India vs West Indies 4th T20I Live Score: হেতমায়েরের লড়াকু হাফ-সেঞ্চুরির সুবাদে ভারতের সামনে জয়ের জন্য চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে শুভমন গিল ও যশস্বী জসওয়ালের যুগলবন্দিতে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায় ভারত।
সির♕িজের প্রথম ২টি টি-২০ ম্যাচ হেরে ভারত খাদের কিনারায় দাঁড়িয়ে যায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ফলে তারা ৫ ম্যাচের সিরিজে ২-২ সমত✅া ফেরায়। যদিও মাথার উপর থেকে আশঙ্কার কালো মেঘ এখনও দূর হয়নি ভারতের। সিরিজের শেষ টি-২০ ম্যাচ হারলেই ২০ ওভারের ফর্ম্যাটে সিরিজ হেরে দেশে ফিরতে হবে হার্দিক পান্ডিয়াদের। একই মেরুতে দাঁড়িয়ে ক্যারিবিয়ান দল। তারা শেষ ম্যাচ হারলে টেস্ট ও ওয়ান ডে-র পরে টি-২০ সিরিজও খোয়াবে।
12 Aug 2023, 11:43 PM IST
ম্যাচের সেরা যশস্বী
১১টি চার ও ৩টি ছক্ꦓকার সাহায্যে ৫১ বলে অপরাজিত ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল।
12 Aug 2023, 11:26 PM IST
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ভারতের
১৮তম ওভারে বল করতে আসেন রোমারিও শেফার্ড। 𒈔তবে শুরুতেই ওয়াইড বল করেন তিনি। সঙ্গে দৌড়ে ১ রান সংগ্রহ করেন দুই ভারতীয় তারকা। ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৯ রান সংগ্রহ করে নেয়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরান হার্দিক পান্ডিয়ারা। সিরিজের শেষ টি-২০ ম্যাচটি এখন ফাইনালের রূপ নিয়েছে। যশস্বী জসওয়াল ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৭ রান করে নট-আউট থাকেন তিলক বর্মা।
12 Aug 2023, 11:22 PM IST
জিততে ৩ ওভারে ২ রান দরকার ভারতের
১৭তম ওভারে হোল🌄্ডারের বলে ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে ৭ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭৭ রান🐻। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২ রান দরকার টিম ইন্ডিয়ার।
12 Aug 2023, 11:14 PM IST
শুভমন গিল আউট
১৬তম ওভারে রোমারিও শেফার্ডের প্রথম বলে ছক্কা মারেন শুভমন গিল। শেষমেশ ১৫.৩ ওভারে শেফার্ডের বলে শাই হোপের হাতে ধরা পড়েন গিল। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৭ রান করে আউট হন শুভমন। ভারত ১৬৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। ওভারের শেষ বলে চার মারেন জসওয়াল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৭০ রান। জয়ের জন্য ৪ ওভারে ৯ রান দরকার টিম ইন্ডিয়🐓ার। জসওয়াল ৮৩ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 11:10 PM IST
৫ ওভারে ২২ রান দরকার ভারতের
১৫তম ওভারে ৬ রান খরচ করেন জেসন হোল্ডার।🗹 টিম ൲ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ১৫৭ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ২২ রান প্রয়োজন ভারতের। শুভমন গিল ৬৯ ও যশস্বী জসওয়াল ৭৯ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 11:05 PM IST
১৫০ টপকাল টিম ইন্ডিয়া
১৪তম ওভারে ওবেদ ম্যাককয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন যশস্বী জসওয়াল। ওভারে ১৩ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেট♚ে ১৫১ রান। যশস্বী ৭৮ ও শুভমন ৬৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৬ ওভারে ২৮ রান দরকার ভারতে𓂃র।
12 Aug 2023, 11:01 PM IST
স্মিথের ওভারে জোড়া ছক্কা
১৩তম ওভারে ওডিন স্মিথের প্রথম বলে ছক্কা মারেন শুভমন গিল। চতুর্থ বলে গিলকে এলবিডব্লিউ আউট দে♏ন আম্পায়ার। তবে তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। শেষ বলে ছক্কা মারেন যশস্বী। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্𓂃কোর বিনা উইকেটে ১৩৮ রান। শুভমন গিল ৬৩ ও যশস্বী জসওয়াল ৬৭ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:53 PM IST
