দলীপ ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্র প্র𝓡দেশের অনন্তপুরে জয় পেল ইন্ডিয়া সি দল। তৃতীয় দিনের তৃতীয় সেশনে ম্যাচ জিতে নিল রুতুরাজ গায়েকওয়াড়ের দল। প্রথম ইনিংসে যে ভুলটা করেছিলেন রুতুর দল, দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা আর সেই ভুল করলেন না। বোলাররা ম্যাচ জেতার মতো পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছিল দলকে,ব্যাটাররা অনায়াসেই দলকে জয় এনে দিলেন খুব বেশি কাঠখড় না পুড়িয়েই। আইপিএলে অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে প্লে অফে তুলতে না পারলেও দলীপ ট্রফিতে প্রথম ম্যাচে ভালোই অধিনায়কত্ব করলেন রুতু।অন্তত এবার কেউ তাঁকে এই কথা বলতে পারবে না, যে তিনি এখানে ধোনির পরামর্শে অধিনায়কত্ব করেছেন। বরং নিজের মাথা খাটিয়েই ম্যাচে ঠিক সময় ঠিক বোলিং পরিবর্তন ক🙈রে মাস্টার স্ট্রোক দিয়েছেন তিনি।
আরও পড়ুন-ISL-এ লাগু নয়া নিয়ম! লালকার্ডের 𓂃বিরুদ্ধে আবেদন জানাতে পারবে ফুটবলাররা! আসছে না VAR…
ইন্ডিয়া ডি দল তৃতীয় দিনের শুরুটা করে ৮ উইকেটে ২০৬ রানে, অর্থাৎ লিড ছিল ২০২ রানের। দিনের শুরুর প্রথম দুই উইকেটই তুলে নেন স্পিনার মানব সুতার। প্রথমে তিনি ২৮ রানের মাথায় ফেরান অক্ষর প্যাটেলকে। এরপর আদিত্য ঠাকারেকে রানের খাতাই খুলতে দেননি তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট, কিন্তু দ্বিতীয় দিনের মধ✅্যাহ্নভোজের পর বল টার্ন হওয়া শুরু হতেই দ্বিতীয় ইন🌟িংসে মানব নিলেন সাত উইকেট, আর তাতেই ২৩৬ রানে অলআউট হয়ে যায় শ্রেয়স আইয়ারের দল।
২৩৩ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে ম্যাচ জিততে খুব বেশি অসুবিধা হয়নি ইন্ডিয়া সি দলের। ওপেনার তথা অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড় করেন ৪৮ বলে ৪৬ রান, সাই সুদর্শন করেন ২২ রান। এরপর ফার্স্টন ডাউনে এসে আর্যন জুরেল ৪৭,এরপর রজত পতিদার ৪৪ রান করেন। এরপর ব্যাট হাতে নজর কাড়েন বাংলার ছেলে অভিষেক পোড়েল। ঠ🔯ান্ডা মাথায় ব্য়াটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলার এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি করেন অপরাজিত ৩৫ রান। সেই সুবাদে চার উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় রুতুরাজ গায়েকওয়াড়ের দল।
আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে শুর🍬ু হবে দলীপ ট্রফির দ্বিতীয় পর্যায়ের ম্যাচ। সেদিনই অভিমন্যু ঈশ্বরণের ইন্ডিয়া বি দলের মুখোমুখ൲ি হবে রুতুরাজ গায়েকওয়াড়ের ইন্ডিয়া সি। ব্যাট হাতে লড়াই দেখা যাবে বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েলের। সেই ম্যাচ হবে অনন্তপুরেই।