টি-টোয়েন্টি বিশ𓆉্বকাপ ২০২৪-এর ১৯তম ম্যাচে নিউইয়র্কের ওয়েস্টবারির নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই লো স্কোরিং ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছিল পাকিস্তান। এরপরেই সমালোচনার ঝড় আছড়ে পড়েছে বাবর আজমদের দিকে। এই হারের পর পাকিস্তান দলের সিনিয়র ক্রিকেটারদের একহাত নেন ওয়াসিম আক্রম। এই হারের জন্য বাবর আজমদের কটাক্ষ করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।
স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে ওয়াসিম আক্রম বলেন, ‘তারা ১০ বছর ধরে ক্রিকেট খেলছে এবং আমি তাদের কখনই নতুন করে কিছু শেখাতে পারব না। রিজওয়ান নিজের খেলা সম্পর্কে সচেতনতা নন।’ আপাতদৃষ্টিতে🦹 ১২০ রানের একটি লো স্কোরিং লক্ষ্য তাড়া করতে গিয়ে, পাকিস্তান ১৪ ওভারের পরে ৮০ রানে তিন উইকেট হারিয়েছিল। এই সময়ে বুমরাহর একটি স্পেল পাকিস্তান দলকে উপর থেকে নীচে নামিয়ে নিয়ে আসে।
রিজওয়ান ভুল করেছেন-
এই সময়ে বুমরাহ পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার মহম্ꦜমদ র🌸িজওয়ানকে ৩১ রানে আউট করেন। এই বিষয় নিয়ে ওয়াসিম আক্রম বলেন, ‘তার জানা উচিত ছিল যে বুমরাহকে উইকেট নেওয়ার জন্য বল দেওয়া হয়েছিল এবং বুদ্ধিমানের কাজ হত যদি তার ডেলিভারিগুলো সাবধানে খেলত। কিন্তু রিজওয়ান একটি বড় শট নিতে গিয়ে তার উইকেট হারান।’
ইফতেখার আহমেদ ও ফখর জামানের ওপর চটেছেন ওয়াসিম আক্রম। ভারত ১৯ ওভারে ১১৯ রানে আউট হওয়ার পর, পাকিস্তান লো স্কোরিং থ্রিলারে ২০ ওভারে ১১৩ রানে সাত উইকেট হারায় ও ম্যাচটি ছয় রানে হারে। ভারতের ছয় রানের জয় ২০২২ সালের রানার্সআপ পাকি🐲স্তানকে গ্রুপ পর্ব থেকে ব🔯িদায়ের দ্বারপ্রান্তে ফেলেছে। এই বিষয়ে ওয়াসিম আক্রম বলেন, ‘ইফতিখার আহমেদ লেগ সাইডে একটি শট ছাড়া আর কোনও শট খেলতে জানেন না মনে হয়। তিনি বছরের পর বছর ধরে দলের একজন অংশ ছিলেন কিন্তু ব্যাট করতেই জানেন না।’
আরও পড়ুন… IND vs🍌 PAK: এ কেমন๊ পোশাক! বিরাট থেকে বাবর, গেইলের বিশেষ ব্লেজারে সই করলেন দুই দেশের ক্রিকেটাররা
এরপরে ওয়াসিম আক্রম বলেন, ‘আমি গিয়ে বলতে পারব না যে সচেতনতার সঙ্গে খেলুন ফখ✨র জামান। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করেন তারা ভালো পারফর্ম না করলে কোচদের বদলে দেওয়া হবে, তাদের কিছুই যাবে আসবে না। কোচ রাখার এবং পুরো দল পরিবর্তন করার সময় এসেছে।’
বাবর ও শাহিনের ওপর চটেছেন আক্রম
ওয়াসিম আক্রম আরও প্রকাশ করেছেন🐠 যে বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি অধিনায়কত্ব পরিবর্তনের পর থেকে কথা বলছেন না। তিনি বলেন, ‘এমন খেলোয়াড় আছে যারা একে অপরের সঙ্গে কথা বলতে চায় না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর আপনারা আপনার দেশের হয়ে খেলছেন। এই খেলোয়াড়দের বাড়িতে বসিয়ে দিন।’
এটি ছিল পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে ডিফেন্ড করা দ্ব🌠িতীয় সর্🧸বনিম্ন স্কোর। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও আটটি ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে ভারত। মাত্র একটি ম্যাচে জিতেছে পাকিস্তান দল।