সুইচ হিটে ছক্কা যশস্বীর
১১.৬ ওভারে আকিল হোসেনের বলে সুইচ হিটে ছক্কা♍ মারেন যশস্বী জসওয়াল। ওভারে ১০ রান ওঠে। ১২▨ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৩ রান। যশস্বী ৬১ রানে ব্যাট করছেন। ৫৫ রান করেছেন শুভমন গিল।
12 Aug 2023, 10:48 PM IST
হাফ-সেঞ্চুরি যশস্বী জসওয়ালের
৯টি বাউন্ডারির সাহায্যে 💜৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১১ ওভার শেষে ভারতের স্কোꩲর বিনা উইকেটে ১১৩ রান। যশস্বী ৫৪ ও গিল ৫২ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:44 PM IST
ঝোড়ো হাফ-সেঞ্চুরি গিলের
৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শুভমন গিল। ১০.২ ✱ওভারে পাওয়েলের বলে ২ রান নিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান শুভমন।
12 Aug 2023, 10:39 PM IST
১০০ ছুঁল ভারত
দশম ওভারে ৭ রান খরচ করে আকিল হোসেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০০ রান। সুতꦅরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ভারতের দরকার ৭৯ রান। শুভমন গিল ৪৯ ও যশস্বী জসওয়াল ৪৭ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:34 PM IST
শেফার্ডকে বাউন্ডারি জসওয়ালের
নবম ও💟ভারে রোমারিও শেফার্ডের বলে ১টি চার মারেন যশস্বী জসওয়াল। ওভারে ৯ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৩ রান। যশস্বী ৪৪ ও শুভমন গিল ৪৫ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:28 PM IST
আকিলকে বাউন্ডারি গিলের
অষ্টম ওভারে আকিল হোসেন🍷ের বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ৯ রান ওঠে। ৮ ওভার শেষে ভ♍ারতের স্কোর বিনা উইকেটে ৮৪ রান। গিল ৪৩ ও জসওয়াল ৩৭ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:24 PM IST
হোল্ডারকে বাউন্ডারি গিলের
সপ্তম ওভারে জেসন হোল্ডারের বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ৯ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭♕৫ রান। গিল ৩৭ ও যশস্বী ৩৪ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:20 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ওডিন স্মিথের বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন শ🌠ুভমন গিল। ওভারে ১৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৬ রান। গিল ৩০ ও যশস্বী ৩৩ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:14 PM IST
৫০ ছুঁল ভারত
৫ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে 𒊎ভারত। পঞ্চম ওভারে রোমারিও শেফার্ডের বলে ২টি চার মারেন যশস্বী জসওয়াল। ওভারে ১৩ রান ওঠে। ভারতের স্কোর বিনা উইকেটে ৫০। যশস্বী ১৯ বলে ৩৩ রান করেছেন। মেরেছেন ৭টি চার। গিল ১১ বলে ১৪ রান করেছেন। মেরেছে𒊎ন ১টি ছক্কা।
12 Aug 2023, 10:10 PM IST
ওবেদকে ছক্কা হাঁকালেন গিল
চতুর্থ ওভারে বল করতে আসেন ওবেদ ম্যাককয়। পঞ্চম বলে ছক্কা মারেন গ💖িল। ওভারে ৯ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। যশস্বী ২৪ ও গিল ১২ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:04 PM IST
হোল্ডারের ওভারে ৩টি বাউন্ডারি যশস্বীর
তৃতীয় ওভারে বল করতে আসেন জেসন হোল্ডার। তাঁর বলে ৩টি চার মারেন যশস্বী জসওয়াল। ওভারে ১২ র❀ান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৮ রান। যশস্বী ২৪ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 10:01 PM IST
আকিলের ওভারে ৬ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আকিল হোসেন। তাঁর ওভারে ৬ রান ওঠে। ২ꦦ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ১২ রান করেছেন জসওয়াল। ৪ রান করেছেন🀅 গিল।
12 Aug 2023, 09:56 PM IST
