বিশ্বকাপের এটাই ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছেই প্রথম সিরিজ। পাঁচ ম্যাচের এই লম্বা টি-টোয়েন্ট🐈ি সিরিজে ইতিমধ্🏅যেই ভারত জিতে নিয়েছে প্রথম ম্য়াচ। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়েছে ২ উইকেটে। প্রথম ম্যাচ জেতায় অনেকটাই আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। জয়ের ধারা বজায় রাখাই টার্গেট তাদের সামনে। আজ সেই ধারা বজায় রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছেন সূর্যকুমার যাদবরা। যদিও এই ম্যাচে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিরুবনন্তপুরমের আবহাওয়া। কারণ ম্যাচের আগেরদিন বৃষ্টি হয় সকাল থেকে। এমনকী মাঠের আউট ফিল্ডে জল জমে যায়। যদি ম্যাচের এদিন এই পরিস্থিতি হয়, তাহলে পুরোপুরি ম্যাচ ভেস্তে যাবে। স্বাভাবিক ভাবেই আবহাওয়ার দিকে তাকিয়ে থাকবেন ক্রিকেটাররা।
গত ম্যাচ জেতায় অনেকটাই হালকা মেজাজে ভারত। তবে অজিরা প্রথম ম্যাচ হারলেও কোনও ভাবেই তারা পিছিয়ে নেই। প্রথমত, তারা খুব একটা চাপে নেই। কারণ স🦋বে মাত্র তারা ওডিআই বিশ্বকাপ জিতেছে। ফলে তারাও বেশ হালকা মেজাজেই রয়েছে। বরং রবিবারের ম্যাচে ভারতকে চাপে ফেলার কৌশলও বের করে ফেলেছেন তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচ কে জিতবে তা সময় বলবে। তবে তিরুবনন্তপুরমের আবহাওয়া বেশ চিন্তায় রেখেছে। সেই সঙ্গে এই ম্যাচের টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিশাখাপত্তনমে দুর্দান্ত খেলা রিঙ্কুর উপরও নজর থাকবে এই ম্যাচে। গত ম্যাচে শেষে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জেতান নাইট তারকা। এই ম্যাচেও তাঁর দি🐲কেই নজর থাকবে। পাশাপাশি বাংলার মুকেশ কুমারও রয়েছেন। যিনি গত ম্যাচে উইকেট পাননি। যদিও গত ম্যাচে ভারতীয় বোলিং লাইনআপ পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। এখন এটাই দেখায় আজকের ম্যাচে তিনি কী করেন। তবে ভারত যেহেতু প্রথম ম্যাচ জিতেছে, তাই দলে খুব একটা পরিবর্তন আনতে চাইবে না। উইনিং কম্বিনেশন বজায় রেখেই দল সাজাবেন ভিভিএস লক্ষ্মণ। যদিও অস্ট্রেলিয়া শিবির দলে বদল আনলেও আনতে পারে। তবে সূত্রের খবর, তারাও দলে খুব একটা পরিবর্তন আনতে নারাজ। এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।
ভারত- যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্য়াটেল, রবি ꦚবিষ্ণোই, আর্শদী🌄প সিং, প্রসিধ কৃষ্ণা এবং মুকেশ কুমার।
অস্ট্রেলিয়া- স্টিভ স্মিথ, ম্যাথিউ শর্ট, জোশ ইংলিস, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, অ্যারণ হার্ডি, ম্যাথিউ ওয়েড, সিন অ্যা🍷বট, ন্যাথন এলিস, জেসন বেহরেনডর্ফ, তনবীর সাঙ্গা।