আধুনিক টি-২০ ক্রিকেটের যুগে কোনও ব্যাটারকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করতে দেখা নতুন কোনও বিষয় নয়। ত🐻বে রবিবার হারারে স্পোর্টস ক্লাবে সঞ্জু স্যামসন যেভাবে ছক্কার ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন, তা চমকপ্রদ সন্দেহ নেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে স্যামসন ১১০ মিটারের দৈত্যাকার একটি ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।
রবিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৫৮ রানের🌃 অনবদ্য ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ভারতের হয়ে সব থেকে বেশি রান করেন তিনি। ইনিংসে চারটি ছক্কা মারার সুবাদে সঞ্জু ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৩০০ ছক্কার গণ্ডি পেরিয়ে যান।
প্রথম ইনিংসের ১১.৩ ওভারে ব্র্যান্ডন মাভুতার বলে লংয়ে দুর্দান্ত একটি ছক্কা হাঁকাꦑন স্যামসন। বল চলে যায় স্টেডিয়ামের বাইরে। এটি ছিল সঞ্জুর ইনিংসের দ্বিতীয় ছক্কা। এই ছক্কায় বল গিয়ে পড়ে ১১০ মিটার দূরে। উল্লেখযোগ্য বিষয় হল, সঞ্জুর টি-২০ কেরিয়ারের এটি ৩০০তম ছক্কা।
পরে নিজের ইনিংসে আরও ২টি ছক্কা মারেন স্যামসন। ফলে টি-২০ ক্রিকেটে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় সাকুল্যে ৩০২টি। ২৭৬টি টি-২০ ম্যাচের ২৬৩টি ইনিংসে ব্যাট করতে নেমে এই কৃ🌄তিত্ব অর্জন করেন স💖ঞ্জু।
আরও পড়ুন:- Most Runs In WCL 2024: লে🌱🥀জেন্ডস লিগে সব থেকে বেশি রান, সেরা ৫-এ দুই ভারতীয়
স্যামসনের আগে ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে ৩০০ ছক্কার গণ্ডি টপকেছেন কেবল রোহিত শর্মা (৫২৫), বিরাট কোܫহলি (৪১৬), মহেন্দ্র সিং ধোনি (৩৩৮), সুরেশ রায়না (৩২৫), সূর্যকুমার যাদব (৩২২) ও෴ লোকেশ রাহুল (৩১১)। অর্থাৎ, সপ্তম ভারতীয় ব্যাটার হিসেব টি-২০ ক্রিকেটে ৩০০ ছক্কার মাইলস্টোন টপকে যান সঞ্জু স্যামসন।
ভারত বনাম জিম্বাবোয়ে পঞ্চম টি-২০ ম্যাচের ফলাফল
রবিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে। স্যামসনের হাফ-সেঞ্চুরি ছাড়া শিবম দুবে ২৬, রিয়ান পরাগ ২২, অভিষেক শর্মা ১৪, শুভমন গিল ১৩, যশস্ಌবী জসওয়াল ১২ ও রিঙ্কু সিং ১১ রান করেন।
আরও পড়ুন:- IND vs ZIM 5th T20I: চার উইকেট মুকেশের, জিম্বাবোয়েকে হা♔সতে হাসতে হারাল ভারত
পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৮.৩ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায়। ডিয়ন মায়ের্স ৩৪, তাদিওয়ানাশি মারুমানি ২৭, ফরজ আক্রম ২৭ ও ব্রায়ান বেনেট ১০ রান করেন। মুকেশ কুমার ৩.৩ ওভারে ২২ রানে🐬র বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।