প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি যশস্বীর
শুভমন গিলের সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন ওবেদ ম্যাককয়। ওভ🔯ারের প্রথম ও শেষ বলে জোড়া বাউন্ডারি মারেন যশস্বী। প্রথম ওভারে ১০ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। ১০ রান🧸ই আসে যশস্বীর ব্যাট থেকে।
12 Aug 2023, 09:40 PM IST
ভারতকে চ্যালেঞ্জি টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওভারে আর্শদীপের তৃতীয় বলে চার মারেন আকিল হোসেন। শেষ বলে ছক্কা হাঁকান ওডিন স্মিথ। ১টি উইকেট পড়লেও শেষ ওভারে ১৭ রান ওঠে। নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ 🏅করে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৭৯ রান। স্মিথ ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ৫ রান করেন আকিল। আর্শদীপ ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি উইকেট দখ🐈ল করেন।
12 Aug 2023, 09:35 PM IST
আর্শদীপের তৃতীয় শিকার হেতমায়ের
শেষ ওভারে আর্শদীপ সিংয়ের প্রথম বলেই ছক্কা মারেন শিম♌রন হেতমায়ের। দ্বিতীয় বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬১ রান করেন হেতমায়ের। ওয়েস্ট ইন্ডিজ১৬৭ রানে ৮ উইকেট হা🎀রায়। ব্যাট করতে নামেন আকিল হোসেন।
12 Aug 2023, 09:32 PM IST
মুকেশের ওভারে ৮ রান
১৯তম ওভারে ৮ র🤪ান খরচ করেন মুকেশ কুমার। ১টি চার মারেন হেতমায়ের। ওয়েস্ট ইন্ডিজের ౠস্কোর ৭ উইকেটে ১৬১ রান। ৫৫ রানে ব্যাট করছেন হেতমায়ের। মুকেশ ৩ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 09:27 PM IST
হাফ-সেঞ্চুরি হেতমায়েরের
২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিমরন হেতমায়ের। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর♈ ৭ উইকেটে ১৫৩ রান। হেতমায়ের ৫০ ও স্মিথ ৬ রানে♌ ব্যাট করছেন। আর্শদীপ ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 09:20 PM IST
কুলদীপের বোলিং কোটা শেষ
১৭তম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি ছক্কা মারেন শিমর♔ন হেতমায়ের। ওভারে ১২ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১৪৪ রান।🉐 ৪৬ রানে ব্যাট করছেন হেতমায়ের। কুলদীপ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 09:12 PM IST
মুকেশের বলে বোল্ড হোল্ডার
১৫.৩ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জেসন হোল্ডার। ৪ বলে ৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১২৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওডিন স্মিথ। ওভারের চতুর্থ বলে ফ্রি-হিটে ছক্কা মারেন হেতমায়ের। ⭕১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১৩২ রান। হেতমায়ের ৩৬ রানে ব্যাট করছেন। মুকেশ ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 09:07 PM IST
শেফার্ডকে ফেরালেন অক্ষর
১৫তম ওভারে অক্ষর প্যাটেলের প্রথম বলে ছক্কা মারেন রোমারিও শেফার্ড। দ্বিতীয় বলে আউট 💯হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে ৯ রান করে স্যামসনের দস্তানায় ধরা পড়েন শেফার্ড। ১১৮ রানে ৬ উইকেট হারায় ওয়েস𝓰্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ১২১ রান। ২৮ রানে ব্যাট করছেন হেতমায়ের। অক্ষর ৪ ওভারে ৩৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 09:04 PM IST
মুকেশের ওভারে ৬ রান
১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন মুকেশ কুমার। তিনি নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করেন। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১১২ রান। ২৭ রানে ব্যাট করছেন হেতম🤪ায়ের।
12 Aug 2023, 08:57 PM IST
হোপকে ফেরালেন চাহাল
নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন শাই হোপ। ১২.৫ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন তিনি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৫ রান করে ম🧸াঠ ছাড়েন হোপ। ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোমারিও শেফার্ড। চাহাল ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ২৪ রানে ব্যাট করছেন হেতমায়ের।
12 Aug 2023, 08:53 PM IST
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১২তম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই ছক্কা মারেন হেতমায়ের। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ಌওভারে ১৪ রান ওঠে। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১🌺০২ রান। হোপ ৪৩ ও হেতমায়ের ২২ রানে ব্যাট করছেন।
12 Aug 2023, 08:49 PM IST
কুলদীপকে বাউন্ডারি হেতমায়েরের
১১তম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি চার মারেন শিমরন হেতমায়ের। ওভারে ৯ রান ওঠে। ১১ ওভার শেষে ওয়ে𓂃স্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৮৮ রান। হোপ ৪০ রানে ব্যাট করছেন। কুলদীপ ৩ ওভ𝓰ারে ১৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 08:41 PM IST
চাহালের ওভারে চার-ছক্কা হোপের
দশম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শাই হোপ। ওভারে ১৪ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৭৯ রান। হোপ ২১ বলে ৩৭ রান করেছেন। ৫ রানে ব্যাট করছেন হেতমায়ের। চাহꦯাল ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
12 Aug 2023, 08:38 PM IST
কুলদীপের ওভারে ২ রান
নবম ওভারে পুনরায় বল করতে আসেন কুলদীপ যাদব। তিনি মাত্র ৩ রান খরচ করেন। ৯ ওভাꦰর শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৬৫ রান। হোপ ২৫ ও হেতমায়ের ৩ রানে ব্যাট করছেন। কুলদীপ ২ ওভারে ৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 08:35 PM IST
চাহালের ওভারে ৫ রান
অষ্টম ওভারে ৫ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৬২ রান। হোপ ২৪ রানে ব্যাট করছেন। চ♔াহাল ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
12 Aug 2023, 08:30 PM IST
পাওয়েলকে ফেরালেন কুলদীপ
নিজের প্রথম ওভারেই পুরান ও পাওয়েলকে ফেরালেন কুলদীপ যাদব। ৬.৫ ওভারে কুলদীপের বলে গিলের হাতে ধরে পড়েন রোভম্যান। ৩ বলে ১ রান করেন তিনি। ৫৭ রানে ৪ উইকেট হারায় ওয়েﷺস্ট ইন্ডিজ। ব্যাট করতে 🐷নামেন হেতমায়ের। কুলদীপ ১ ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ২০ রানে ব্যাট করছেন শাই হোপ।
12 Aug 2023, 08:27 PM IST
পুরানকে ফেরালেন কুলদীপ
সপ্তম ওভারে প্রথমবার বল করতে আসেন কুলদীপ যাদব। তিনি প্রথম বলেই সাজঘরে ফꦗেরেন নিকোলাস পুরানকে। ৬.১ ওভারে কুলদীপের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন পুরান। ৩🦹 বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল।
12 Aug 2023, 08:22 PM IST
কিংকে ফেরালেন আর্শদীপ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। তৃতীয় বলে🦂 ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে ৫০ রানের গণ্ডি পার করান ব্র্যান্ডন কিং। ৫.৪ ওভারে আর্শদীপের বলে কুলদীপের হাতে ধরা পড়েন কিং। ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫৪ রানে ২ উ🎉ইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৫ রান। আর্শদীপ ২ ওভারে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
12 Aug 2023, 08:20 PM IST
অক্ষরের ওভারে চার-ছক্কা হোপের
পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন অক্ꦛষর প্যাটেল। তাঁর বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন শাই হোপ। ওভারে ১২ রান ওঠে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪৮ রান। হোপ ১৯ ও কিং 🌌১২ রানে ব্যাট করছেন। অক্ষর ৩ ওভারে ৩০ রান খরচ করেছেন।
