ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনেই ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। যে কারণেಌ তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। ঘটনাটি ঘটেছে ভারতের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে, যখন রুট স্লিপে শুভমন গিলের একটি ক্যাচ ধরার চেষ্টা ক﷽রেছিলেন। স্পিনার টম হার্টলির করা একটি লেংথ বলে শুভমন গিল শক্ত হাতে খেলার চেষ্টা করেন। যার ফলে স্লিপ কর্ডনে রুটের কাছে একটি ক্যাচ ওঠে। রুট ক্যাচ ধরতে গেলে, তাঁর আঙুলে চোট লাগে। কিন্তু ক্যাচটি তিনি ধরতে পারেননি। যার ফলে সেটি বাউন্ডারি হয়ে যায়।
ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট একটি আপডেটে জানিয়েছিল, ‘তৃতীয় দিনের প্রথম সেশনে স্লিপে ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন জো রুট। এতে তাঁর 🐲ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি চোট পেয়েছেন। ইংল্যান্ডের চিকিৎসক দল তাঁকে চিকিৎসার জন্য আপাতত মাঠের বাইরে রাখবে। এবং বরফ দেওয়া হচ্ছে। এই পর্যায়ে, তিনি কখন মাঠে ফিরবেন, তার কোনও ইঙ্গিত নেই।’
আরও পড়ুন: ইংল্যান্ডের💯 বিরুদ্ধে পরপর দুই টেস্টে ব্যর্থ, তবু কোহলিকে টপকে WTC-তে নতুন🐈 রেকর্ড রোহিতের
যদিও এই সিরিজে এখনও পর্যন্ত জো রুট উল্লেখযোগ্য রান করেননি। তবে তিনি হায়দরাবাদে প্রথম টেস্টে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৭৯ রানে ৪ এবং ৪১ রানে ১ উইকেট নিয়েছিলেন। তবে ব্যাট হাতে হায়দরাবাদে প্রথম টেস্টে তিনি ২৯ ও ২ রানে আউট হয়েছিলেন এবং দ্বিতীয় টেস্টের প্রথম ই𒆙নিংসে মাত্র ৫ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসের আগেই তিনি চোট পেয়ে ছিটকে যান।
আরও পড়ুন: যশস্বীর দ্বিশতরানের পর শুভমনের সে🅘ঞ্চুরি, ২৮ বছর আগের সচিন-সৌরভ নজির ছু෴ঁলেন দুই তরুণ ব্যাটার
তৃতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে জেমস অ্যান্ডারসন বলেছেন, ‘আমার মনে হয🀅় না, উদ্বেগ করার মতো কিছু আছে। আশা করব, আগামীকাল (সোমবার) ও যতটা সম্ভব ভালো থাকবে। কারণ 🍃ব্যাট হাতে ওকে আমাদের প্রয়োজন হবে। তাই ও ব্যাট ধরতে পারছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ।’
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচ🧸ের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংল্যান্ডের চতুর্থ দিনে জয়ের জন্য দরকার ৩৩২ রান। হাতে রয়েছে ৯ উইকেট। তাই জো রুটের ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করাটা সোমဣবার জরুরি। আর ভারতও মরিয়া হয়ে থাকবে ম্যাচ জেতার জন্য। তারা বিশাখাপত্তনমে সমতা ফেরানো ছাড়া দ্বিতীয় ভাবনা ভাবছে না। এখন দেখার, চতুর্থ দিন এই টেস্টের ফল কাদের পক্ষে যায়? ভারত নাকি ইংল্যান্ড?