বাংলা নিউজ > ক্রিকেট > IND vs WI Final T20I: ১৭ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হার ভারতের
IND vs WI Final T20I: ১৭ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হার ভারতের
1 মিনিটে পড়ুন Updated: 14 Aug 2023, 12:58 AM ISTAbhisake Koley
India vs West Indies 5th T20I Live Score: সূর্যকুমার যাদবের লড়াকু হাফ-সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ছোটখাটো টার্গেট ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া। ব্র্যান্ডন কিংয়ের দাপুটে অর্ধশতরানে ভর করে ক্যারিবিয়ান দল অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
কার্যত কোনওরকম প্রতিরোধ ছাড়🌺াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দখল নেয় ভারত। ওয়ান ডে-তে তবু কিছুটা পালটা লড়াই চালায় ক্যারিবিয়ান দল। যদিও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিততে বিশেষ অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। তবে ৫ ম্যাচে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মরিয়া লড়াই চালায়। প্রথম ২টি টি-২০ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই সিরিজে ২-০ লিড নেয়। পরের ২টি ম্যাচ জিতে ভারত সিরিজে ২-২ সমতা ফেরায়। স্বাভাবিকভাবেই উত্তেজক রূপ নেয় ২০ ওভারের সিরিজ। নির্ণায়ক হয়ে দাঁড়ায় পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ। শেষমেশ ফাইনাল ম্যাচ জিতে টি-২০ সিরিজের ট্রফি হাতে তোলে ওয়েস্ট ইন্ডিজ।
14 Aug 2023, 12:58 AM IST
সিরিজের সেরা পুরান
৫ ম্যাচে সাকুল্যে ১৭৬ রান সংগ্রহ করে টি-২০ সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জে𝐆তেন নিকোলাস পুরান।
14 Aug 2023, 12:56 AM IST
ম্যাচের সেরা শেফার্ড
৪ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ওয়েস্ট ইন্ডিজের🎃 রোমারিও শেফার্ড।
14 Aug 2023, 12:40 AM IST
হতাশাজনক নজির ভারতের
জিতলে একাধিক রেকর্ড গড়ত ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ হেরে হতাশাজনক নজির গড়ে টিম ইন্ডিয়া। সব ফর্ম্যাট মিলিয়ে ১৭ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে অন্তত 🐟তিন ম্যাচের কোনও দ্বিপাক্ষিক সিরিজ হাতে টিম ইন্ডিয়া। এর আগে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও দ্বিপাক্ষির সিরিজ হেরেছিল ২০০৬ সালে। সেবার ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল।
14 Aug 2023, 12:33 AM IST
দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের
১৮তম ওভারে যশস্বী জসওয়ালের প্রথম ৫ বলে ৫ রান সংগ্রহ করে স্কোর লেভেল করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান শাই হোপ। ভারতের ৯ উইকেটে ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১꧋৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ম্যাচ জেতে। ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জেতে ক্যারিবিয়ান দল। ব্র্যান্ডন কিং ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে 💧৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। হোপ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২২ রান করে নট-আউট থাকেন।
14 Aug 2023, 12:28 AM IST
জীবনদান পেয়ে চার-ছক্কা কিংয়ের
১৬.২ ওভারে নিজের বলেই ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ ছাড়েন তিলক বর্মা। তার পরেই তিলককে ১টি চার 🅺ও ১টি ছক্ক মারেন কিং। ওভারে ১২ রান ওঠে। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ☂১৬০ রান। জিততে ৩ ওভারে ৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। কিং ৮৩ রানে ব্যাট করছেন। তিলক ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
14 Aug 2023, 12:25 AM IST
চাহালের ওভারে জোড়া ছক্কা কিংয়ের
১৬তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ২টি ছক্কা মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ১৬ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৪৮ রান। কিং ৭২ রানে ব্যাট কর🅷ছেন। চাহাল ৪ ওভারে ৫১ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তি꧋নি।
14 Aug 2023, 12:20 AM IST
৫ ওভারে ৩৪ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
১৫তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ১টি চার মারেন শাই হোপ। ওভারে ৮ রান ওঠে। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৩২ রান। ক🐷িং ৫৭ রানে ব্যাট করছেন। জিততে ৫ ওভারে ৩৪ রান দরকার ক্যারিবিয়ান দলಌের।
14 Aug 2023, 12:14 AM IST
বল হাতে নিয়েই পুরানকে ফেরালেন তিলক
