত্তা নিয়ে সংশয় একটা রয়েছে। ওরা সব রকম চেষ্টা করছে যাতে আমি বাংলাদেশে ফিরতে পারি। যদি সেটা সম্ভব না হয়, তবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিই হবে আমার কেরিয়ারের শেষ টেস্ট। বাংলাদেশ෴ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের শেষ ম্যাচ খেলতে চাই ঘরের মাঠে।’
শাকিবের এ🍨মন আবেদন বিসিবির অন্দরমহলে পৌঁছলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে তারকা ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলেই ইঙ্গিত মিলেছে। বিসিবি প্রধান ফারুক আহমেদ স্পষ্ট জানিয়েছেন যে, বিসিবি কোনও নিরাপত্তা এজেন্সি নয়। তাই ꧑তাদের পক্ষে শাকিবের নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
উল্লেখযোগ্য বিষয় হল, বিসিবি প্রধান এও জানিয়েছেন যে, তাঁরা এই বিষয়ে সরকারের সঙ্গে কথাই বলেননি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শাকিবকেই। ফারুক আহমেদ বলেন, ‘শাকিবের নিরাপত্তা বোর্ডের হাতে নেই। বোর্ড কোনও ক্রিকেটারকে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারে না।𓆏 তাই এই বিষয়ে ওকেই সিদ্ধান্ত নিতে হবে। সরকারের সর্বোচ্চমহলই পারে ওর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বা ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মতো নিরাপত্ত এজে💞ন্সি নয় বিসিবি। আমরা এই নিয়ে কার💮ও সঙ্গে কথাও বলিনি। যেহেতু শাকিবের বিষয়টি বিচারাধীন, তাই আমরা এই বিষয়ে বিশেষ কিছু করতে পারব না।’
বিসিবি প্রধান এটাও স্পষ্ট করেছেন যে, তিনি শাকিবকে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেননি বা বলবেন না। তাঁর দাবি, শাকিব ব্যক্তিগত জীবনে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তাই তাঁর যদি মনে হয় যে, এটাই খেলা ছাড়ার সঠিক সময়, তবে সে𝔍ই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।