শুভব্রত মুখার্জি:- ২২ গজ হোক কিংবা তার বাইরে সাধারণভাবে বেশ মাথা ঠান্ডা রাখেন ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কোনও দিন সেই ভাবে তাঁকে মাথা গরম করতে দেখা যায়নি। যতদূর মনে ෴পড়ে শেষবার ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে তাঁকে দেখা গিয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে। সে দিন তৎকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সে দিন ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলে তিনি এবং হনুমা বিহারী ভারতের হয়ে এক অবিশ্বাস্য ড্র ছিনিয়ে এনেছিলেন। আর এই দিন বিশাখাপত্তনমে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল। ওয়াই এস রাজাশে🍌খরা রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ঘটেছে সেই ঘটনাটি।
ঠিক কী হয়েছিল? কী কারণে মাথা গরম করেছিলেন অশ্বিন? কী কথাবার্তা হয়েছিল দিনের শেষে অশ্বিন এবং অনফিল্ড আম্পায়ার মারায়াস ইরাসমাসের সঙ্গে? তবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও পক্ষের তরফে এই বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি। বিশাখাপত্তনমে প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৬। ক্রিজে ছিলেন ওপেনার যশস্বী জসওয়াল এবং রবিচন্দ্রন অশ্বিন। অনবদ𒐪্য ১৭৯ রান করে অপরাজিত রয়েছেন যশস্বী। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অশ্বিন। এদিন প্রথম দিনের খেলা শেষেই ঘটেছে ঘটনাটি। যেখানে রীতিমতো কথা কাটাকাটিতে জড়াতে দেখা গিয়েছে ইরাসমাস এবং অশ🍨্বিনকে।
ঘটনাচক্রে এদিন দিনের শেষ ওভারটি খেলেন রবিচন্দ্রন অশ্বিন। ছটি বল খেলেন তিনি। যার মধ্যে একটি বলে স্লগ সুইপ খেলে একটি বাউন্ডারিও হাঁকান তিনি। দিনের খেলা শেষে ইংল্যান্🌠ডের ক্রিকেটাররা যশস্বী জসওয়ালকে অভিনন্দন জানাচ্ছিলেন। এরপরেই ব্রডকাস্টারদের ক্যামেরা অন্যদিকে ঘুরে যায়। আর তখনই দেখা যায় মাঠেই ইরাসমাস এবং অশ্বিনের মধ্যে কথা হচ্ছে। সেই কথা যে একেবারেই শান্তভাবে হচ্ছিল না তা ক্যামেরাতে ধরা পড়ে। রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় দুজনকে। তবে এর নেপথ্য কারণ কী তা এখনও অজানা। অশ্বিন দিনের শেষে অপরাজিত রয়েছেন ৫ রানে। খেলেছেন ১০টি বল। হাঁকিয়েছেন ১টি চারও।