১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন তিলক বর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই নিকোলাস পুরানের উইকেট তুলে নেন তিনি। ১৩.২ ওভারে তিলকের বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন পুরান। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন নিকোলাস। ওয়েস্ট ইন্ডিজ ১১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে আসেন শাই হোপ। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১২৪ রান। কিং ৫৭ রানে ব্যাট করছেন। তিলক নিজের ♋প্রথম ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
14 Aug 2023, 12:09 AM IST
পুনরায় শুরু ম্যাচ
বৃষ্টির পরে পুনরায় শুরু ম্যাচ। চাহালের ওভারের শেষ ৩টি বলে ২ রান ওঠে। ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে𝔍 ১১৯ রান। কিং 𝓡৫৫ ও পুরান ৪৭ রানে ব্যাট করছেন। চাহাল ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন। জিততে ৪৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
13 Aug 2023, 11:44 PM IST
বৃষ্টিতে ম্যাচ থমকে, শুরু না হলে জিতবে ওয়েস্ট ইন্ডিজ
বৃষ্টির জন্য থমকে রয়েছে ম্যাচ। ঢাকা পড়েছে পিচ। ম্যাচ নতুনꩵ করে শুরু না হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। কেননা ডি-এল মেথডে এই পর্যায়ে জয়ের ক্যারিবিয়ানদের দরকার ৯১ রান। প্রয়োজনের থেকে ২৬ রান এগিয়ে রয়েছে তারা।
13 Aug 2023, 11:29 PM IST
হাফ-সেঞ্চুরি কিংয়ের
১২.৩ ওভারে𓆉 চাহালের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ব্র্যান্ডন কিং। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ঠিক তা🔯র পরেই বজ্রপাতের সম্ভাবনা থাকায় ক্রিকেটাররা মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১১৭ রান। জয়ের জন্য ৪৫ বলে ৪৯ রান দরকার ক্যারিবিয়ান দলের। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন পুরান।
13 Aug 2023, 11:24 PM IST
কুলদীপের বোলিং কোটা শেষ
১২তম ওভারে 💫ౠমাত্র ২ রান খরচ করেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১০৯ রান। পুরান ৪৫ ও কিং ৪৭ রানে ব্যাট করছেন। কুলদীপ ৪ ওভারে ১৮ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
13 Aug 2023, 11:20 PM IST
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১১তম ওভারে চাহালের বলে ১টি ছক্কা মারেন পুরান। ওভারে ১১ রান ওঠে।🔥 ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১০৭ রান। পুরান ৪৪ ও কিং ৪৬ রানে ব্যাট করছেন। চাহাল ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
13 Aug 2023, 11:14 PM IST
১০ ওভারে ৭০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
দশম ওভারে মুকেশ কুমারের বলে ১টি চার মারেন কিং। ওভারে ১০ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৯৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭০ রান। পুরান ২৩ বলে ৩৪ রা♋ন করেছেন। মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। কিং ৩২ বলে ৪৫ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ২টি ছক্কা।
13 Aug 2023, 11:06 PM IST
কুলদীপের ওভারে ৫ রান
নবম ওভারে কুলদীপ যাদব ৫ রান খরচ করেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৮৬ রান। নিকোলাস পুরান ২০ বলে ৩১ রান করেছেন। ২৯ বলে ৩৯ রান করেছেন ব্🌠র্যান্ডন কিং। কুলদীপ ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন।
13 Aug 2023, 11:03 PM IST
হার্দিককে বাউন্ডারি কিংয়ের
অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়া🍷র বলে ১টি চার মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ ꦦউইকেটে ৮১ রান। কিং ৩৭ ও পুরান ২৯ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
13 Aug 2023, 10:58 PM IST
কুলদীপকে বাউন্ডারি পুরানের
সপ্তম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি চার মারেন 𒉰নিকোলাস পুরান। ওভারে ১০ রান ওঠে। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭১ রান। কিং ৩০ ও পুরান ২৭ রানে ব্যাট করছেন। কুলদীপ ২ ওভারে ১🦹১ রান খরচ করেছেন।
13 Aug 2023, 10:53 PM IST
পাওয়ার প্লে-তে ৬০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
ষষ্ঠ🔴 ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ১টি ছক্কা ও ১টি চার ম🎃ারেন কিং। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৬১ রান। পুরান ২০ ও কিং ২৯ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 10:48 PM IST
রিভিউ নিয়ে বাঁচলেন পুরান
৪.৬ ওভারে কুলদীপের বলে পুরানকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলাস। বল পুরানের গ্লাভসে লেগে প্যাডে লাগে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪৭ রান। পুরান ১৯ ও কিং ১৬ রা🌱নে ব্যাট করছেন।
