Indian Captain Harmanpreet Kaur: অবশেষে এত দিনের কঠোর পরিশ্রমের পুরস্কার পেল ভারতীয় মহিলা ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতে এমনটাই জানালেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্র𝓡ীত কৌর। তাঁর মতে এই জয়ের পিছনে সকলে নিজেদের একশো শতাংশ দিয়েছেন। এছাড়াও এই জয়ের জন্য দলের বোলিং এবং ব্যাটিং কোচকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন হরমনপ্রীত কৌর। ম্যাচের পরে হরমনপ্রীত বলেছেন যে, তাঁরা কখনই রক্ষণাত্মক ক্রিকেট খেলেননি। তাদের নতুন স্টাফেরা তাদের সব সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে বলেছে, আর তারা সেটাই করেছে।
নিজেদের জয়ের এই মুহূর্তটাকে ধরে রাখতে চান হরমনপ্রীত। ভবিষ্যতে আরও টেস্ট ম্যাচ খেলার আবদার করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দল▨ের ক্যাপ্টেন। ম্যাচের পরে হরমনপ্রীত কৌর বলেছেন, ‘এতদিন ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, এটি হল তারই একটি পুরস্কার। এই জয়ের কৃতিত্বটা অবশ্যই আমাদের সমস্ত সাপোর্ট স্টাফদের। তবে আমাদের বোলিং এবং ব্যাটিং কোচকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে। আমরা জিনিসগুলিকে সব সময়ে সহজ রাখার চেষ্টা করেছিলাম। এই জয়টা সমস্ত কঠোর পরিশ্রমের জন্য আমাদের একটি পুরস্কার। আমরা এটা বুঝেছি যে যদি আমরা কিছু ইতিবাচক ক্রিকেট খেলতে পারি, তাহলে সেটা সত্যিই আমাদের সাহায্য করবে।’
রিচা ঘোষকে ব্যাটিং অর্ডারে কেন উপরের দিকে নিয়ে আনলেন? এর আসল কারণ জানিয়েছেন হরমনপ্রীত। এর পাশাপাশি ম্যাচ জয়ের জন্য ইতিহাস গড়ার জন্য ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। হরমনপ্রীত কৌর আরও বলেছেন, ‘আমরা রিচাকে ব্যা❀টিং অর্ডারে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা জানি সে প্রতিপক্ষ বোলিংয়ের কতটা ক্ষতি করবে। আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলতে চাইনি। আমাদের এই মুহূর্তটাকে ধরে রাখতে হবে। স্কোর বোর্ডে একটি শালীন টোটাল করতে অংশীদারিত্ব আমাদের সাহায্য করেছিল। দলের সকলেই অবদান রেখেছেন। আমাদের বোলিং কোচ তাদের বলছেন কীভাবে উইকেট নিতে হবে এবং রক্ষণাত্মক হবেন না। আমি বিসিসিআই এবং নির্বাচকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য। সবাই একসঙ্গে কাজ করলে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। আশা করি আমরা আরও অনেক টেস্ট ম্যাচ পাব। সেই সঙ্গে মাঠে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সমর্থন করতে বেরিয়ে এসেছেন।’
ম্যাচের চতুর্থ দিনটা ছিল ভারতের মেয়েদের নামে। ভারত𓄧 দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬১ রানে অলআউট করে দেয়। ক্যাঙ্গারু দলের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিততে ৭৫ রানের টার্গেট পেয়েছিল ভারত। এই স্কোর তাড়া করতে নেমে চার রানে শেফালি বর্মার রূপে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। তিনি কিম গার্থের শিকার হয়েছিলেন। চার বলে চার রান করে আউট হয়েছিলেন শেফালি। পরে স্মৃতি মান্ধনার সঙ্গে ইনিংস সামলান রিচা ঘোষ। রিচাও ৩২ বলে ১৩ রান করে আউট হয়ে যান। ফলে কাজটা এসে পড়ে জেমিমা ও স্মৃতির উপর। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজেই ম্যাচটা বের করে আনেন স্মৃতি। জেমিমাও তাঁকে যোগ্য সঙ্গ দেন। এদিন স্মৃতি করেন ৬১ বলে ৩৮ রান, অন্যদিকে জেমিমা ১৫ বলে ১২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আট উইকেটে ম্যাচটি জিতে ইতিহাসের পাতায় নাম তুলে নেয় হরমনপ্রীতদের নিয়ে তৈরি ভারতীয় মহিলার ক্রিকেট দল।