ধরমশালায় টেস্টে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। একেবারে চালকের আসনে রয়েছে 🐎রোহিত শর্মা ও তাঁর বাহিনী। ২৫৯ রানের মতো বড় ব্যবধানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় ভারত। অন্যদিকে, লিড টপকাতে নেমে ইতিমধ্যেই ১০০ রানের গণ্ডি পেরোতেই অর্ধেক দল ফিরে গিয়েছে প্যাভিলিয়নে। মধ্যাহ্নভোজ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১০৩। মনে করা হচ্ছে যে তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যেতে পারে।
তবে এরই মাঝে ম্যাচ চলাকালীন ঘটে একটি মুহূর্ত যা দেখে রীতিমত আনন্দে ফেটে পড়ে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকেরা। একটি কথোপকথন ধরা পড়ে শততম টেস্ট খেলা ইংল্যান্ডের ক্রিকেটারౠ জনি বেয়ারস্টো ও শুভমন গিল, সরফরাজ খান ও ধ্রুব জুরেলের মধ্যে। চোখের নিমেষেই সেটি ছড়িয়ে পড়ে চারিদি𓄧কে। এরপরই পড়তে শুরু করে বেশকিছু মজাদার কমেন্ট।
শনিবার, অর্থাৎ ৯ মার্চ তৃতীয় দিনের খেলা খেলতে নামে দুই দল। ৮ উইকেটে ৪৭৩ রান নিয়ে খেলতে নেমে ৪৭৭ রান করে অলআউট হয়ে যায় ভারত। ৫ উইকেট তোলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। লিড টপౠকানোর লক্ষ্যে নেমে শুরুটা একেবারেই ভালো হয় না ইংল্যান্ডের। পড়তে শুরু করে একের পর এক উইকেট। সৌজন্যে, সেই প্রথম ইনিংসের মতো, স্পিন ম্যাজিক। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ১০৩, যার মধ্যে চারটি উইকেট তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন।
তবে ম্যাচ চলাকালীন ঘটে একটি ঘটনা যা রীতিমতো হইচই ফেলে দেয় চারিদিকে। তখন চলছিল ১৮তম ওভার এবং বোর্ডে রান তিন উইকেটে ৯০ এবং স্ট্রাইকে ছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। সেই মুহূর্তে তাঁকে শুভমন গিলকে বলতে শোনা যায়, 'তুমি জিমিকে কি বলেছিলে ক্লান্ত হয়ে যাওয়াতে এবং তারপরেই ও তোমায় আউট করল?' তার পরিপ্রেক্ষিতে গিল বলেন, 'তো কি হয়েছে? আমি অন্তত শতরান তো করেছি⛄। তুমি এখানে এসে কটা শতরান পেয়েছ?' পাল্টা বেয়ারস্টো প্রশ্ন করে, 'তুমি ইংল্যান্ডে গিয়ে কটা পেয়েছ?' ঠিক তারপরই সারফারাজ খানকে বলতে শোনা যায়, 'একটু রান কি বানিয়ে নিয়েছে যে বেশি নাচতে শুরু করেছে।'
মুহূর্তের মধ্যে এটি ভাইরাল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে✱। সকলেই করতে শুরু করেন কমেন্ট। অধিকাংশ ক্রিকেটপ্রেমীই সরফরাজ খানের সুরে সুর মেলায় এবং দাবি করে যে সামান্য রান পেয়েই নিজেকে বেশি মনে করতে শুরু করেছেন জনি বেয়ারস্টো। অনেকে আবার আগাম শুভেচ্ছা জানান টিম ইন𓃲্ডিয়াকে। সবমিলিয়ে, এই ভিডিয়ো দৃষ্টি আকর্ষণ করেছে সকল ক্রিকেটপ্রেমীর। এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে টিম ইন্ডিয়া।