13 Aug 2023, 10:41 PM IST
আর্শদীপের ওভারে চার-ছক্কা কিংয়ের
চতুর্থ ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ১৩ রান ওঠে। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ 🦄উইকেটে ৪৪ রান। পুরান ১৮ ও কিং ১৫ রানে ব্যাট ক👍রছেন। আর্শদীপ ২ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
13 Aug 2023, 10:36 PM IST
জীবনদান পেলেন পুরান
২.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে নিকোꦗলাস পুরানের কঠিন ক্যাচ ছাড়েন মুকেশ কুমার। ওভারের শেষ ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন নিকোলাস। ওভারে ১৩ রান ওঠে। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৩১ 🧸রান। পুরান ১৮ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
13 Aug 2023, 10:28 PM IST
মায়ের্সকে ফেরালেন আর্শদীপ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। নিজের প্রথম ওভারেই তিনি তুলে নেন কাইল মায়ের্সের উইকেট। ১.২ ওভারে আর্শদীপের বলে যশস্বীর হাতে ধরা পড়েন মায়ের্স। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১২ রানে ১ 𒅌উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। ওভারের শেষ বলে ছক্কা মারেন পুরান। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৮ রান।
13 Aug 2023, 10:21 PM IST
রান তাড়া শুরু ওয়েস্ট ইন্ডিজের
কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে বোলিং 💦শুরু কღরেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কিং। তৃতীয় বলে ছক্কা মারেন মায়ের্স। শেষ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানে ব্যাট করছেন মায়ের্স।
13 Aug 2023, 10:11 PM IST
লড়াইয়ের রসদ ভারতের
শেষ ওভারের শেষ বলে চার মারেন মুকেশ কুমার। ভারত নির্ধারিত ২০ 💜ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৬৬ রান। মুকেশ ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন। চাহাল ১ বল খেলে কোনও রান সংগ্রহ করতে পারেননি। হোল্ডার ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
13 Aug 2023, 10:09 PM IST
অক্ষর প্যাটেল আউট
বৃষ্টির পরে খেলা শুরু হলে প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১৯.৫ ওভারে হোল্ডারের বলে শেফার্ডের হাতে ধඣরা পড়েন অক্ষর। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিন♔ি। ভারত ১৬১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার।
13 Aug 2023, 10:01 PM IST
ফের বৃষ্টিতে থমকাল ম্যাচ
শেষ ওভারে জেসন হোল্ডারের বলে ১টি ছক্♓কা মারেন অক্ষর প্যাটেল। বাই হিসেবে ৪ রান উপহার পায় টিম ইন্ডিয়া। ১৯.৪ ওভারের খেলার শেষে ফের বৃষ্টির জন্য ম্যাচ থমকে যায়। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ১৬১ রান। অক্ষর ১৩ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 09:56 PM IST
গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন কুলদীপ
ক্রিজে এসে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কুলদীপ যাদব। ১৮.৫ ওভারে কুলদীপের উইকেট তুলে নেন রোমারিও। গোল্ꦑডেন ডাকে মাঠ ছাড়েন কুলদীপ। ভারত ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল। শেফার্ড ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।
13 Aug 2023, 09:54 PM IST
আর্শদীপ সিং আউট
১৮.৩ ওভারে শেফার্ডের বলে ছক্কা হাঁকান আর্শদীপ সিং। ১৮.৪ ওভারে শেফার্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৪ বলেཧ ৮ রান করেন আর্শদীপ। ভারত ১৪৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।
13 Aug 2023, 09:49 PM IST
সূর্যকুমার যাদব আউট
১৭.৫ ওভারে জেসন হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। প্রাথমিকভাবে আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন সূর্য। ভারত ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শদীপ সিং। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১𝓰৪১ রান।
13 Aug 2023, 09:41 PM IST
হার্দিক পান্ডিয়া আউট
১৬.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ১৬.২ ওভারে শ𝔉েফার্ডের বলে হোল্ডারের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন হার্দিক। ভারত ১৩০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৩৩ রান। সূর্যকুমার ৫৬ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 09:38 PM IST
বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু
বৃষ্টির বাধা টপকে পুনরায় শুরু ম্যাচ। ১৬তম ওভারের শেষ বলে ২ রান নেন সূর্যকুমার। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইꦉকেটে ১২৩ রান। ৫৫ রানে ব্যাট করছেন সূর্য। ৭ রানে ব্যাট করছেন পান্ডিয়া।