12 Aug 2023, 08:18 PM IST
খরুচে শুরু চাহালের
নিজের প্রথম ওভারেই উইকেট নেওয়া আর্শদীপকে ইনিংসের চতুর্থ ওভারে আর বল করতে পাঠা𓃲ননি হার্দিক। বদলে চতুর্থ ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ওভারে ১টি ছক্কা🙈 মারেন কিং এবং ১টি চার মারেন হোপ। ওভারে ১৩ রান ওঠে। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৩৬ রান।
12 Aug 2023, 08:15 PM IST
টাইট ওভার অক্ষরের
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন অক্ষর প্যাটেল। তিনি মাত্র ৪ রান খরচ করেন। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন𒁏্ডিজের স্কোর ১ উইকেটে ২৩ রান। অক্ষর ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
12 Aug 2023, 08:09 PM IST
মায়ের্সকে ফেরালেন আর্শদীপ
দ্বিতীয় ওভারে বল করত🍰ে আসেন আর্শদীপ সিং। তৃতীয় বলে চার মারেন মায়ের্স।ไ চতুর্থ বলে ব়্যাম্প শট খেলতে গিয়ে কিপার স্যামসনের দস্তানায় ধরা পড়েন কাইল। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন মায়ের্স। ওয়েস্ট ইন্ডিজ ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাই হোপ।
12 Aug 2023, 08:04 PM IST
আগ্রাসী শুরু ওয়েস্ট ইন্ডিজের
কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে বোলিং শুরু করেন অক্ষর প্যাটেল। তৃতীয় বলে ছক্কা মেরে খাতা খোলেন মায়ের্স। চতুর্থ বলে ৩ রান নেন তিনি।ౠ পঞ্চম বলে ১ রান নেন কিং। শেষ বলে চার মারেন মায়ের্স। প্র𒅌থম ওভারে ১৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রান করেছেন মায়ের্স।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টস হারল ভারত। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক রোভম্যান পাওয়েল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ফ্লোরিডায় রান তাড়া করব🧜ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। টিম ইন্ডিয়া গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
12 Aug 2023, 06:56 PM IST
মরণ-বাঁচন ম্যাচ ভারতের
৫ ম্যাচের সিরিজের প্রথম ২টি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয়🐷 ম্যাচ জিতে সিরিজে ব্যবধান কমিয়েছে ভারত। সুতরাং, ওয়েস্ট ইন্ডিজ আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই অবস্থায় চতুর্থ টি-২০ ম্যাচ হারলেই সিরিজ খোয়াতে হবে হার্দিকদের। তাই আরও 𝔉একটি মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত।
12 Aug 2023, 06:51 PM IST
তৃতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫꧃ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। ব্র্যান্ডন কিং ৪২ ও রোভম্যান পাওয়েল ৪০ রান করেন। ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব ৮৩ ও তিলক বর্মা ৪৯ রান করেন। ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ম্যাচের সেরা হন সূর্যকুমার।
12 Aug 2023, 06:51 PM IST
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে🍒 শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বর্মা ৫১, ইশান কিষান ২৭ ও হার্দিক পান্ডিয়া 🥀২৪ রান করেন। ২টি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নিকোলাস পুরান ৬৭, শিমরন হেতমায়ের ২২ ও রোভম্যান পাওয়েল ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন পুরান।
12 Aug 2023, 06:51 PM IST
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতেꦛ শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত♒ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূর্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।