Ben Stokes on Rehan Ahmed's visa issue: বুধবার সকালে ইংল্যান্ডের তরুণ স্পিনার রেহান আহমেদের ভিসা সমস্যা সমাধানের পর উদ্বিগ্ন ইংল্যান্ড শিবির স্বস্তি প্রকাশ করেছে। তৃতীয় টেস্টের আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন যে ভারত স🎉রকার এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপে রেহানের ভিসা সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছে।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলার পরে ভারত থেকে আবুধাবিতে উড়ে 𒁏গিয়েছিল ইংল্যান্ড ♐দল। ১০ দিনের বিরতির পর ভারতে ফিরে আসার সময় সমস্যায় পড়েছিলেন ইংল্যান্ডের ১৯ বছর বয়সী রেহান আহমেদ। ব্রিটিশ লেগ-স্পিনার ভিসা সমস্যায় পড়েন।
এরপরে ভারত সরকার এবং বিসিসিআই-এর হস্তক্ষেপের কারণে, অল্প সময়ের মধ্যে ইংল্যান্ডর তরুণ লেগ স্পিনার রেহান আহমেদের ভিসা সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। এই কারণেই বুধবার স্বস্তির নিঃশ্বাস ফেলেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার রেহান আহমেদের রাজকোটে আগমনের সময় সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল। তবไে ভারতের বিরুদ্ধে তৃতীয় ಌটেস্ট শুরুর একদিন আগে রেহান আহমেদ তাঁর ভিসা সমস্যা সংক্রান্ত কাগজপত্র ঠিক হয়ে যায় এবং রেহানের খেলা সম্পর্কিত সমস্যা সমাধান হয়ে যায়।
তৃতীয় টেস্টের আগে বেন স্টোকস বলেছিলেন, ‘ভিসার জন্য অপেক্ষা করা সবসময়ই যে কারও জন্য একটি চাপের সময় হয়ে থাকে। তবে সৌভাগ্যক্রমে আমরা আজ সকালে এটি সম্পন্ন করেছি। বিমানবন্দরের লোকেরা তাঁকে প্রাথমিক ভিসা (দুই দিনের জন্য) দিয়ে খুব ভালো কাজ ক🍃রেছিল। এখন বিসিসিআই ও সরকারের সহযোগিতায় তিনি ভিসা পেয়েছেন।’