13 Aug 2023, 09:21 PM IST
ঝোড়ো হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
১৫.১ ওভারে আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রানের গণ্ডি টপকান সূর্য। ১৫.৪ ওভারে হার্দিকের ফিরতি ক্যাচ ধরতে ♌পারেননি জোসেফ। ১৫.৫ ওভারের খেলা বৃষ্টির জন্য ম্যাচ সাময়িকভাবে থমকে যায়। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১২১ রান। সূর্য ৫৩ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 09:19 PM IST
শেফার্ডকে ছক্কা সূর্যকুমারের
১৫তౠম ওভারে রোমারিও শেফার্ডের বলে ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১২ রান। সূর্য ৪৬ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 09:13 PM IST
১০০ টপকাল ভারত
১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। রোস্টন চেসের ওভারে ৫ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে꧙ ১০২ রান। সূর্য ৩৮ রানে ব্যাট করছেন। চেস ৪ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকꩵেট নিয়েছেন।
13 Aug 2023, 09:10 PM IST
আকিলের ওভারে ৩ রান
১৩তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন আকিল হোসেন। ভারতের স্কোর ৪ উইকেটে ৯৭ রান। সূর্যকুমার ৩৫ রানে ব্যাট করছেন। হার্দিক করেছেন ৪ রান। আকিল ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন✅।
13 Aug 2023, 09:05 PM IST
রোস্টনের ওভারে ৫ রান
১২তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন রোস্টন চেস। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৪ রান। সূর্যকুমার ৩৩ ও হার্দিকღ পান্ডিয়া ৩ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:58 PM IST
সঞ্জু স্যামসন আউট
১০.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে রোভম্যান পাওয়েলের হাত থেকে জীবনদান পান সূর্যকুমার যাদব। ১০.২ ওভারে শেফার্ড 🍒আউট করেন সঞ্জু স্যামসনকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৩ রান করে পুরানের দস্তানায় ধরা দেন স্যামসন। ভারত ৮৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৯ রান। সূর্য ৩০ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:52 PM IST
অর্ধেক ইনিংস শেষ
দশম ও💟ভারে রোস্টন চেসের বলে ১টি চার মারেন স্যামসন। ওভারে ৮ রান ওঠে। ১০ ꧅ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬ রান। সূর্যকুমার ২৮ ও স্যামসন ১৩ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:48 PM IST
জোসেফের ওভারে জোড়া বাউন্ডারি
নবম ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার মারেন সূর্যকুমার এবং ১টি বাউন্ডারি মারেন সঞ্জু স্যামসন। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭৮ রান। সূর্যকুমার ২৬𒅌 ও স্যামসন ৭ রানে ব্যাট করছেন। জোসেফ ২ ও🅺ভারে ৩০ রান খরচ করেছেন।
13 Aug 2023, 08:42 PM IST
তিলক বর্মা আউট
৭.৫ ওভারে নিজের বলেই তিলক বর্মার দুর্দান্ত ক্যাচ ধরেন রোস্টন চেস। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন𝐆 তিলক। ভারত ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৬৭ রান। সূর্য🃏কুমার ২১ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:36 PM IST
হোল্ডারকে ছক্কা তিলকের
সপ্তম ওভারে জেসন হ꧂োল্ডারের বলে ১টি ছক্কা মারেন তিলক বর্মা। ১টি নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন পাওয়েল। ওভারে ৯ রান꧒ ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬০ রান। তিলক ২৭ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:31 PM IST
জোসেফের ওভারে ১৯ রান, ৫০ টপকাল ভারত
ষষ্ঠ ওভারে আলজারি জোসেফের বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন তিলক বর্মা। ওভারে ১৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫১ রান। তিলক ২০ ও সূর্যকুমার ১৫ রানে ব্যꦓাট করছেন।
13 Aug 2023, 08:24 PM IST
আকিলকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন আকিল হোসেন। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। ওভারে ৮ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট🦹ে ৩২ রান। সূর্য ১৫ রানে ব্যাট করছেন। আকিল ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
13 Aug 2023, 08:21 PM IST
হোল্ডারকে বাউন্ডারি সূর্যর
চতুর্থ ওভারে জেসন হোল্ডারেরꦰ বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৭ রান ওঠে। ৪ ওভার শেষে ভ🍬ারতের স্কোর ২ উইকেটে ২৪ রান। সূর্যকুমার ৮ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:15 PM IST
দুর্ভাগ্যজনকভাবে আউট শুভমন গিল
