শুভব্রত মুখার্জি:- ধরমশালা✃তে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ। সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ইংল্যান্ড দল। তবে এই টেস্ট তাদের কাছে সম্মানের লড়াই। বেন স্টোকসরা স্বাভাবিকভাবেই এই টেস্ಞটে জিতে সিরিজের ফল ৩-২ করতে চাইবেন। সেই লক্ষ্যেই এদিন ধরমশালাতে মাঠে নেমেছিল ইংল্যান্ড দল।
এই ম্যাচের দলে তাদের করা পরিবর্তনের অন্যতম হল পেসার মার্ক উডের প্রথম একাদশে সুযোগ পা🔯ওয়া। গত টেস্টে বল হাতে অতিব সাদামাটা পারফরম্যান্স করেছিলেন ওলি রবিনসন। তাঁর জায়গাতেই এই টেস্টে খেলানো হচ্ছে মার্ক উডকে। তাঁর অতিরিক্ত গতিকে ব্যবহার করে ভারতীয় ব্যাটারদের বিব্রত করাই ছিল বেন স্টোকসের লক্ষ্য। তবে এই গতিই যেন মার্ক উডের কাছে কাল হল। তাঁর গতিকে কাজে লাগিয়ে এক চোখ ধাঁধানো ছয় হাঁকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এমনিতেই ক্রিকেটের ২২ গজে অন্যতম ভালো হুকার বা পুলার হিসেবে পরিচিত ভারত অধিনায়ক। কখ🧔নও গতিকে ভয় পান না। পিছপা হন না হুক বা পুল শট খেলতে। যার ফের একবার উদাহরণ পাওয়া গেল ধরমশালাতে চলতি টেস্টে। মার্ক উডের করা দুরন্ত গতির বলের গতিকে কাজে লাগিয়ে সুন্দর হুক শটে বলকে বাউন্ডারির ওপারে পাঠালেন ভারত অধিনায়ক।
মার্ক উডের ক꧃রা ১৫১ কিলোমিটার প্🥃রতি ঘন্টায় করা বলকে অবলীলায় হুক করে ছক্কা হাঁকালেন রোহিত। দ্রুতগতির বলের একেবারে তলায় তাঁর ব্যাটকে নিয়ে এসে বলকে একেবারে বাউন্ডারির ওপারে ফেললেন ভারত অধিনায়ক।
এদিন ইংল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র ২১৮ রানে অলআউট হয়ে যায়। ৫৭.৪ ওভারেই গুটিয়ে যায় তারা। এরপর ব্যাট করতে নেমে ব্যাজবলের ঢঙে ব্যাট করেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। যশস্বী 🀅৫৮ বলে ৫৭ করে আউꦑট হয়েছেন। আউট হওয়ার আগে শোয়েব বশিরকে এক ওভারে তিনটি ছক্কাও হাঁকান তিনি।
অন্যদিকে দিন শেষে ক্রিজে অপরাজিত থাকেন রোহিত শর্মা। রোহিত করেছেন ৮৩ বলে ৫২ রান। তাঁর ইনিংসে এখন পর্যন্ত তিনি মেরেছেন দুটি ছয় এবং ছটি চার।ক্রিজে তাঁর সঙ্গে অপরাজিত থাকেন গত ম্যাচের নায়ক শুভমন গিল। তাঁর রান ২৬। দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১৩৫ রান। ইংল্যান্ডের﷽ প্রথম ইনিংসের স্কোর ২১৮ রান থেকে তারা পিছিয়ে মাত্র ৮৩ রানে।