✃শুভব্রত মুখার্জি:- চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে কার্যত অনভিজ্ঞ স্পিনারদের খেলাচ্ছে ইংল্যান্ড দল। তাদের অন্যতম অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ এই সিরিজে প্রথমে দলে ছিলেন। তবে হায়দরাবাদ টেস্টে তিনি হাঁটুতে গুরুতর চোট পান। প্রথম টেস্টে খেললেও এরপর গোটা সিরিজ থেকেই ছিটকে যান তিনি।
তাঁর অনুপস্থিতিতে এই মুহূর্তে দলের স্পিন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন বাঁহাতি স্পিনার টম হার্টলি এবং ডানহাতি স্পিনার শোয়েব বশির। চতুর্থ টেস্টে রাঁচিতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচে ইংল্♊যান্ডকে লিড এনে দিয়েছেন শোয়েব। প্রথম শ্রেণীর ক্রিকেটে ঘটনাচক্রে এটাই শোয়েবের প্রথম এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া। আর তা নিয়েই তিনি এক নজির সৃষ্টির তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন।
ইংল্যান্ডের হয়ে সবথেকে ক🔜ম বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়ার তালিকায়🐟 জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন রেহান আহমেদ। যিনি এই সিরিজে প্রথম তিনটি টেস্টে খেললেও শেষ দুই টেস্টে থাকছেন না। ২০২২ সালে তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৮ বছর ১২৮ দিন বয়সে এক ইনিংসে সবচেয়ে কম বয়সে ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন।
রাঁচির ভারত বনাম ইংল্যান্ড🥃 চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শোয়েব বশির। তিনি ২০ বছর ১৩৫ দিনে ভারতের বিরুদ্ধে ২০২৪ সালে রাঁচিতে এই কৃতি𒆙ত্ব অর্জন করলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিল ভোস। তিনি ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বছর ১৮২ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। তিনি ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০ বছর ২৯৮ দিন বয়সে এই কৃতিত্ব গড়েছিলেন।
প্রসঙ্গত শোয়েব বশিরের এই চলতি সিরিজেই লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটেছে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে সিরিজে খেলার আগে মাত্র দুটি টেস্ট খেলেছিলেন রেহ🍨ান আহমেদ। তিনি ২০২২ সালে ইংল্যান্ডের হয়ে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলেছিলেন।তারপরে ভারতের বিরুদ্ধে সিরিজে খেলেন তিনি।
PSL 2❀024: ব্যর্থ হল দাসেনের সেঞ্চুরি, ‘৪১৪ রানের’ রুদ্ধ✱শ্বাস ম্যাচে আফ্রিদিদের হারালেন বাবর আজমরা