শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। কেন তিনি শীর্ষে রয়েছেন, তা ফের একবার তিনি বুঝিয়ে দিয়েছেন বিশাখাপত্তনম টেস্টে। কার্যত পাটা উইকেটে ইংল্যান্ড ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন বুমরাহ। প্রথম ইনিংসে নিয়েছেন ছয়টি উইকেট। অনবদ্য রিভার্স সুইং বোলিং করেছেন তিনি। তাঁর বোলিং এতটাই দাগ কেটেছে যে, তাঁর ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডও। বিপক্ষ দলের অধিনায়ক বেন স্টোকসকে বারবার সমস্য෴ায় ফেলেছেন তিনি। ইতিমধ্যেই দুই♏ টেস্টের চার ইনিংসে দু'বার স্টোকসকে বোল্ড করেছেন তিনি। জসপ্রীত বুমরাহকে সামলাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে ইংল্যান্ড অধিনায়কের। আর এমন আবহেই বুমরাহর বিরুদ্ধে স্টোকসের কোথায় সমস্যা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের প্রাক্তন ওপেনার মাইকেল আথারটন।
আরও পড়ুন: হিংসায় জ্বলছে ওরা- পাক প্রাক্তনীর খোঁচꦏা মারা মন্তব্যের জবাবে ধুইয়ে দিলেন শামি
পেসারদের বিরুদ্ধে খারাপ ব্যাটিং করেন না বেন স্টোকস। তার পরেও তাঁকে বারবার সমস্যায় ফেলেছেন জসপ্রীত বুমরাহ। এমন আবহে কোথায় স্টোকসের অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে, তা নিয়ে মুখ খুলেছেন মাইকেল আথারটন। তাঁর মতে, জসপ্রীত বুমরাহের পেস বুঝতে অসুবিধা হচ্ছে বেন স্টোকসের। আর সেই কারণেই সম✃স্যায় পড়ছেন এই বাঁহাতি ব্যাটার। দু'টি টেস্ট ম্যাচ আপাতত খেলা হয়ে গিয়েছে। চার ই♎নিংস মিলিয়ে স্টোকস করেছেন মোট ১৩৪ রান। যার মধ্যে তাঁর সর্বোচ্চ স্কোর ৭০। স্টোকস চার ইনিংসে শুরুটা ভালো করলেও, বড় রান করতে পারেননি।
আরও পড়ুন: রঞ্জি খেলছেন না, কোনও খবর ൲নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী করছ🐼েন ইশান কিষাণ?
এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে আথারটন স্কাই স্পোর্টসে বলেছেন, ‘(বুমরাহের) বলের গতিবেগ বোঝাটা ওর (বেন স্টোকসের) জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন, বল কিছুটা নীচে নেমে গিয়েছে। হয়তো তা হয়েছে বা হয়নি।তবে বল যে ওকে গতিতে পরাস্ত করেছে এটা সত্যি। আমার মনে হয়🔯, বুমরাহের বিরুদ্ধে এই সমস্যাটা ওর (বেন স্টোকসের) হচ্ছে।’ প্রসঙ্গত সিরিজের প্রথম টেস্টে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড দল। হায়দরাবাদ টেস্টে জিতে তারা সিরিজে লিড নেয়। মাত্র ২৮ রানে হায়দরাবাদ টেস্টে জিতেছিল তꦦারা। তবে পরবর্তী বিশাখাপত্তনম টেস্টেই দুরন্ত কামব্যাক করে ভারতীয় দল। তারা ঘুরে দাঁড়িয়ে ভাইজ্যাগ টেস্টে জিতে যায়। ১০৬ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ১-১ ড্র করে ভারতীয় দল।