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আকিল হোসেন। তৃতীয় বলে চার মারেন গিল। ২.৫ ওভারে আকিলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শুভমন। নন-স্ট্রাইকার ব্যাটার সূর্যকুমারের সঙ্গে আলোচনা করেও রিভিউ নেননি গিল। তবে বল ট্র্যাকারে দেখা যায় যে, বল স্টাম্পে লাগছিলই না। অর্থাৎ, রিভিউ নিলে বেঁচে যেতেন শুভমন। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৯ রান করে সাজঘরের ꦦপথে হাঁটা লাগান গিল। ভারত ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। আকিল ২ ওভারে ১৩ রান খরচ করꦉে ২টি উইকেট নিয়েছেন।
13 Aug 2023, 08:10 PM IST
মায়ের্সের ওভারে ৪ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কাইল মায়ের্স। তিনি মাত্র ৪ রান খরচ করেন। ২ ওভার শেষে ভার♛তের স্কোর ১ উইকেটে ১০ রান। গিল ৩ ও সূর্যকুমার ২ রানে ব্যাট করছেন।
13 Aug 2023, 08:05 PM IST
যশস্বী জসওয়াল আউট
অযথা তাড়াহুড়ো করতে গিয়ে প্রথম ওভারেই নিজের উইকেট খোয়ালেন যশস্বী জসওয়াল। পঞ্চম বলে বোলার আকিলের হাতে ♏ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করেন জসওয়াল। ভারত ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। প্রথম ওভারে ১ উইকেটের বি🦋নিময়ে ৬ রান তোলে টিম ইন্ডিয়া।
13 Aug 2023, 08:03 PM IST
যশস্বীর বাউন্ডারিতে ম্যাচ শুরু
শুভমন গিলকে সঙ্গে নিয়ে যথারীতি ওপেন করত💦ে নামেন যশস্বী জসওয়াল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন আকিল হোসেন। প্রথম বলেই সুইপ মারার চেষ্টা করেন যশস্বী। তবে বল প্যাডে লাগে। দ্বিতীয় বলে রিভার্স সুইপে বাউন্ডারি মারেন জসওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ফাইনাল টি-২০ ম্যাচে রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ। ভারত অপরিবর্তিত প্রথম একাদশ🀅ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
13 Aug 2023, 07:00 PM IST
হারলে হতাশার অধ্যায় রচনা করবেন হার্দিকরা
ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি শেষ টি-২০ ম্যাচ হেরে যায় ভারত, তবে সব ফর্ম্যাট মিলিয়ে ১৭ বছর পরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজ হারার লজ্জা সঙ্গে ন💃িয়েই দেশে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে। উল্লেখ্য, ভারত শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হাতে ২০০৬ সালে। সেবার ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল ওয়ান ডে সিরিজে পরাজিত করে ভারতকে।
13 Aug 2023, 06:31 PM IST
জোড়া ইতিহাসের হাতছানি ভারতের সামনে
ভারত পঞ্চম টি-২০ ম্যাচ জিতে সিরিজের দখল নিলেই ইতিহাস গড়বে।💃 কেননা এখনও পর্যন্ত বিশ্বের কোনও দল ৫ ম্যাচের টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ট্রফি হাতে তুলতে পারেনি। সেক্ষেত্রে ভারতই হতে পারে প্রথম দেশ, যারা ০-২ থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজℱ জিতবে। অন্যদিকে এই ম্যাচ জিতলে কোনও একটি দেশের বিরুদ্ধে সব থেকে বেশি ২০ টি-২০ ম্যাচ জেতার যুগ্ম রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। তারা এই নিরিখে ছুঁয়ে ফেলবে পাকিস্তানকে।
13 Aug 2023, 06:29 PM IST
চতুর্থ টি-২০ ম্যাচের ফলাফল
ফ্লোরিডার চতুর্থ টি-২০ ম্যাচে টস জিতে শু🍸রুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। শিমরন হেতমায়ের ৬১ রান করেন। আর্শদীপ সিং ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। যশস্বী জসওয়াল ৮৪ রান করে অপরাজিত থাকেন। ৭৭ রান করে আউট হন শুভমন গিল। একমাত্র উইকেটটি নেন রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী।
13 Aug 2023, 06:29 PM IST
তৃতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। ব্র্যান্ডন কিং ৪২ ও রোভম্যান পাওয়েল ৪০ রান করেন। ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব ৮৩ ও তিলক বর্মা ৪৯ রান করেন। ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ম্যাচের সেরা হন সূর্য🌊কুমার।
13 Aug 2023, 06:29 PM IST
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভ💖ারত। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বর্মা ৫১, ইশান কিষান ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৪ রান করেন। ২টি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নিকোলাস পুরান ৬৭, শিমরন হেতমায়ের ২২ ও রোভম্যান পাওয়েল ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন পুরান।
13 Aug 2023, 06:29 PM IST
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-২০ ম্যা☂চে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূর্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।