ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টি-২০ স্কোয়াডে রয়েছে রীতিমতো চমক। বিরতি কাটিয়ে ভারতের বিরুদ্ধে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দুই পেসার মারকো জানসেন ও জেরাল্ড কোয়েটজি। জানসেন দক্ষিণ আফ্রিকার হয়ে শেষবার টি-২০ খেলেন বিশ্বকাপে𒁃। কোয়েটজি গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপান।
ভাꦅরতের বিরুদ্ধে টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা বিশ্রাম দিয়েছে দুই তারকা পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই রাবাদাদের চার ম্যাচের 🍎এই টি-২০ সিরিজ থেকে সরিয়ে রাখা হয়েছে।
বোর্ডের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে💯 জায়গা হয়নি তারকা পেসার এনরিখ নরকিয়ার। এ💧কই কারণে স্কোয়াডে নেই তারকা পেসার তাবরেজ শামসি।
যদিও এর পরেও এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াডে তারকার অভাব নেꦏই। ভারতের বিরুদ্ধে এই সিরিজে মাঠে নামবেন ধ্বং🦂সাত্মক মেজাজের এনরিখ ক্লাসেন। অভিজ্ঞ ডেভিড মিলারকেও দেখা যাবে টি-২০ সিরিজে। অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজেরও নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে। ক্লাসেন, মিলার ও মহারাজকে আমিরশাহি সফরের সাদা বলের স্কোয়াড থেকে সরিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা।
দুই টপ অর্ডার ব্যাটার রিজা হেনড্রিক্স ও রায়ান রিকেলটন যথারীতি জায়গা পেয়েছেন ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে। স্কোয়াডে রয়েছেন দুই আনক্যাপড প্লেয়ার। অল-রাউন্ডার মিলালি এমপংওয়ানা ও অ্যান্ডিল সিমলেনকে এই সিরিজে যাচাই করতে চায় দক্ষিণ আফ্রিকা। ঘরোয়া টি-২০ চ্যালেঞཧ্জ টুর্নামেন্টে বিস্তর উইকেট নিয়েছেন দু'জনে। স্কোয়াডে রয়েছেন ডোনোভন ফেরেইরা, প্যাট্রিক ক্রুগার ও ত্রিস্তান স্টাবস। স্কোয়াডে রয়েছেন এনকাবা পিটার এবং ওটনেল বার্টম্যানও।
আগামী ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিক🎃া সফরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামবে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল। সিরিজের পরবর্তী তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে যথไাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।