অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটের তাদের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের। টাইগারদের বিরুদ্ধে জিতলে, টিম ইন্ডিয়া কার্য সেমিফাই🥀নালে পৌঁছে যাবে। তবে আবহাওয়া কি সেই ম্যাচে বড় বাধা হতে পারে?
ভারত-বাংলাদেশ ম্যাচেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মরশুম। তাই ভারত-বাংলাদেশ ম্যাচটি কি বৃষ্টিতে ভেসে যাবে? এই দুই দল ২২ জুন অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হবে। স্থানী সময়ে অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা সকাল ১০টা ৩০ মিনিটে। অর্থাৎ ভারতীয় সময়ে রাত আটটায় হওয়ার কথা ম্যাচটি। Weather.com পূর্বাভাস অনুসারে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে, যে সময়ে ম্যাচটি চলার কথা রয়েছে, সেই সময়ে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয🐬়াসের কাছাকাছি থাকবে। এবং আকাশ রৌদ্রোজ্জ্বলই থাকার কথা।
আরও পড়ুন: সহজতম ক্যাচ ফেলে নিজেই বিস্মিত কোহলি, মাথায় হাত 🅘রোহিতের♊ও- ভিডিয়ো
১৮-২৪% এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপাতত বৃষ্টির জেরে এই ম্যাচে ব্যাঘাত ঘটার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে। প্রায় ৭৫🃏-৮০% আর্দ্রতা থাকবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটি বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে
তবে এটাও ঘটনা, অ্যান্টিগায় শুক্রবারের ম্যাচটি ব🀅ৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছিল। এবং অস্ট্রেলিয়াকে ডিএলএস (DLS) পদ্ধতিতে বিজয়ী ঘোষণা করা হয়। কারণ তারা রান তাড়া করতে নামলে, ১১.২ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ভিডিয়ো- সেরা ফিল্ডারের তালিকায় অক্ষরের নাম শুনে চমকে উঠলেন কোহলি, ✨প্রতিক্রিয়া হল ভাইরাল
ভারত বনাম বাংলাদেশ ম্যাচের জন্য কি রিজার্ভ ডে আছে?
সুপার আটের কোনও ম্যাচের জন্যই কোনও রিজার্ভ ডে নেই। ম্যাচটি ভেসে গেলে দুই দলই এক করে পয়েন্ট পাবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি ভেস্তে গেলে চাপে পড়বেন শাকিবরা। তাদের তখন অꦿস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি আফগানিস্তাকে তাদের হারাতেই হবে। কারণ তারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচে হেরে বসে রয়েছে। রানরেটও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি করে ভারতকে অক্স✅িজেন দিলেন, ম্যাচের সেরা হয়ে কোহলির নজির ছুঁলেন সূꦬর্য
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচ রিপোর্ট
স্♋যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটিই কম স্কোরিং ম্যাচ ছিল। শেষ দু'টি সুপার আটের ম্যাচে, দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৯৪ রান করেছিল। আমেরিকা রান তাড়া করতে নেমে সেখানে ৭ উইকেটে ১৭৬ রান করেছিল। ওএবং শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ৮ উইকেটে ১৪০ রান করে। ম্যাচটি বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১১.২ ওভারে ৩ উইকেটে ১০০ রান করে ফেলেছিল।
ভারতে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতদের সুপার আটের ম্যাচটি কী ভাবে দেখবেন?
ভারত বনাম বাংলাদেশ ২০২৪ টি২০ 💃বিশ্বকাপের সুপার আটের গ্রুপ ওয়ানে এই ম্যাচটি Disney+ Hotstar মোবাইল অ্যাপে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং করা যাবে। এছাড়া ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার কর🐈া হবে।